• আরে আমার মন যেন আজ কেমন করে
    আরে আমার মন যেন আজ কেমন করে–না দেখলে তারে, এই না দেখিয়ে ছিলাম ভাল–কেন বা আইসে দেখা দিল, দেখা দিয়ে চলে যায়–পাগল কইরা আমারে। সে কালা মোর চতুর আলী ও আবার ননীচোরা বনমালী–রসিক নাম ধরে। সে যে বাজায় মোহন বাঁশী–রাধার স্বরে গান করে। শুনেছি তার মধুর বচন, ভঙ্গি বাঁকা দুইটি নয়ন–মন নিছে হইরে। লালন কয়, […] keyboard_arrow_right
  • এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
    এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি। কারো কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী।। অনেকেতে প্রেম করে এমন দসা ঘটে কারে গঞ্জনা দেয় ঘরে পরে শ্যামের পদে দিয়ে আঁখি।। তলে তলে তল গোজা যায় লোকের কাছে সতী বলায়, এমন সৎ অনেক পাওয়া যায় সদর যে হয় সেই পাতকী।। অনুরাগী রসিক হ’লে সে […] keyboard_arrow_right
  • এ ধন-যৌবন চির দিনের নয়
    এ ধন-যৌবন চির দিনের নয়। অতি বিনয় করে নিমাই মায়েরে কয়।। কোন দিন পবন ছেড়ে যাবে এ দেহ শ্মশানে যাবে কোঠা-বালা ঘর কোথায় রবে কার, লোভ-লালসে কেবল দুকুল হারায়।। কেউ রাজা কেউ বাদশা গিরি, ছাড়িয়ে কেউ হয় ফকীরী, আমি এ নিমাই কি ছার নিমাই কি ধন ছেড়ে বেহাল লয়েছি গায়।। রও শচী মা গৃহে যেয়ে […] keyboard_arrow_right
  • এ-কুল রাখি কি ও-কুল রাখি
    এ-কুল রাখি কি ও-কুল রাখি। গৌর-রূপ হেরে আমার হল এ কি।। না দেখে রূপ ছিলাম ভাল, কেন রূপে নয়ন গেল, গৃহ-কুল আর গৌর-কুল যাই কোন দিকি।। আসতে কাটা যেতে কাটা গৌর হেরে, প্রাণ আমার যাবে দো-ধারে লালন এখন কারে বোলবে কি।। keyboard_arrow_right
  • এই নয়নে তারে না দেখিলে মুখের
    এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না। শুইনে কথা সবে বলে, ও গউর দেখেছি কেও বলে না।। যেমন গাভীর মাথায় গরল থাকে গাভী তার মর্ম জানে না। এই নয়নে তারে না দেখিলে মুখের কথায় পরাণ জুড়ায় না।। যে দেখেছে বর্তমানে, অনুমান সে মানবে কেনে ? তাই লালন ‘শা’ দরবেশ বলে, দিন থাকিতে […] keyboard_arrow_right
  • এই ভাব তোমারে কে শিখাইল
    এই ভাব তোমারে কে শিখাইল–কোন মানুষে কোন্‌ ভাবিনী আইসে যোগিনীর পাড়ায় বসে, কোন্‌ মানুষে। ও এক ভাবের এক মানুষ আইসে, ও ঘুরে বেড়ায় তালাসে–কোন্‌ মানুষে। ‘জয় রাধে, শ্রীরাধে’ বলে ও দেহ-তরী দিলাম ছাইড়া সোনার কমল সুরধুনীর ঘাটে দেখ নাগরী যায় ভেসে, –কোন্‌ মানুষে। keyboard_arrow_right
  • এই মানুষ কি কথায় ধরা যায়
    এই মানুষ কি কথায় ধরা যায় মনে প্রাণে ঐক্য করিয়া নির্জনে সাধন করিতে হয়। বাহ্যকাম ত্যাজ্য করে ঐ থাকতে হবে নিরিখ ধরে মাছ-রাঙ্গা পাখী যেমন রয়, ও সে দমের ঘরে বেঠিক হলে ঐ মানুষ পলকে হারায়। তাই লালন শা দরবেশে বলে আছে মানুষ এই রূপের ঘরে ঐরূপ নিহারে বাঁধ না তারে গোপীগণে সাধন করলে সেই […] keyboard_arrow_right
  • একবার জগন্নাথে দেখ রে যেয়ে
    একবার জগন্নাথে দেখ রে যেয়ে জাত কেমন রাখ বাঁচিয়ে। চণ্ডালে আনিলে অন্ন ব্রাহ্মণে তাই খায় লয়ে।। জোলা ছিল কবীর দাস, তার তোড়ানি বার মাস উঠবে উথলিয়ে। সেই তোড়ানি খায় যে ধনী, সেই আসে দরশন পেয়ে।। ধর্ম-প্রভু জগন্নাথ, চায় না রে সে জাত-অজাত, ভক্তের অধীন সে। যত জাত-বিচারী দুরাচারী যায় তারা সব দূর হয়ে।। জাত না […] keyboard_arrow_right
  • এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে
    এখন কেনে কান্‌ছ রাধে নির্জনে, ও রাধে, সেইকালে মন করে ছিলি সেই কথা তোর নাই মনে। ও রাধে, কেনে কর মান–ও কুঞ্জে আসে না যে শ্যাম, জলে আগুন দিতে পারি বিন্দা আমার নাম, ও রাধে, হাত ধরে প্রাণ সঁপে দিলি–সেই কথা তোর নাই মনে। ও আমরা সব সখী মিলে ও একটি বনফুল তুলে, বিনে সূতায় […] keyboard_arrow_right
  • এখনো এলো না কালা
    এখনো এলো না কালা, মন কেন হল উদাসী। বাড়িল বিরহ জ্বালা, কই এল সেই কাল শশী।। কালার আসার আশে বাসার শয্যা সাজাইয়ে, জেগে পোহাইলাম নিশি। সে আশা নিরাশা হল, জাগল ব্রজের ব্রজবাসী। আসবে বলে চিকন কালা গাঁথিয়ে বন-ফুলের মালা সে মালা মোর হল বাসি। কার গলে দুলাব মালা কোন চরণে হব দাসী।। নাজেনে প্রেম করেছিলাম […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ