• দেখ দেখ নন্দরায় কি আনন্দ শোভা পায়
    “দেখ দেখ নন্দরায় কি আনন্দ শোভা পায় বিধু যেন ঢল ঢল দেখ যমুনায়। নব নীল ঘন চাঁদ মম্মথ জিনি ফাঁদ অমিয়-সাগর সুখ-সায়রে ভাসায়।।” দেখিয়া আনন্দ বড়ি নন্দঘোষ রূপ হেরি ধরণে নাহিক মেন যায়। কোলে লয়ে নন্দরাণী– “ও মোর যাদুয়ামণি” চুম্বন করিয়া কাঁদে মায়।। “এ বেশে কেমনে বনে যাইবে ধেনুর সনে পদযুগ অতি সে কোমল। বিষম […] keyboard_arrow_right
  • দেখ দেখ নন্দ রায় কি আনন্দ শোভা পায়
    দেখ দেখ নন্দ রায় কি আনন্দ শোভা পায় বিধু যেন ঢল ঢল দেখ যমুনায়। নব নীল ঘন চাঁদ মনমথ জিনি কাঁদ অমিয়া-সাগর সুখসায়রে ভাসায়।। দেখিয়া আনন্দ বড়ি নন্দ ঘোষ রূপ হেরি ধরণে নাহিক মেন যায়। কোলে লয়ে নন্দরাণী ও মোর যাদুয়ামণি চুম্বন করিয়া কাঁদে মায়।। এ বেশে কেমনে বনে যাইবে ধেনুর সনে পদযুগ অতি সে […] keyboard_arrow_right
  • বেশ বনাইছে মায়
    বেশ বনাইছে মায়। চাঁচর চিকুর বনাই সুন্দর চূড়াটি বাঁধিল তায়।। বেড়িয়া মালতী আনি জাতি যূথি কুন্দের কলিকা দিয়ে। তাহার উপরে মুকুতার মালা প্রবাল-মাঝারে দিয়ে।। সোনার দু থরি মালা দিয়া ফেরি মাণিক খোপনি সাজে। পরশ-পাথর গাঁথি থরে থর কি শোভা দেখ না মাঝে।। ময়ূর শিখণ্ড দিয়া তার পর বিনি বায়ে দেখ উড়ে। ফুলের সৌরভে অলিকুল যত […] keyboard_arrow_right
  • বেশ বনাইছে মায়
    বেশ বনাইছে মায়। চাঁচর চিকুর বনাই সুন্দর চূড়াটি বাঁধিল তায়।। বেড়িয়া মালতী আনি জাতি যূথি কুন্দের কলিকা দিয়ে। তাহার উপরে মুকুতার মালা প্রবাল মাঝারে দিয়ে।। সোনার দু থরি মালা দিয়া ফেরি মানিক খোপনি সাজে। পরশ পাথর গাঁথি থরে থর কি শোভা দেখ না মাঝে।। ময়ূর-শিখণ্ড দিয়া তারপর বিনি বায়ে দেখ উড়ে। ফুলের সৌরভে অলিকুল যত […] keyboard_arrow_right
  • যখন করিলে বনে অতি সুখ
    “যখন করিলে বনে অতি সুখ লীলা সে খেলিলে খেলা। কতেক অসুর বধিলে নিঠুর লয়া বালকের মেলা।। যে দিন কালিন্দী- দহের সম্মুখে সে জলে গরল ছিল। সে জন খাইয়া সেখানে বালক সবে তনু তেয়গিল ।। কুলে পড়ি সবে মরিল বালকে তুমি সে গেছিলা কতি। আসিয়া দেখিলে কিবা মাত্র দিলে করিলে সবার গতি।। কেন বা জীয়ালে এ […] keyboard_arrow_right
  • যখন করিলে বনে অতিসুখ
    যখন করিলে বনে অতিসুখ লীলা সে খেলিলে খেলা। কতেক অসুর বধিলে নিঠুর হয়া বালকের মেলা।। যে দিনে কালিন্দী দহের সম্মুখে সে জলে গরল ছিল। সে জল খাইয়া সেখানে বালক সবে তনু তেয়াগিল।। কূলে পড়ি সবে মরিল বালকে তুমি সে গেছিলা কতি। আসিয়া দেখিলে কিবা মাত্র দিলে করিলে সবার গতি।। কেন বা জীয়ালে এ দুখ দেখিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ