• এ বোল শুনিয়া বৃকভানু রাজা
    এ বোল শুনিয়া বৃকভানু রাজা মগন হইলা চিতে। “তোমারে কি দিয়া আমি সে তুষিব কি তোরে আছয়ে দিতে।। পরাণ কাড়িয়া দিই তোমা হাতে তুব সে শোধন নয়। কোন বস্তু দিয়া তোমা সুখী করি হেন মোর মনে হয়।।” করেতে ধরিয়া বাহির হইলা সেই শিশু লই সঙ্গে। নানা রত্ন আদি কনকের মালা দিল হরষিত রঙ্গে।। মণি-মাণিকের মালা […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
    এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত কহেন উত্তর বোল। “ইহার বচন জানিয়ে সকলি করিব এখন ওর।।” কহেন সুবল সখা। “তোমার চরিত করিব বেকত তা সনে করাব দেখা।। তোমার মরম বুঝিনু করম শুন রসময় কান। তা সনে মিলন করাব যতনে ইহাতে নাহিক আন।। তোমার মরম আমি ভালে জানি শুনহ মরম সখা। বুঝিব চরিত জানিব বেকত তোমারে করাব […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। “বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।।” ভাল ভাল বলি বলে গোপীগণ “যাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।।” কেহ বলে–“শুন নাগর মোহন না দেখি না শুনি কানে । রাধারে রাজত্ব দিবে সে বেকত দেখি যে মনের সনে।।” আনন্দ অথির হইয়া […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত
    এ বোল শুনিয়া সুবল সাঙ্গাত কহেন উত্তর বোল। ”ইহার বচন জানিয়ে সকলি করিব এখন ওর।। কহেন সুবল সখা। তোমার চরিত করিব বেকত তা সনে করাব দেখা।। তোমার মরম বুঝিনু করম শুন রসময় কান। তা সনে মিলন করাব যতনে ইহাতে নাহিক আন।। তোমার মরম আমি ভালে জানি শুনহ মরম-সথা। বুঝিব চরিত জানিব বেকত তোমারে করাব দেখা।। […] keyboard_arrow_right
  • এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া
    এ বোল শুনিয়া হাসিয়া হাসিয়া কহেন গোপের নারী। বড় অদভুত শুনিল বেকত ইহা পরমাদ বড়ি।। ভাল ভাল বলি বলে গোপীগণ বাহাই করিবে তুমি। সেই সত্য ফল সেই সে সুদিন কি আর বলিব আমি।। কেহ বলে শুন নাগর মোহন না দেখি না শুনি কাণে। রাধারে রাজত্ব দিব সে বেকত দেখিয়ে মনের সনে।। আনন্দ অথির হইয়া নাগরী […] keyboard_arrow_right
  • এ মা কহএ মোয়ঁ পুছোঁ তোহী
    এ মা কহএ মোয়ঁ পুছোঁ তোহী ওহি তপোবন তাপসি ভেটল কুসুম তোরএ দেল মোহী।। আঁজলি ভরি কুসুম তোড়ল জে জত অছল জাঁহা। তীনি নয়নে খনে মোহি নিহারএ বইসলি রহলি জাঁহা।। গরা গরল নয়ন অনল সির সোভইহ্নি সসী। ডিমি ডিমি কর ডমরু বাজএ এহে আএল তপসী।। সিব সুরসরি ভ্রমূ কপালা হাথ কমণ্ডলু গোটা। বসহ চঢ়ল আএল […] keyboard_arrow_right
  • এ মোর করম দশা
    এ মোর করম দশা। স্বামীর চরণ, ভজিয়া না সেবিলুম, না পূরিল মোর আশা।। ধু জগতে জনমিলুম্‌, পাছে না চিন্তিলুম্‌, যৌবন হইল ক্ষীণ। মোর হত কর্ম, বৃথা গেল জন্ম, স্বামীপদে হৈনু ভিন।। ঘরে ছিল স্বামী, লাজেত বিভ্রমি, ডুবিনু অকর্ম রসে। এ রূপ যৌবন, সব অকারণ, অভাগিনী কর্ম দোষে।। গুরুর চরণে, আলি রাজা ভণে, অদ্যাপি না তেজ […] keyboard_arrow_right
  • এ রাসমণ্ডল মাঝে যুগলকিশোর
    এ রাসমণ্ডল মাঝে যুগলকিশোর। নাচত দোঁহে সুখের নাহি ওর।। ভাব ভরে তরু সব লম্বিত হইয়া। দোঁহার চরণতলে পড়ে লোটাইয়া।। তা দেখি ময়ূর সব নাচে ফিরি ফিরি। জয় রাধাশ্যাম বলি নাচে দুই শারী।। জয় রে জয় রে জয় বৃষভানুকন্যা। ডালে বসি ডাকে শিখি প্রেমে বহে বন্যা।। চাঁদ জিনি চকোর চকোর জিনি শশি। অপরূপ দুহুঁ চাঁদ যেন […] keyboard_arrow_right
  • এ সখি কি কহব করম হামার
    এ সখি কি কহব করম হামার। ঝাঁ ঝাঁ ঝনকে ঝনকে উঠে রজনী দূর দেশে রহল গোয়ার।। দুর দুর দারুক গগনে গরজে গুরু গম্ভীর ঘোর আন্ধিয়ার। ঝর ঝর ঝাঝরু ঝরকে ঝরকে ঝরু জলধর চমকে বারবার।। ভেক টেবাওই ডাকই চমকই চমকই বিরহিণী-অঙ্গ। শিখি সহিতে শিখিনি উনমত নাচত ডাকত ডাহুক ঢঙ্গ।। ঘন ঘন ঝন ঝন বজর নিপাতিত বধিত […] keyboard_arrow_right
  • এ সখি সুন্দরি, কহ কহ মোয়
    এ সখি সুন্দরি,কহ কহ মোয়। কাহে লাগি তুয়া অঙ্গ অবশ হোয়।। অধর কাঁপয়ে তুয়া ছল ছল আঁখি। কাঁপিয়া উঠয়ে তনু কন্টক দেখি।। মৌন করিয়া তুমি কি ভাবিছ মনে। এক দিঠি করি রহ কিসের কারণে।। বড়ু চণ্ডীদাস কহে বুঝিলাম নিশ্চয়। পশিল শ্রবণে বাঁশী অতত্ত্ব সে হয়। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ