• ঐছন শুনইতে মুগধ রমণী
    ঐছন শুনইতে মুগধ রমণী। সখীগণ ইঙ্গিতে অবনত বয়নী।। লাজে বচন নাহি করে পরকাশ। সখীগণে কহইতে প্রিয়তম ভাষ।। “কহইতে না কহসি রজনীক কাজ। আমার শপথি তোরে,যদি কর লাজ।। পহিল সমাগমে হইল যত সুখ। পুনহি মিলনে পাওব কত দুখ।।” ঐছন বচন শুনি কহে মৃদু ভাষি। চণ্ডীদাস ইহ রস পরকাশি।। keyboard_arrow_right
  • ঐছন ধরণী তিলেক দাণ্ডাই
    ঐছন ধরণী তিলেক দাণ্ডাই ব্রহ্মার পলক-ছায়া। চৌদ্দ মন্বন্তর গেলা কত যুগ জেমত বিশ্বক কায়া।। হেনক সমএ প্রভু ভগবান্‌ নিদ্রাএ উঠিল পুনি। আখি কচালিয়্যা প্রিয়া পানে চায়্যা কহেন মধুর বাণী।। ভৃঙ্গারের জল আনি জগাইল সেই লক্ষ্মী দেবরাণী। কর জোড় করি কহিতে লাগিলা সেই সে গাভী রাণী।। কটাক্ষ ইঙ্গিতে চাহি দয়াময় — “কেনবা আইলে হেথা ?” কহিতে […] keyboard_arrow_right
  • ঐছন পীরিতি করিয়া এ রীতি
    ঐছন পীরিতি করিয়া এ রীতি নাগর রসিকবরে। হরষ বদনে কহল বচনে প্রেমের পীরিতি শরে।। গুপথ পীরিতি করে নিতি নিতি কেহ সে নাহিক জানে। মধুর মঞ্জরি করে………… পুড়িয়া কার স্থানে।। “গেলা নিশাপতি হইব বিহান রহিতে উচিত নহে। নব নব রামা তেজি গৃহধামা যাইতে উচিত হয়ে।। গেলা চান্দ স্থানে হইল বিহানে শুনহ নাগর কান। হরষে বিদায় কর […] keyboard_arrow_right
  • ঐছন রমণী মুরলী শুনিয়া
    ঐছন রমণী মুরলী শুনিয়া আকুল হইয়া চিতে। নিজ বেশ করে মনের সহিতে শুনিয়া মুরলী গীতে।। রসের আবেশে পদ-আভরণ কেহ বা পরিল গলে। গলা আভরণ কোন ব্রজরামা পরিছে চরণে ভালে।। বাহর ভূষণ কনক-কঙ্কণ পরিল হৃদয়মাঝে। হিয়ার ভূষণ পরিছে যতন কটিতে ভূষণ সাজে।। কেহ বা পরিল একহি কুণ্ডল শোভই একহি কাণে। ঐছন চলল বরজ-রমণী ধৈরজ নাহিক মানে।। […] keyboard_arrow_right
  • ঐছন শুনইতে মুগধ রমণী
    ঐছন শুনইতে মুগধ রমণী। সখীগণ ইঙ্গিতে অবনতবয়নী।। লাজে বচন নাহি করে পরকাশ। সখীগণে কহইতে প্রিয়তম ভাষ।। কহইতে না কহসি রজনীক কাজ। আমার শপথি তোরে যদি কর লাজ।। পহিল সমাগমে হইল যত সুখ। পুনহি মিলনে পাওব কত সুখ।। ঐছন বচন শুনি কহে মৃদু ভাবি। চণ্ডীদাস ইহ রস পরকাশি।। keyboard_arrow_right
  • ঐছন শুনইতে মুরহর বাণী
    ঐছন শুনইতে মুরহর বাণী। শ্রীরাধাকুণ্ড কহত ভয় মানি।। অনুচিত বাত কহসি কাহে মোয়। লাখ রমণী সদা বাঞ্ছয়ে তোয়।। খণ এক বিরমহ যাই। সখী সঙ্গে মিলায়ব রাই।। কহত গদাধর শুনি ইহ বাত। নিরজনে শুতল গোকুল নাথ।। keyboard_arrow_right
  • ঐছন সঙ্কেত ভাবিয়া রাই
    ঐছন সঙ্কেত ভাবিয়া রাই। সব সখীগণ বদন চাই।। আবেশে কহত মনের কথা। কবহুঁ হরষি বিষাদ ব্যথা।। সঙ্কেত করল নাগর রায়। কি করব সখি কহ উপায়।। গুরু দুরুজন বঞ্চনা করি। কেমনে যাইব রহিতে নারি।। এতই ভাবিয়া চলিলা ধনী। যতই বিঘিনি কিছু না গণি।। সখীগণ মেলি সঙ্কেত গেহে। আওল তরণীরমণ কহে।। keyboard_arrow_right
  • ঐছন সময়ে মদন মনমোহন
    ঐছন সময়ে মদন মনমোহন আয়ল গোকুলচন্দ। রতিরসচতুর চাতুরি করি ভাষা কহত বিবিধ করি ছন্দ।। রমণী শিরোমণি রাধে কহে জানি ঐছন বেশবনান। তুয়ামুখ নিরখি বিবশ মোর লোচন ব্যাকুল হৈল পরাণ।। শুন অহে মাধব চঞ্চলবর কান এমতি কহো কোন লাজে। যাঁহা নিশি বঞ্চিলে কিশলয় শেজ মাঝ তার কাছে হেন কথা সাজে।। পুন পুন শপথি করসি কাহে মাধব […] keyboard_arrow_right
  • ঐছন সুনইতে মুগধিনী রমণী
    ঐছন সুনইতে মুগধিনী রমণী। সখিগণ ইঙ্গিতে অবনত বয়নী।। লাজে বচন নাহি করে পরকাশ। সখিগণ কহতহিঁ প্রিয়তর ভাষ।। কহইতে না কহসি রজনিক কাজ। হামারি শপতি তোহে যদি কর লাজ।। পহিল সমাগম লাগি এত দুখ। পুন মীলনে কত পায়বি সুখ।। ঐছে বচন শুনি কহে মৃদু হাসি। শিবরাম দাস ইহ রস পরকাশি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ