• নহি কিছু পুছলি রহলি ধনি বইসি
    নহি কিছু পুছলি রহলি ধনি বইসি নই সেও আইলি বাহরে। পরম বিরুহি ভএ নহি নহি কএ গেলি দুর কএ মোর করে।। মাধব কহ ককে রুসলি রমনী। কতে জতনে পেয়সি পরিবোধলি ন ভেলি নিঅরেও আনী।। গৌর কলেবর তসু মুখ সসধর রোসে অনরুচি ভেলা। রূপ দরসন ছলে নব রতোপলে কামে কনক বলি দেলা।। নয়ন নীর ধারে জনি […] keyboard_arrow_right
  • নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ
    (নহিয় বিমুখ রাই নহিয় বিমুখ। অনুগত জনেরে না দিহ এত দুখ।।) তুয়া রূপ নিরখিতে আঁখি ভেল ভোর। নয়ন-অঞ্জন তুয়া পরতিত চোর।। প্রতি অঙ্গে অনুখণ রঙ্গ-সুধানিধি। না জানি কি লাগি পরসন্ন নহে বিধি। অলপ অধিক-সঙ্গে হয় বহু-মূল। কাঞ্চন সঞে কাচ মরকত-তূল।। এত অনুনয় করি আমি নিজ-জনা। দুরদিন হয় যদি চান্দে হরে কণা।। রূপে গুণে যৌবনে ভুবনে […] keyboard_arrow_right
  • না জানি ওরে গুণনিধি তুয়া বিনে
    না জানি ওরে গুণনিধি তুয়া বিনে আর নাহি জানি। ধু (কানু) মাঠে থাকে ধেনু রাখে গলে দোলে মালা। তুমি ত সুন্দর রাধে কানু কেনে কালা। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহন শাড়ী। * * * বলিও বন্ধুর আগে জীবন উপায় চান্দমুখ দরশনে নয়ান জুড়ায়। সৈয়দ মর্তুজা কহে অকূল পাথার। নদীয়া কিনারে থাকি বন্ধু না জানম […] keyboard_arrow_right
  • না জানি কেমন রূপ সে নামের সৌরভ
    না জানি কেমন রূপ সে নামের সৌরভ রূপে ত্রিভুবন মোহিত করেছে।। দেখতে যদি হয় বাসনা, করতে হয় তার উপাসনা, কোথায় বাড়ী কোথায় ঠিকানা খুজে পাব কোন বা দেশে।। আকার কি সাকার, ভাবিব নিরাকার, কি জ্যোতিরূপ, সে কথা কারে শুধাব, বল সৃষ্টি ক’রলেন কোথায় বসে।। উপাসনায় গোল যদি হয়, কি বলিতে কি বলা যায়, গোলের হরি […] keyboard_arrow_right
  • না জেনে করণ কারণ কথায় কি হবে
    না জেনে করণ কারণ কথায় কি হবে। কথায় যদি ফলে কৃষি তবে বীজ কেন রোপে।। গুড় বললে কি মুখ মিঠা হয় দীপ না জাললে আঁধার কি যায়, তেমনি জেনো হরি বলায় হরি কি পাবে।। রাজায় পৌরুষ করে জমির কর সে বাঁচে না রে, তেমনি সাঁইর একরারী কাজ রে পৌরুষে ছাড়বে।। গুরু ধর খোদকে চেনো সাঁইর […] keyboard_arrow_right
  • না ভজিলাম হরে কৃষ্ণ না ভজিলাম গুরু
    না ভজিলাম হরে কৃষ্ণ না ভজিলাম গুরু। না করিলাম সাধুসঙ্গ বাঞ্ছাকল্পতরু।। মিছা কাজে দিন যায় রজনী যায় ঘুমে। জনম নিষ্ফলে যায় মনের ভরমে।। বিষম সংসার মায়া মত্ত কারাগার। ভবসিন্ধু তরিতে উপায় নাহি আর। বিধির বন্ধনে কার কত ধার ধারি। হঞাছি খাঁচার পাখি পালাইতে নারি।। না ভজিলুঁ তীর্থগুরু সাধু দরশনে। না শুনিলুঁ ভাগবত এ পাপ শ্রবণে […] keyboard_arrow_right
  • না মিলল সুন্দরি শুনি ভৈ খীন
    (না মিলল সুন্দরি শুনি ভৈ খীন। রোয়ত মাধব অব নিশি দীন।।) দোতিক কর ধরি করু পরিহার কহইতে নয়নে গলয়ে জলধার।। বাউর সম কত করু পরলাপ। শতগুণধিক মনে মনসিজ তাপ।। ‘রা’ ‘ধা’ ‘ধা’ ধরি আখর এক। গদগদ কণ্ঠ না হয়ে পরতেক।। মানিনি-মান মানায়ব হাম। কহি এত ধাবয়ে মানিনি ঠাম। পুন ফেরি আওত সহচরি সাথ। ঐছে গতাগতি […] keyboard_arrow_right
  • না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে
    না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে । ধু মুই অভাগিনী নৌকাতে চড়িলুম কানাইয়া ধরিল খেবা। হেনহি সময়ে মোর বৈরী হয়ে চলিল মলয়া দেবা। একে আভাঙ্গা নাও কিবা বইটা বাও চৌদিকে উঠে পানি। এহা কি পরিহাস জাতি কুল নাশ ধনে প্রাণে হইলুম হানি। দধি দুগ্ধ মোর যতেক আছিল সব হইল ঘোল। যেই ঘাটে কানাই […] keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কোহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে। keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই ।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী।। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ