• বন্ধু আর কি ছাড়িয়া দিব
    বন্ধু আর কি ছাড়িয়া দিব। হিয়ার মাঝারে যেখানে পরাণ সেখানে বান্ধিয়া থুব।। ও চাঁদ মুখ সদা নিরখিব, শোক না করিব আর। তোমা হেন নিধি, পুন দিল বিধি, পূরল মনের সাধ।। হিয়ার বাহির, আর না করিব, থুইতে নাহিক ঠাই। হারা হইলে পুন অলপ পরাণে চাহিয়া পাইতে নাই।। সন দড়ি দিয়া, বাঁন্ধিব তোমার, দুখানি চরণারবিন্দ। কেবা নিতে […] keyboard_arrow_right
  • বন্ধু কানাই, তুমি বড়ি কঠিন পরাণ
    “বন্ধু কানাই, তুমি বড়ি কঠিন পরাণ। যে জন তোমারে ভজে তারে ছাড় কোন কাজে ইহা নহে বিধির বিধান।। কেবোল তোমার ধ্যান মনে নাহি লাগে আন পাঁজর ঝাঝর সম কায়। দেখিল এমন কাজ পড়িয়া ধরনি মাঝ পিয়া বলি ধুলায় লোটায়।। মালতি লতার তলে বসি গিঞা কুতূহলে করিতে আছিল কিছু গান। হেনক সময় কালে আমারে কপট বলে […] keyboard_arrow_right
  • বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু
    বন্ধু কেন নিদয়া হইল গো বন্ধু। পিরিতি করিয়া আমারে ছাড়িয়া, পরাণী লইয়া বন্ধু কই লুকাইল।। হায় গো আগে না জানিয়া, সুখের লাগিয়া, পিরিতি করিয়া এমনে জ্বালা হইল। আমি হইয়া তার সাথী, বিনাশিলাম জাতি, চঞ্চলমতি বন্ধে কেন বানাইল।। শুন সখী তোরা রাধার মন চোরা হইয়াছে হারা আজ বহুদিন হল। তোরা যদি পার, গিয়ে তারে ধর, নইলে […] keyboard_arrow_right
  • বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান
    বন্ধু ঘরে হইতে শুনিয়াছি মুরলীর গান। আহিরী রমণী কুলে দিল সমাধান।। হরিল সবার মন মুরলীর তানে। সতী কুলবতী হেন বধিলে পরাণে।। তোমার মুরলীরব শুনিয়া শ্রবণে। যুবতী তেজিয়া পতি প্রবেশে কাননে।। অপরূপ শুনিয়াছি মুরলীর নাদ। শিখিব বিনোদ বাঁশি করিয়াছি সাধ।। শিখাও পরাণ-বন্ধু যতনে শিখিব। জানাইয়া দেহ ফুক মুরলীতে দিব।। অঙ্গুলী লোলায়ে বঁধু দেহ হাতে হাত। বাজাইতে […] keyboard_arrow_right
  • বন্ধু চল সেইখানে
    বন্ধু চল সেইখানে। ভরসা যে হারাইয়া পায়্যাছি বিহানে।। যামিনী জাগিয়া তোমার গদগদ বাণী। কত না পিরীতি দিয়া বান্ধিল রমণী।। তাহার শপতি লাগে নাহি বৈস কাছে। সেই প্রিয় কলাবতী দেখে সিয়া পাছে।। করণ কথন মন তিন তব ভিন। বাহির অন্তর তোমার সকল মলিন।। মরুক মনের কথা কহে যেবা জনে। তোমার পিরীতি যেন নিশার স্বপনে।। keyboard_arrow_right
  • বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন
    বন্ধু তুমি আমার ইয়ার প্রাণধন তুমি বিনে শূন্য দেখি মধুর বৃন্দাবন। যথায় তথায় যাওরে বন্ধু রাখিও স্মরণ, তুমি বিনে অভাগিণীর কে আছে আপন। তোমাতে সপিয়াছি জীবন যৌবন, যা বলুক তা বলুক লোকে ছার্‌ব না কখন। ভেবে অভয় দাসে বলে যদি হয় মরণ, তবু না ছাড়িব বন্ধু তোমার শ্রীচরণ। keyboard_arrow_right
  • বন্ধু নিরুদ্দেশ প্রাণধন বন্ধু রইলায় কোন দেশ
    বন্ধু নিরুদ্দেশ, প্রাণধন বন্ধু রইলায় কোন দেশ। সন্ধ্যায় জ্বালাইয়া বাতি পোহাইলাম সারারাতি আইস বন্ধু প্রিয় প্রেম ধন। তোর নাম লইয়া ঝুরি যুগল নয়নে বারি বহে মোর ধারা বরিষণ। হৃদয়েতে দহে মোর কৃপা যদি হয় তোর প্রেমভাবে দোষ ক্ষমা কর। বিরহেতে অঙ্গ দহে প্রাণে মোর নাহি সহে ডাকি বন্ধু রূপের সাগর। নিশি গত হইয়া যায় আইস […] keyboard_arrow_right
  • বন্ধু বিনে না রহে জীবন
    বন্ধু বিনে না রহে জীবন, আমার বন্ধু বিনে না রহে জীবন। চলিলুম মথুরার হাটে দধির পসার মাথে লুটিল দৈবকী সুতে আর মাগে নোয়ালি যৌবন। দেখ কানু বারে বার হাট পন্থে লুটোয়ার কুচ যুগে বাড়ায় দুই কর। মুই গেলুম যমুনার জ্বলে আচম্বিতে কানু মিলে চাপিয়া ধরিল গলে। না লো সজনি বাতুয়া গয়াসে বোলে আপনে না খাইলুম […] keyboard_arrow_right
  • বন্ধু ভাবে জাগিতে চাপিল কাল ঘুমে
    বন্ধু ভাবে জাগিতে চাপিল কাল ঘুমে। ধু ধরিয়া মোহন বেশ মন্দিরে কানু পরবেশ বিনোদিনী সুতি আছে সিংহাসনে। ঘুমের আলসে রাই নিদ্রাতে চৈতন্য নাই কোরে কানু রাধা নাহি জানে। অধরে অধর দিয়া শ্রুতিমূলে কথা কৈয়া শুন রে রমণী ধনি রাই। অঙ্গের সৌরভ পাইয়া গাওখাানি মোড়া দিয়া উঠে রাধে চান্দ মুখ চাই। শুনিয়াছি রাধিকা রাই গোকুলে বসতি […] keyboard_arrow_right
  • বন্ধু মোরে ছুঁইওনা ছুঁইওনা রে
    বন্ধু মোরে ছুঁইওনা ছুঁইওনা রে নন্দের ঘরের কালা কানু রে মোরে ছুঁইও না । ধু কদম তলে থাক কানুরে কদম পুষ্প চাইয়া। প্রাণ হরিয়া নিলা শ্যামে বাঁশিটি বাজাইয়া । কদম তলে থাক কানুরে বাজাও মোহন বাঁশি বাঁশির স্বরে খসি পড়ে কাঁখের কলসী। রাজপন্থে থাক কানুরে করো বাটোয়ারি। ছাড়ি দেও নেতের অঞ্চল বন্ধু ভাঙ্গিব গাগরি। মাঠে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ