একি শুনি আচম্বিতে অক্রুর আস্যাছে নিতে হরি নাকি যাবে মধুপুরে। এইত দারুণ কথা শুনিতে অন্তরে ব্যথা গোপীগণ প্রতি ঘরে ঘরে।। নন্দঘোষ যশোমতী তারা দিল অনুমতি প্রাণনাথ যাইবে মথুরা। প্রাণনাথ পরিহরি কেমনে পরাণ ধরি নিশ্চয়ে সে মরিব আমরা।। হরি বিনা জীবন কি ছার ধন জন যৌবন সম্পদ আমার। যাহা বিনে এক ত্রুটি মানি কত যুগ কোটি […]
keyboard_arrow_right