বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি কামানলে জ্বলে দেহা হৈয়ে উদাসিনী। কামানলে মাইলেরে বন্ধু সয়নি বিরহিণী প্রাণেবধ কৈলেমোরে, প্রেমাছলহানি। কালাচান্দে বায়রেবাঁশী গৃহেবসি শুনি, প্রাণচোরা বাঁশীয়েমোরে কৈল উদাসিনী। শুনিয়া বাঁশীর ধ্বনি প্রাণ আকুলিনী, ধৈর্য নাহি মানে চিতেরে সদা ঝুরে প্রাণী। হুস হারা বুদ্ধি হারা কলঙ্কী দুঃখিনী পন্থ নিরখিয়া ডাকি আইস নীলমণি। মম কুঞ্জে আইসরে বন্ধু ডাকি বিচ্ছেদিনী, […]
keyboard_arrow_right