• (যব) ঋতুপতি নব পরবেশ
    (যব) ঋতুপতি নব পরবেশ। তব তুহুঁ ছোড়লি দেশ।। তাহে যত বিবিধ বিলাপ। কহইতে হৃদি মাহা তাপ।। তবধরি বাউরি ভেল। গিরিষ সময় বহি গেল।। বরিষা ভেল চারি মাস। না ছিল জিবন অভিলাষ।। তাহে যত পাওল দূখ। কহইতে বিদরয়ে বুক।। শারদে নিরমল চন্দ। তাক জিবন লেই দন্দ।। পুরবক রাসবিলাস। সোঙারিতে না বহয়ে শ্বাস।। হীম শিশিরে বহু শীত। […] keyboard_arrow_right
  • ঋতু-রাজার্পিত-তোষ-তরঙ্গম্
    ঋতু-রাজার্পিত-তোষ-তরঙ্গম্। রাধে ভজ বৃন্দাবন-রঙ্গম্।। মলয়ানিল-গুরু-শিক্ষিত-লাস্যা। নটতি লতাবলিরুজ্জ্বল-হাস্যা।। পিক-ততিরিহ বাদয়তি মৃদঙ্গম্। পশ্যতি তরুকুলমঙ্কুরদঙ্গম্।। গায়তি ভৃঙ্গ-ঘটাদ্ভুত-শীলা। মম বংশীব সনাতন লীলা।। keyboard_arrow_right
  • ঋতুপতি যামিনি কালিন্দি তীর
    ঋতুপতি যামিনি কালিন্দি তীর। বিকসিত ফুলচয় কুঞ্জ কুটীর।। কোকিল কুল করু পঞ্চম গান। গুঞ্জরি চঞ্চরি করু মধুপান।। চান্দনি রজনি উজোরল তায়। সুমলয় পবন বহই মৃদু বায়।। ঐছন সময়ে বিহরে মঝু নাহ। কি করব অব হাম মন্দির মাহ।। সো মুখ যব মঝু উপজয়ে চীত। অতি উতকণ্ঠিত না মানয়ে ভীত।। কতয়ে মনোরথ মন মাহা হোয়। কৈছন রভসে […] keyboard_arrow_right
  • ঋতুপতি রয়নি বিলাসিনি কামিনি
    ঋতুপতি রয়নি বিলাসিনি কামিনি আলসে ঢুলু ঢুলু আঁখি। কাঞ্চন বরণ হরণ তনু অরুণিত মধুর মধুর মৃদু ভাখি।। সব সহচরিগণ আওল তৈখন এক জন করয়ে পুছারি। কহ ধনি কৈছনে গিরিবরধর সনে কালি খেললি পিচকারি।। পদ্মা সহচরি কৈছনে বাঁচলি বাঁচলি তুমুল সংগ্রামে। গৃহপতি সেবন কাজে রহলুঁ তব যাই না পেখলুঁ হামে।। শুনি তব রসবতি হরিষে ভরল মতি […] keyboard_arrow_right
  • ঋতুপতি রাতি রসিকবর রাজ
    ঋতুপতি রাতি রসিকবর রাজ। রসময় রস রভসরস মাঝ।। রসবতি রমনীরতন ধনি রাহি। রাস রসিক সহ রস অবগাহি।। রঙ্গিনি গন রস রঙ্গহি নটঈ। রনরনি কঙ্কন কিঙ্কিনি রটঈ।। রহি রহি রাগ রচয়ে রসবন্ত। রতিরত রাগিনি রমন বসন্ত।। রটতি রবাব মহতি কপিনাস। রাধারমন করু মুরলি বিলাস।। রসময় বিদ্যাপতি কবি ভান। রূপনরায়ন ভূপতি জান।। keyboard_arrow_right
  • ঋতুপতি-রাতি উজাগর জরজর
    ঋতুপতি-রাতি উজাগর জরজর দূতিক নিকটে বোলাই। নিজ করে বেশ বনাই আদর করি সুন্দরি নাগর নিকট পাঠাই।। সহচরি চলি গেও শ্যামরূ পাশ। গলে অম্বর ধরি যুগল কর জোরি কহত মধুরিম ভাষ।। চল চল চতুর শিরোমণি নাগর অলস পরিহরি দূরে। রাই তোহারি কুঞ্জে সই লুটত বসন ভিজায়ই লোরে।। রঙ্গশালে একলে বরনাগর রঙ্গ মগন ভরিপূর। চঞ্চল চিত করয়ে […] keyboard_arrow_right
  • ঋতুপতি-রাতি রসিক-বররাজ
    ঋতুপতি-রাতি রসিক-বররাজ। রসময় রাস রভস-রসমাঝ।। রসবতি রমনীরতন ধনি রাহি। রাস-রসিক সহ রস অবগাহি।। রঙ্গিনিগন রস রঙ্গহি নটঈ। রনরনি কঙ্কন কিঙ্কিনি রটঈ।। রহি রহি রাগ রচয়ে রসবন্ত। রতিরত-রাগিনি-রমন বসন্ত।। রটতি রবার মহতি কপিনাশ। রাধারমন করু মুরলি-বিলাস।। রসময় বিদ্যাপতি কবি ভান। রূপনরায়ন ভূপতি জান।। keyboard_arrow_right
  • ঋতুরাজ ব্রজসমাজ হোরি রঙ্গে রঙ্গিয়া
    ঋতুরাজ ব্রজসমাজ হোরি রঙ্গে রঙ্গিয়া ।।ধ্রু।। নাগরিবর হোরিরঙ্গ- উনমতচিত শ্যামসঙ্গ নাচত কত ভঙ্গিয়া।।ধ্রু।। গাওত কত রসপ্রসঙ্গ বাওত কত বিণ মোচঙ্গ থৈয়া থৈ মৃদঙ্গিয়া।। চঞ্চল গতি অতি সুরঙ্গ নিরখি ভূলে কত অনঙ্গ সঙ্গতি সব সুরঙ্গিয়া। সরমণ্ডল স্বর অভঙ্গ বিবিধ যন্ত্র জলতরঙ্গ মধুর সর উপাঙ্গিয়া।। খেলি গুলাল অঙ্গ লাল সুন্দর বর দ্যুতি রসাল রঙ্গিণিগণ সঙ্গিয়া। ব্রজবধূগণ ধরত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ