• এই মত সব গোপের রমণী
    এই মত সব গোপের রমণী চলিল নাগরী রামা। রাই পাশে গিয়া চলিল ধাইয়া সঙ্কেত বনহি ধামা।। চল চল ধনি রাই প্রেমমণি চল চল যাব বনে। রসের আবেশে কহে নবরামা কহিছে ধনীর স্থানে।। ইথে ধ্বনি আসি রাধার শ্রবণে পশিল যতনে তাই। তরল কথন রমণী অন্তর কহেন সুন্দরী রাই।। পুন শুন শুন ডাকে ঘন ঘন মধুর মুরলী-তান। […] keyboard_arrow_right
  • এই মত সব গোপেরি রমণী
    এই মত সব গোপেরি রমণী চলিল নাগরী রামা। রাই পাশে গিয়া চলিল ধাইয়া সঙ্কেত বনহি ধামা।। “চল চল ধনি রাই প্রেমমণি চল চল যাব বন।” রসের আবেশে কহে নব রামা কহিছে ধনীর স্থানে।। ইথে ধ্বনি আসি রাধার শ্রবণে পশিল যতনে তাই। তরল কথন রমণী-অন্তর কহেন সুন্দরী রাই।। “পুনঃ শুন শুন ডাকে ঘন ঘন মধুর মুরলী […] keyboard_arrow_right
  • এই মত সিসু সঙ্গে নন্দের নন্দন
    এই মত সিসু সঙ্গে নন্দের নন্দন। খেলাএ আনন্দ-খেলা ভুবন -মোহন।। … … … … মুনি। শ্রীভাগবত কথা অমৃতের শ্রেনি।। সুনিতে মধুর, পানে ওদর না পোরে। … … … …।। অন্য উপহার জদি করিএ ভক্ষণ। ওদর পুরিত হএ সুন তপোধন।। কৃষ্ণর … … … । … পান করি তত পিতে হয় …।। সুনিতেই ইৎসা হএ কহ […] keyboard_arrow_right
  • এই মনে বনে দানী হইয়াছে
    এই মনে বনে দানী হইয়াছে ছুঁইতে রাধার অঙ্গ। রাখাল হইয়া রাজবালা সনে না জানি কিসের রঙ্গ।। গিরি গিয়া যদি আরাধনা কর সেবহ শঙ্করদেবে। সতত অরণ্যে শরণ শৈলজা পূজা কর এক ভাবে।। জলধিজাহ্নবী- সঙ্গম নিকটে সঙ্কটে কামনা কর। তবু বুকভানু- নন্দিনীনিচোল- অঞ্চল ছুঁইতে নার।। অলপে অলপে সঘনে সঘনে বচন রচহ মিঠ। সব আভরণ থাকিতে হিয়ার হারে […] keyboard_arrow_right
  • এই মন্ত্র ঝাড়ে গোয়ালা চেতনি
    এই মন্ত্র ঝাড়ে গোয়ালা চেতনি বান্ধেন রক্ষার টোনা। বুকে দিয়া কর ঝাড়ে নিরন্তর– “রাখহ কালিয়া সনা।। দেব ঋসিকেস মাধব মুকুন্দ রাম দামোদর হরি। জয় পদ্মনাভ বামন অচ্যুত * * বনমালি।। জয় প্রজাপতি চক্রিন মুরূতি ত্রিবিক্রম নারায়ণ। জয়তি শ্রীধর আর বেদগর্ভ এই সে * কন।। সভাই সুহাএ ধরি তুয়া পাএ রাখহ বালক মোর। * * * […] keyboard_arrow_right
  • এই মাগি শ্যাম পায় অবলা মনে
    এই মাগি শ্যাম পায় অবলা মনে। ধু। হেন সাধ করে মনে প্রিয় লাগ পাস্‌ , চক্ষুর পোতল আড়ে সে নিধি লুকাস্‌ ।। দেখি দেখি নয়ানের সাধ না পূরায়, শুনি কর্ণে মধুবাক্য শান্তি নাহি পায়। নয়ান অন্তরে রাখি দেখি নিরন্তর, হৃদের কমলরসে রাখিতে ভ্রমর।। আলি রাজা ভণে অই গীত নিশি দিন, শ্যাম পদে শ্রদ্ধা এই –যেন […] keyboard_arrow_right
  • এই মানুষ কি কথায় ধরা যায়
    এই মানুষ কি কথায় ধরা যায় মনে প্রাণে ঐক্য করিয়া নির্জনে সাধন করিতে হয়। বাহ্যকাম ত্যাজ্য করে ঐ থাকতে হবে নিরিখ ধরে মাছ-রাঙ্গা পাখী যেমন রয়, ও সে দমের ঘরে বেঠিক হলে ঐ মানুষ পলকে হারায়। তাই লালন শা দরবেশে বলে আছে মানুষ এই রূপের ঘরে ঐরূপ নিহারে বাঁধ না তারে গোপীগণে সাধন করলে সেই […] keyboard_arrow_right
  • এই মোর কপালে ছিল
    এই মোর কপালে ছিল, প্রাণের নাথ ছাড়ি গেল, সখী লই যাব মথুরাতে। মথুরাতে প্রাণধন, চল চল সখীগণ, ছাড়ি গেল সখা প্রাণনাথে।। হা হা প্রভু দীননাথ, তুমি বিনে পরমাদ, তুমি বিনে আঁধার বৃন্দাবন। শ্রীআলিমদ্দিনে কহে, শুনে রাধে মহাশয়ে, কৃষ্ণ সাথে হৈব দরশন।। keyboard_arrow_right
  • এই যে নাগরী আরাধিল হরি
    এই যে নাগরী আরাধিল হরি নিশ্চয় কহিলুঁ তোরে। প্রাণের গোবিন্দ পাইয়া আনন্দ সঙ্গতি লইল যারে।। আমা সভাকারে পরিহরি দূরে তারে লৈয়া সঙ্গোপনে। মদন-বিলাস করে পরকাশ বুঝিলাম অনুমানে।। রমণী-রমণ দুহুঁ-পদ-চিহ্ন পড়িয়া আছয়ে পথে। শফরী পতাকা ধ্বজ ঊর্দ্ধ-রেখা বজর অঙ্কুশ তাতে।। আমরা গোপিনী সভে ভাগি হীনী ভাগ্যবতী এই নারী। শশি কহে সতি বরজ-যুবতি তারে অনুকূল হরি।। keyboard_arrow_right
  • এই সব তত্ত্ব কহিল বেকত
    এই সব তত্ত্ব কহিল বেকত ইহা কে কহিতে পারে। ছায়ার মুকুর দেহ সে দেখহ এ কথা দেখিবে ছলে।। কালার ছটায়ে কালরূপ ধরে এ সব তরুর কুলে। গৌর দেহেতে গৌর বরণ ধরিয়াছে অবহেলে।। সখীর বচন হাসিয়া সঘন সকলি গৌর দেখি। আপনার দেহ দেখল গৌর দেখল সকল সখী।। নিকুঞ্জ-ভুবন সেই ত গৌর গৌর কালিয়া কানু। সকল গৌর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ