• এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি
    এই বনে কংসের আজ্ঞা নাই বলে হরি। রাই বলে এখনি ভাঙ্গিব ভারিভুরি।। কৃষ্ণ বলে স্বর্গ মর্ত্ত মোর অধিকার। রাই বলে তোমায় জানি আভীর কুমার।। কৃষ্ণ বলে ব্রহ্মা ইন্দ্র দমন করি আমি। রাই বলে নন্দের গোধন চরাও তুমি।। কৃষ্ণ বলে গোবর্দ্ধন ধরেছি কৌতুকে। রাই বলে নন্দের বাধা বহিছ মস্তকে।। এ বোল শুনিয়ে কৃষ্ণ ভাবে মনে মনে। […] keyboard_arrow_right
  • এই বলি তবে গোলক-ইস্বর
    “এই বলি তবে গোলক-ইস্বর ধরনি বিদাঅ দিআ। গোলোক তেজিআ জনম লভিআ দৈবকী ঔদর * *।। * * ভগবান তোমার নন্দন জানহ কারণ কথা । তথির কারণে রাখিহ গোপনে শুন, জসমতি মাতা।। * * খুজিব দুষ্ট কংসাসুর পাঠাব অসুরগণে। অষ্টম গর্ভেতে জনম লভিল ইহা দুষ্ট কংস *।।” তত্ত্ব কথা জত শুনি নন্দরাণী চিতে ভেল বড় ভয়ে। […] keyboard_arrow_right
  • এই বার করুণা কর চৈতন্য নিতাই
    এই বার করুণা কর চৈতন্য নিতাই। মো সম পাতকী আর ত্রিভুবনে নাই।। মুঞি অতি মূঢ়মতি মায়ার নফর। এই সব পাপে মোর তনু জরজর।। ম্লেচ্ছ অধম যত ছিল অনাচারী। তা সভা হইবে বুঝি মোর পাপ ভারী।। অশেষ পাপের পাপী জগাই মাধাই। অনায়াসে উদ্ধারিলা তোমরা দুভাই।। লোচন বোলে মো অধমে দয়া নৈল কেনে। তুমি না করিলে দয়া […] keyboard_arrow_right
  • এই বৃন্দাবন পথে, নিতি নিতি করি গতাগতে
    এই বৃন্দাবন পথে,নিতি নিতি করি গতাগতে। যদি হাতে করি লৈয়ে সোনা,তুমি কে না বোলে এক জনা। তুমি দেখি পুছই বড়াই,কিসের দান চাহেন কানাই। সঙ্গে সব ঘৃতের পসার,তাহে কেন এতেক জঞ্জাল। তুমি ত বরজ যুবরাজ,তুমি কেনে করিবে অকাজ। দূর কর হাস পরিহাস,কহতহি গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর-প্রেম তিলে পাছে টুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিলে গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দুখ পাই। চাঁদমুখের মধুর হাসে তিলেক জুড়াই ।। এমন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস বলে রাই ভাবিছ অনেক। […] keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর প্রেম তিলে জানি ছুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দুখ পাই। চাঁদমুখে হাসি হেরি তিলেক জুড়াই।। সে হেন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস কহে রাই ভাবিছ […] keyboard_arrow_right
  • এই ভয় উঠে মনে এই ভয় উঠে
    এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কানুর প্রেম তিলে জনি ছুটে।। গড়ন ভাঙ্গিতে সই আছে কত খল। ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল।। যথা তথা যাই আমি যত দূর পাই। চাঁদ-মুখের মধুর হাসে তিলেক জুড়াই।। সে হেন বঁধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায়।। চণ্ডীদাস কহে রাই ভাবিছ […] keyboard_arrow_right
  • এই ভাব তোমারে কে শিখাইল
    এই ভাব তোমারে কে শিখাইল–কোন মানুষে কোন্‌ ভাবিনী আইসে যোগিনীর পাড়ায় বসে, কোন্‌ মানুষে। ও এক ভাবের এক মানুষ আইসে, ও ঘুরে বেড়ায় তালাসে–কোন্‌ মানুষে। ‘জয় রাধে, শ্রীরাধে’ বলে ও দেহ-তরী দিলাম ছাইড়া সোনার কমল সুরধুনীর ঘাটে দেখ নাগরী যায় ভেসে, –কোন্‌ মানুষে। keyboard_arrow_right
  • এই মত নিতি বনে বিহরয়
    এই মত নিতি বনে বিহরয় অপার যাহার লীলা। নিতি নিতি নব এ নব কৈশোর কে হেন জানিব খেলা।। প্রভাতে উঠিয়া গোঠে আরোহণ আইলা যতেক শিশু। ভাই ভাই বলি ডাকে কত জনা ছিদাম আছয়ে পাছু।। সুবল যাইয়া কানু জাগাইয়া কহিছে মধুর বাণী। “গোঠেতে যাইতে শিশু চারি ভিতে কিনা যাবে ইহা শুনি।। বল দেখি ভাই মোরা শুনি […] keyboard_arrow_right
  • এই মত নিতি বনে বিহরয়
    এই মত নিতি বনে বিহরয় অপার যাহার লীলা। নিতি নিতি নব এ নব কৈশোর কে হেন জানিব খেলা।। প্রভাতে উঠিয়া গোঠে আরোহণ আইলা যতেক শিশু। “ভাই ভাই” বলি ডাকে কত জনা শ্রীদাম আছয়ে পাছু।। সুবল যাইয়া কানু জাগাইয়া কহিছে মধুর বাণী– “গোঠেতে যাইতে শিশু চারি ভিতে কিনা যাবে ইহা শুনি।। বল দেখি ভাই, মোরা শুনি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ