• কেতকী ফুলের মালা গেথেছি যতনে
    কেতকী ফুলের মালা গেথেছি যতনে রে শ্যাম গেথেছি যতনে । গোলাব ও কেতকী চাম্পা গন্ধে কি মন লোভা। বুল বুল ও ভ্রমরা অলি প্রেমেতে মাতহারা রে। কেতকী ফুল দেখতে ভাল, কি বাহার তার পাঙ্করি ঢালা। সুগন্ধে হয় মন উতালা, কি আনন্দ ভরা রে। কেতকী ফুলের কলি পড়িতেছে ঢলি ঢলি। মধু পান করে অলি ওয়াহিদে বলেছে […] keyboard_arrow_right
  • কেথা আছ ভাই ছিদাম সুদাম
    “কেথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন”– ফুকরি ডাকত কত।। “কোন বনমাঝে আছ কোন্‌ কাজে উত্তর না দেহ কেনে।” ‘ভাই, ভাই’-বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে “আজি সে দুর্দ্দিন হইল মিলন, পাইল ভোজন-দুখে।। প্রাণের দোসর রাখালসকল তারা বা চলিল কোথা। হৃদয় […] keyboard_arrow_right
  • কেন আইলাম না রে রাধার কালাচান্দ
    কেন আইলাম না রে, রাধার কালাচান্দ। বাঁশীটী বাজাইয়া আমার, লইয়া যাও পরাণ।। তমালেরি ডালে বসি, সদায় বাজাও বাঁশী। শুনিয়া বাঁশীর রব, হইলাম উদাসী।। বাঁশীর সুর শুনিয়া আমি, বঞ্চিতে না পারি। ঘরের কোনে পিছের ধাইরে করি ঘুরাঘুরি।। কলঙ্কি হইয়া আছি, হইছে জানা জানি। ঘরে বাইরে, আরি পরিয়ে, করে কানাকানি।। মায়েবাপে গুষ্টিকুটুমে, মুখ আমার পুড়ে। তবু দেখ […] keyboard_arrow_right
  • কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত
    কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত, কেন বসিয়াছ বিরহেতে। হাতে পরা সোনার বালা, গলে শোভে মোহন মালা, পদে নুপূর করে ঝুনুর ঝুনুর (বা নন্দের সুত) কার কামে মজিয়ে এথা, বেহার কর যথা তথা, ইষ্ট-কুটুম ত্যজিয়ে সকল। (বা নন্দের সুত) ঘরে বধূ রূপসিনী, সাজে আছে দিন যামিনী, পূর্ণচন্দ্র গগন মোহন। (বা নন্দের সুত) চোখ থাকিতে দিনের […] keyboard_arrow_right
  • কেন মোরে দিলি অপমান হাউষের পিরীতি
    কেন মোরে দিলি অপমান হাউষের পিরীতি ভাঙলি কালা-চান। ধু কার বোলে ভাঙলি পিরীতি ডুবাইয়া জাতি কুল মান। আসিবি বুলি না আসিলি তুই বড় বেইমান। গোকুল নগরে ঘোষে কলঙ্কিনী রাধার নাম। শ্রধা মনে তোর সনে বৈরাগিনী হৈয়া যাম দেশে দেশে ভ্রমণ করি মথুরায় তোর লাগ পাম। ফৌজদারে ত দরখাস্ত দিয়া ভাঙ্গিব তোর গুমান। যার বলে ভাঙ্গিলি […] keyboard_arrow_right
  • কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
    কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে, এই লীলের অন্ত পাইনে রে।। দেখে শুনে ভাবছি বসে মনে কই কারে।। আমরা দেখে ঐ গোঁরাচাঁদ, ধরবো বলে পেতেছি ফাঁদ। আবার কোন্‌ চাঁদেতে এ চাঁদেরো মন হরে।। জীবেরো কি ভুল দিতে সবায় গৌঁরচাঁদ আর চাঁদের কথা কয়। পাইনে এবার কি ভাব উদায় অন্তরে।। এ চাঁদে সে চাঁদ করে ভাবনা […] keyboard_arrow_right
  • কেন পরিহর অনাথেরে বা মনে স্বামী
    কেন পরিহর অনাথেরে বা মনে স্বামী কেন পরিহর অনাথেরে। আমি যখন কিছু নয়, তুমি মন মহাশয়, ভেল্কি দিয়ে জগত ভুলাও। আমি তোমার পালা পাখী, যথা রাখ তথা থাকি, তবে কেন অপরাধী আমি। এক হস্তে ফেলিয়ে দেও, অন্য হাতে কোলে নেও, যাদুবাজি বুঝিতে সংকট। তোমার হাতে মহামারী, টান পড়িলে রৈতে নারি, তবে কেন রহিলে অন্তর। ওহে […] keyboard_arrow_right
  • কেনে আল জলে রে মুই কেনে আইলাম
    কেনে আল জলে রে মুই কেনে আইলাম জলে জলের ছলে বন্ধুরে দেখিলাম কদম্বতলে। ধু সখীসঙ্গে জলে আইলুঁ জলভরি গেল তারা আমি ত অবলা রাধে কলসী না গেল ভরা। মুররী বাজায় বন্ধু কদম তলে রৈয়া কদম্বের পত্র সারি বন্ধুর পদের ছায়া। হাতেশঙ্খ কানেসোনা পিন্ধনে পাটেরশাড়ী হাতনাড়ি কহেকথা রাধিকা সুন্দরী। মুররী বাজায় শ্যামে কদম্বের স্থানে চলিছে সুন্দরী […] keyboard_arrow_right
  • কেনে বা কানুকে আমি উপেখিয়া আনু
    কেনে বা কানুকে আমি উপেখিয়া আনু। আপনা আপনি আমি গরল খাইনু।। হায় হায় কিবা খেয়্যা য়েমতি করিনু। হাথের রতন কেনে পায় পেলাইনু ।। সুধা পিবইতে গেনু ডুবিলাম বিষে। হিয়া দগদগী হৈল্য জুড়াইব কিসে।। চন্দন তরুর গাছ সেবিলাম ভালে। আমিয়া বিরিখ বিখ হৈল দৈব বলে।। কি জানি ললাটে মোর এমতি আছিল।। চণ্ডিদাস বোলে সেই উদয় করিল।। keyboard_arrow_right
  • কেনে আইলুম যমুনার জলে
    কেনে আইলুম যমুনার জলে। ধু যাইতে যমুনার জলে, কি দেখিলুম কদমতলে, সে অবধি ঘরে না লয় মোর প্রাণি। হানিয়াছে কালা-বাণে জাগিয়াছে মোর মনে আমারে বধিবে হেন জানি। বিষ লাগে গৃহ-কাজ আর কিবা কুলে লাজ ঘরবাড়ি তেজিমু সকল। ননদীর নাহি ডর কি মোর আপন পর কালারূপে করিলা বিভোল। সব সখী আইল সঙ্গে তারা গেল রঙ্গে ঢঙ্গে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ