আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা। সই গো সই লোকের মন্দ তিলেক করি, ছাড়িয়াছি ঘর বাড়ী, এই কথা কি জানিস না গো তোরা, ঘৃণা লজ্জা নাই গো আমার, আমি বন্ধের বন্ধু আমার, দুজনাতে একই প্রেমের মরা। সই গো সই হয়েছি কলঙ্কের ডালা, সইতে হবে কত জ্বালা, অভাগিরে যাহা বলিস্ […]
keyboard_arrow_right