• এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে
    এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে, ও রাধে, সেইকালে মন করে ছিলি সেই কথা তোর নাই মনে। ও রাধে, কেনে কর মান–ও কুঞ্জে আসে না যে শ্যাম, জলে আগুন দিতে পারি বিন্দা আমার নাম, ও রাধে, হাত ধরে প্রাণ সঁপে দিলি–সেই কথা তোর নাই মনে। ও আমরা সব সখী মিলে ও একটি বনফুল তুলে, বিনে সূতায় […] keyboard_arrow_right
  • এখনি আমরা গিছিলাম মথুরা
    এখনি আমরা গিছিলাম মথুরা না ছিল যমুনা বান। হেদে আচম্বিতে ফিরিঞা আসিতে জল বহে কানে কান।। বড়াই পরাণ না রহে ধড়ে। কুমারের চাক জিনি ঘন পাক ঘুরণী ঘুরিছে জলে।। তিমিঙ্গিলগণ উঠে ঘন ঘন দেখিঞা কাঁপএ হিয়া। হেন মনে লয় পরাণ সংশয় মথুরার বিকে যাঞা।। ইবে কেহো যদি গপার কর নদী বিকাইব তার পায়। দীনবন্ধু ভণে […] keyboard_arrow_right
  • এখনে পাবঞে তোহি বিধাতা
    এখনে পাবঞে তোহি বিধাতা হিংসাহ্নি মেলঞো অনুরূপ। জক বলাহ সুচেতন নহী তকেক কে দিঅ রূপ।। ই রূপ হমর বৈরী ভএ গেল দেহব কুডিঠি সাল আনকহি রূপ হিত পএ হোঅএ হমর ই ভেল কাল।। সাজনি আবে কি পুছহ সার। পরদেস পররমনি রতল নঅরি কন্ত হমার।। ভনে বিদ্যাপতীত্যাদি। keyboard_arrow_right
  • এখনো এলো না কালা
    এখনো এলো না কালা, মন কেন হল উদাসী। বাড়িল বিরহ জ্বালা, কই এল সেই কাল শশী।। কালার আসার আশে বাসার শয্যা সাজাইয়ে, জেগে পোহাইলাম নিশি। সে আশা নিরাশা হল, জাগল ব্রজের ব্রজবাসী। আসবে বলে চিকন কালা গাঁথিয়ে বন-ফুলের মালা সে মালা মোর হল বাসি। কার গলে দুলাব মালা কোন চরণে হব দাসী।। নাজেনে প্রেম করেছিলাম […] keyboard_arrow_right
  • এগো প্রাণ সই না আসিল প্রাণনাথ কুঞ্জেতে
    এগো প্রাণ সই না আসিল প্রাণনাথ কুঞ্জেতে। প্রেমানল দিয়া গায় বন্ধে মোরে ছাড়িয়া যায়। বিরহিনী হৈয়া বন্ধু ডাকিয়ে তোমায়। দেখিমু নি রূপ তোর ত্রিপুন্নিয়ার ঘাটেতে। দেহা মোর জ্বলি যায় প্রাণ ঝুরে তোর প্রেম দায়, দরশন দিয়া মোরে রাখয়ে কৃপায়। না চিনিলু বন্ধু তোরে আসিয়া সে ভবেতে দমে দমে বাঁশী বাও পন্থ নিরখিয়া চাও। পরম নাম […] keyboard_arrow_right
  • এগো সুন্দরী দিদি কথা শুনিয়া যা গো
    এগো সুন্দরী দিদি, কথা শুনিয়া যা গো। প্রাণ বন্ধু মোর কোথা আছে, বলিয়া মোরে দে গো।। না হেরিয়া বন্ধু মম, হইয়া আছি মৃত সম। এখনে কি করি করি, করি গো।। করিয়া আমার মন চুরি, কোথা গেল প্রাণ হরি। ধরতে গেলে না যায় ধরা, কেম্‌নে তারে ধরি গো।। হাছন রাজা বলে দিদি, মনকে আমি কত সাধি।। […] keyboard_arrow_right
  • এড় এড় মাধব তোহে পরিহার
    এড় এড় মাধব তোহে পরিহার। সঘনে তলপে জীউ সহই না পার।। হাম নব নায়রী শুনহ মাধাই। স্বামী পরশরস কবহু না পাই।। ইথে অতি বিপরীত ভেলহি মোর। স্ত্রীবধপাতকে ভয় নাহি তোর।। অধরে দশনচিহ্ন কাহি দেহ দারুণা। মোর জীউ নিকসই তোর নাহি করুণা।। গদগদ শবদে কহই ধনী বোলি। মুচকি হাসি হরি সমাধই কেলি।। শ্রমজলে পূরল দুহুঁকেরি গা। […] keyboard_arrow_right
  • এড়িয়া না যাহ বড়াই ধরি গো চরণে
    এড়িয়া না যাহ বড়াই ধরি গো চরণে। কি লাগি রহায়ে মোরে নন্দের নন্দনে।। আনিয়া এমন পথে খাইলা মোর মাথা। ঠেকায়ে দানীর হাতে তুমি যাও কোথা। বুঝিলাম বড়াই গো তোর চতুরালী। নিরমল কুলশীলে তুমি দিলে কালি।। ঘরে গুরুজন মোর দারুণ চরিত। শুনিলে প্রমাদ হবে তোমার এ রীত।। এপথে এমন ইহা ঘরে নাহি কৈলা। ভূখিল ব্যাঘ্রের হাতে […] keyboard_arrow_right
  • এত রূপের মানুষ কভু নাহি দেখি
    এত রূপের মানুষ কভু নাহি দেখি। যে দিকে নয়ন থুই সেই দিক হৈতে মুই ফিরিয়া আনিতে নারি আঁখি।। কোন বিধাতা আসি রসের মুরতিখানি তরুমূলে কৈল নিরমাণ। বিনি মেঘে ঘন আভা পীত বসন শোভা অলপ হেলিছে মন্দ বায়। কিবা সে বিনোদ চূড়া দুসূতি মালতী বেড়া মত্ত ময়ূর নাচে তায়।। অঙ্গে নানা আভরণ যমুনা তরঙ্গ যেন চান্দ […] keyboard_arrow_right
  • এত জপ-তপ হম কিঅ লাগি কৈলহু
    এত জপ-তপ হম কিঅ লাগি কৈলহু কথিলা কএলি নিত দান। হমরি ধিয়া কে এহো বর হোএতা অব নহি রহত পরান।। হর কে মায় বাপ নহি থিকইন নহি ছইন সোদর ভায়। মোর ধিয়া জোঁ সাসুর জৈতী বইসতি ককর লগ জায়।। ঘাস কাট লৈতী বসহা চরৈতী কুটতী ভাঁগ ধতূর। একো পল গৌরা বৈসহু ন পৈতী রহতী ঠাড়ি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ