• আমি কি করি উপায় আইল না বন্ধু
    আমি কি করি উপায়,আইল না বন্ধু প্রাণ ঝুরে সদায়। শুন সখী প্রেয়সিনী বলি যে তোমায়, আন প্রিয়া ফাটে হিয়া অঙ্গ জ্বলি যায়। বিমল ঘরে বসিয়া ডাকি প্রাণ বন্ধু কোথায়। প্রেম সাগরে বুঝি ভাসাইল আমায়। প্রেম সায়রে ফেলিয়া মোরে কালাচান্দে যায়, প্রেম সায়রে ঘুরি পঞ্চকের বায়। ভাসিয়ে সিন্ধু ডাকি বন্ধু রাখিও কৃপায়, দরশনের নৌকা দিয়া তরাও […] keyboard_arrow_right
  • আমি কি দিয়া তুষিমু শ্যামের মনে গো রাই
    আমি কি দিয়া তুষিমু শ্যামের মনে গো রাই, আমার সে ধন নাই। অরণ্যে বৃন্দাবনে ঐ শ্যামের কারণে, বনে বনে ভ্রমিয়া বেড়াই। জাতি কুল মান জীবন যৌবন, দিয়ে শ্যামের মন নাই পাই। রূপ গুণ যশঃ তোর লাগি সুখাইলাম কায়, লোকে এখন বলে আমায় কলঙ্কিনী রাই। দুঃখ সুখ সব দিল নিদয়া কালায়। ভাবিয়া ইরকানে কয় শ্যামের চরণ […] keyboard_arrow_right
  • আমি ঠেকলাম দায় লাঞ্ছনায়
    আমি ঠেকলাম দায় লাঞ্ছনায়, কাল নিশি স্বপন দায় দেখাদিল আসিয়ে কালায়। স্বপনে আসিয়ে প্রাণে সামায় দেখা দিয়ে গেল তায়। এগো দেহা শূন্য করি নিল প্রাণ হরি প্রেম দায়। দেখা দিল বিদ্যাধরী স্বপনে আসিয়ে আমায়। সে অবধি প্রাণ ঝুরে হিয়া কুঞ্জ মনুরায়। অপরূপ কাহিনী রূপ দেখা দিল স্বপন দায়। দেব কি গন্ধর্ব নর দেখা দিল আসিয়ে […] keyboard_arrow_right
  • আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
    আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা, আমি তোমার কাঙ্গালী গো। তোমার লাগিয়া কান্দিয়া ফিরে, হাছন রাজা বাঙ্গালী গো।। তোমার প্রেমে হাছন রাজার, মনে হুতাশন। একবার আসি হৃদ কমলে, করয়ে আসন।। আইস আইস প্রাণ প্রিয়সী ধরি তোমার পায়। তোমায় না দেখিলে আমার, জ্বলিয়ে প্রাণ যায়।। ছট্‌ ফট্‌ করে হাছন, তোমার কারণ। ত্বরা করি না আসিলে হইব […] keyboard_arrow_right
  • আমি তোমার লাগি হইলাম ঘরের বার
    আমি তোমার লাগি হইলাম ঘরের বার। প্রেম সায়রে ধইলাম গো পাড়ি না জানি সাতার।। যদি ডুব আমার তরী কিবা আমি ডুবিয়া মরি গো। এগো রইবে কলঙ্কের খুটা নামেতে তোমার।। করছি মেলা বৃন্দাবন পাইবার আশা দরশন গো। এগো দেখাইয়া গৌরাঙ্গ রূপ বাঞ্ছা পূরাইও আমার।। কেহ যায় গয়া কাশী, কেহ পায় ঘরে বসি গো। এগো আমার ভাগ্যে […] keyboard_arrow_right
  • আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা
    আমি বন্ধের আসকের মরা প্রাণ সই গো কি করিবে মন্দে বৈলে তোরা। সই গো সই লোকের মন্দ তিলেক করি, ছাড়িয়াছি ঘর বাড়ী, এই কথা কি জানিস না গো তোরা, ঘৃণা লজ্জা নাই গো আমার, আমি বন্ধের বন্ধু আমার, দুজনাতে একই প্রেমের মরা। সই গো সই হয়েছি কলঙ্কের ডালা, সইতে হবে কত জ্বালা, অভাগিরে যাহা বলিস্‌ […] keyboard_arrow_right
  • আমি যারে চাইরে নাথ সে এত নিষ্ঠুর
    আমি যারে চাইরে নাথ সে এত নিষ্ঠুর । ধু ধরিতে না পাইরে বন্ধু তোমার দীদার দেখা দিয়া পরাণী রাখ দুঃখিনী রাধার। নব রঙ জল তনে কর ঝলমল, না দেখি পরাণে মরি হৈয়াছি পাগল। ধীয়ানে না পাইরে বন্ধু তোমার দীদার জুগণীর মত আমি হৈমু ঘরের বার। ডাকিতে না শুন বন্ধু না দেও উত্তর, তোমারে দেখিবার শোকে […] keyboard_arrow_right
  • আমি আপন দেশে যাই গো সখি
    আমি আপন দেশে যাই গো সখি, আপন দেশে যাই। বন্ধু আইলে কইও গো সই আমি ভবে নাই।। ওরে যার কারণে দুনয়ানে কাঁদিয়া ধারা বহাই।। বক্ষে নিয়ে দারুণ ব্যথা ভাবতে ভাবতে বন্ধের কথা যাবার কালে বন্ধু বলে যাই ! তুমি স্মরণ করি সব কথা কইও বার্তা বন্ধুর ঠাই।। এমন করে বলো কথা শুনে যেন পায় না […] keyboard_arrow_right
  • আমি আর কি বসবো এমন সাধু বাজারে
    আমি আর কি বসবো এমন সাধু বাজারে। যেন কোন সময় কোন দশা হয় আমারে।। সাধুর বাজারে কি আনন্দময়, যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্রের উদয় রে। ভক্তি নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার, ও তার ভব বন্ধন জ্বালা যায় গো দূরে।। দেবের দুর্লভপদ যে সাধু নাম তার শাস্ত্রে লেখে রে। গঙ্গা জননী পতিত পাবনী, ভবে সাধুর চরণ সে […] keyboard_arrow_right
  • আমি করি গো মানা শ্যামরূপ নিরখি
    আমি করি গো মানা, শ্যামরূপ নিরখি গো জলে ঢেউ দিও না। যদি রূপ ধরিতেচাও হেগো পরাণসজনী জলেতে নামিয়া গোতোরা ঢেউ দিওনা। নাওয়ের মধ্যে পঞ্চজন, একজন কাণ্ডারী গো আমার তিনজন গুণারী। মাস্তুলেতে পাল চড়াইছি গো পরাণ সজনী, আমার মনাই ভাই বেপারী। সদাই শাহ ফকিরে কয়, হয়ে আউলা ঝাউলা গো সখী হয়ে আউলা ঝাউলা। আমি চড়াইছি রান্ধনেরজুইত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ