ঋতুরাজ ব্রজসমাজ হোরি রঙ্গে রঙ্গিয়া ।।ধ্রু।। নাগরিবর হোরিরঙ্গ- উনমতচিত শ্যামসঙ্গ নাচত কত ভঙ্গিয়া।।ধ্রু।। গাওত কত রসপ্রসঙ্গ বাওত কত বিণ মোচঙ্গ থৈয়া থৈ মৃদঙ্গিয়া।। চঞ্চল গতি অতি সুরঙ্গ নিরখি ভূলে কত অনঙ্গ সঙ্গতি সব সুরঙ্গিয়া। সরমণ্ডল স্বর অভঙ্গ বিবিধ যন্ত্র জলতরঙ্গ মধুর সর উপাঙ্গিয়া।। খেলি গুলাল অঙ্গ লাল সুন্দর বর দ্যুতি রসাল রঙ্গিণিগণ সঙ্গিয়া। ব্রজবধূগণ ধরত […]
keyboard_arrow_right