• বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ
    বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ।। ধু যখন দেখিলুম শ্যাম কালিন্দীর কূলে। সেই ধরি রাজহংস নাচে শত দলে।। ষট চক্র মধ্যে মোর বহে ষট্‌ ঋত। পঞ্চ শব্দে যন্ত্র বাহে গাহে তোর গীত।। হীন আলি রাজা ভণে গুরুদাতা সার। ষট্‌ কালে রোমে রোমে গুণ গাহে যার।। keyboard_arrow_right
  • বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে
    বাঁশীর স্বরে পূরে যন্ত্র রাধা হৃদান্তরে। ধু রাধার মন্দির মাঝে, পঞ্চ শব্দে বাদ্য বাজে, রাধা কাল নিদ্রায় পীতিত। রাধিকার হৃদে বসি। দামোদরে ফুকে বাঁশী, প্রেম বশে গাহে যন্ত্রগীত। রাধিকার কায় মনে, ঠাকুরের বৃন্দাবনে, ষট্‌ ঋত রাগ তথা বৈসে। ছয় চক্র তান ঘর, তাতে সপ্ত সরোবর, রাজহংস শত পদ্মে ভাসে। বৃন্দাবনে বনমালী, রাধা সঙ্গে করে কেলি, […] keyboard_arrow_right
  • বিরহিণী মন ব্যথা অতি গুরুতর
    বিরহিণী মন ব্যথা অতি গুরুতর। সৈতে নারি কোন মতে, পাঠাইমু কার হাতে, অই মধু রিপুর গোচর। ধু প্রেমতে জানল ভার, সহিতে শকতি কার, যার তেজে ত্রিভুবন পোড়ে। হেন ব্রজ ছেল ধরি, মরমে হানিলা হরি, জীয়তে বধিলা অবলারে। যার বাণ তেজ ঘায়, দেখি সরোবর ধায়, সুমেরু পলায় হই রেণু। যে বাণে কম্পিত ক্ষিতি, গগন ভ্রমর নিতি, […] keyboard_arrow_right
  • রাধা কানু সর্বত্রে বিলাসী
    রাধা কানু সর্বত্রে বিলাসী। রাধিকার মন মাঝে কালিয়া শ্যামের বাঁশী।। ধু জগতে ব্যাপিত আছে কৃষ্ণ যার নাম। সকল গোকুলে সে রাধার বন্ধু শ্যাম।। সোম রবি যার রূপ দেখি লজ্জা পায়। সেই গীত সতত রাধার মনে গায়।। সাহা কেয়ামদ্দিন গুরু প্রেমাগানে বশ। রাধা সঙ্গে বনমালী ভোগে প্রেমরস।। keyboard_arrow_right
  • রূপ হেরি মোহিত সদায়
    রূপ হেরি মোহিত সদায়।। ধু পরম সুন্দরী রাধা ভুবন মোহন। হংসগতি জিনি অতি লজ্জিত খঞ্জন।। ইন্দ্রাণী মেনকা গতি জিনিয়া ভঙ্গিমা। ভুজঙ্গ পেখন জিনি চূড়ার মহিমা।। কমল পোতল তনু বায় ঢলি পরে। সততে মোহিত রাণী মুরলীর স্বরে।। হরির মুরলী ধনী পূজে রাত্রদিনে। হরি রাধা কৃপা দানে আলি রাজা ভণে।। keyboard_arrow_right
  • শুন প্রাণ নাথ
    শুন প্রাণ নাথ! নিবেদন পদ্মপদে বিরহ সম্বাদ। ধু তুমি ত চিকণ কালা, গলে নানা ফুল মালা, যার নাম নিলাজ কানাই। ভুমি আমি এক জাতি, জন্ম ভিন্ন হৈনু জ্ঞাতি, সে নিমিত্তে তোরে বুলি ভাই।। যার হাতে হেন বাঁশী, সে মুখে সতত হাসি, নাম শ্রীবৃন্দাবন শ্যাম। যদি কৃপাকর বন্ধে, লেখিয়া কমল পদে, রাখ বিরহিণী রাধা নাম।। হীন […] keyboard_arrow_right
  • শুন সখি সার কথা মোর
    শুন সখি সার কথা মোর। কুল বধূ প্রাণি হরে সে কেমন চোর।। সে নাগর চিত্ত চোরা কালা যার নাম। জিতা রাখি প্রাণি হরে বড় চৌর্য্য কাম।। মোর জীউ সে কি মতে লই গেল হরি। শূন্য ঘরে প্রেমানলে পুড়ি আমি মরি।। গুরু পদে আলি রাজাগাহে প্রেমধরে। প্রেম খেলে নানারূপে প্রতি ঘরে ঘরে।। keyboard_arrow_right
  • শ্যাম কিরূপে দেখিমু তোরে
    শ্যাম কিরূপে দেখিমু তোরে, কালা কিরূপে পাইমু তোরে ধু দূর দেশীর সখি, করিলাম পিরীতি, অবলা গোপালের নারী। দূর দেশী ছিল, ঘর চলি গেল, না চাহিলাম নয়ান ভরি।। পিরীতের আনলে, সর্ব অঙ্গ জ্বলে, না দেখি শ্যামের মুখ। এ তিন ভুবনে,কালাকানু বিনে, কোন কুলে নাহি সুখ।। মোর দুঃখ ভার, গুরুপদ সার, কহে আলি রাজা হীনে। ভাই পাড়াপড়ি, […] keyboard_arrow_right
  • সই না লো হে, আমার দুঃখ সাক্ষী পীতাম্বর
    সই না লো হে, আমার দুঃখ সাক্ষী পীতাম্বর।। ধু । সর্ব জগ দেখি ধান্ধা। অই চতুর্ভুজ বিনে, আনরে না মানে মনে, সে রাঙ্গা চরণে প্রাণি বান্ধা।। বিষ লাগে বসন্তের বাও, নগরে বেড়াও তুমি, কুলবতী বধূ আমি, অবলাকে দেখা দিয়া যাও। রহিতে না দিলা সুখে।। আমি রাজা গাহে কালা, সহন না যায় জ্বালা, বিষানল দিলা মোর […] keyboard_arrow_right
  • সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে
    সখিগণে লয়ে সঙ্গে, রাধিকা চলিলা রঙ্গে, যায় রাধা যমুনার ঘাটে। কদম্বের তলে বসি, কানাই রাজায় বাঁশী, ধবলী শাঙলি চরে মাঠে।। কানাই বসিয়া বাটে, রূপ দেখি প্রাণ ফাটে, আজ মোর কি হয় না জানি। চল সখি ঘরে যাই, কদম্ব-তলে সে কানাই, প্রাণ ফাটে তার বাঁশী শুনি।। অধীন রাজার বাণী শুন রাধা সুবদনী, বন্ধুয়া না দিব তোমা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ