• এনেছে এক নবীন গোরা নূতন আইন নদীয়াতে
    এনেছে এক নবীন গোরা নূতন আইন নদীয়াতে। বেদ-পুরাণ সব দিচ্ছে দুষে সেই আইনের বিচার মতে।। সাতবারে খেয়ে একবার চান নাই পূজা নাই পাপপূণ্য জ্ঞান অসাধ্যের সাধ্য বিধান শিখাচ্ছে সব ঘাটে পথে।। না করে সে জেতের বিচার কেবল শুদ্ধ প্রেমের আচার সত্য মিথ্যা দেখ প্রচার সাঙ্গপাঙ্গ জাতে অজাতে।। ভজ ঈশ্বরের চরণা তাই বলে সে বেদ মানে […] keyboard_arrow_right
  • এস দয়াল মুরশিদ আমার
    এস দয়াল মুরশিদ আমার না দেখলে প্রাণ বাঁচে না। না দেখলে প্রাণ বাঁচে না, রে দয়াল, না দেখলে প্রাণ বাঁচে না।। তুমি আমার চক্ষের পুতুল, ও তোমার দাসীর কথা হইছে ভুল, তুমি বিনে আন্ধার গোকুল আমার দেবে আলো হইল না। তুমি রে আমার নয়ন তারা, হই না যেন আজ চরণ ছাড়া। তাই লালন বলে, নড়া […] keyboard_arrow_right
  • ঐ গোরা কি শুধুই গোরা
    ঐ গোরা কি শুধুই গোরা। আছে রাধা-রূপে রসান করা।। তামাতে সোনা হল করিলে চিনে নেওয়া কি কঠিন বলে; এমনি রাধার অঙ্গ অঙ্গ পরশিলে তাইতে কাল রূপে গৌর রূপের পারা।। আহা মরি মরি, এ কি রে ভাব অন্য, অন্তরে কাল রূপ বাহিরে গৌরাঙ্গ; গোরা পেয়েছিল ভাল ভাবিনীর সঙ্গ তাইতে রূপে রূপ ব্যেপে রেখেছে ধরা।। গোরার ভাব […] keyboard_arrow_right
  • ও কালার কথা কেন বল আজ আমায়
    ও কালার কথা কেন বল আজ আমায়। যা শুনলে আগুন লাগে গায়।। তুমি বৃন্দে নামটি ধর জলে অনল দিতে পার, রাধারে ভুলতে তোর এবার বুঝি কঠিন হয় ।। যে কৃষ্ণ রাধার অলি তারে ভুলায় চন্দ্রাবলী, এ কথা আর কারে বলি ঘৃণায় জীবন যায়।। শতেক হাঁড়ির ব্যঞ্জন চাখা রাই বলে ধিক্‌ তারে দেখা, লালন বলে, এবার […] keyboard_arrow_right
  • ও গুরু বললে কি গুরু মিলে
    ও গুরু বললে কি গুরু মিলে, মন ও প্রাণ না দিলে। ও সে রসের গাছের ফল ও সদায় করছে টল মল। সেই রসিক তার মর্ম জানে অরসিকে জানবে কেনে ? সে ফল যে খেয়েছে সেই অটল হয়েছে। সে ভাব করেছে গোপীগণে–ও মন প্রাণ না দিলে। ও দরবেশ লালন শা তাই কয়, ও কিনু, প্রেম সামান্য […] keyboard_arrow_right
  • ও গৌরের প্রেম রাখিতে সামান্যে
    ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ত্যাগ করিয়ে হ’তে হবে জ্যান্তে মরা।। থেকে থেকে গোরার হৃদয় কত ভাব হয় গো উদয় ভাব জেনে ভাব দিতে সদায় জানবি কঠিন কেমন ধারা। পুরুষ নারীর ভাব থাকিতে পারবি না সে ভাব রাখিতে আপনার আপনি হয় ভুলিতে যে জন গৌর-রূপ নেহারা। গৃহে ছিলি ভালই ছিলি গৌর […] keyboard_arrow_right
  • ও জীবের ধান্দা কেন যায় না
    ও জীবের ধান্দা কেন যায় না ? এ ভবে কয়বার আইলি, কয়বার গেলি তাই মন কিছু ভাবলি না। হায় গুরু ভজবো বইলে আশা ছিল কাল শমনে ঘিরে নিল দিনে দিনেই দিন ফুরাইল, ও আমার আসল বস্তু লুটে নিল বোম্বাটে ছয় জনা। সত্যযুগে ছিলেন হরি, দ্বাপরে রাম ধনুকধারী, ত্রেতায় কৃষ্ণ বংশীধারী, তাই লালন বলে, কলিতে হচ্ছে […] keyboard_arrow_right
  • ও মন মনোরা এ সময় রয়েছ
    ও মন মনোরা এ সময় রয়েছ কার আশায় বইসে ও তোর ও মইজে কামিনীর বশে। ঐ দেখ বেলা গত হলো হৃদয় আকাশে, ও ছাড়ো এ দেশের মায়া ধর বিদেশের কায়া। অঙ্গের বসন কোপীন কর উপরে যাইয়া ও সব মায়ার ‘খু’ হবে আপন বল কাহাকে শমন আইসে করবে জারী বইসে বুকে সেদিন সঙ্গের সাথী কেউ হবে […] keyboard_arrow_right
  • ও মন যে যা বোঝে সেইরূপ সে হয়
    ও মন যে যা বোঝে সেইরূপ সে হয়। সে যে রাম রহিম করিম কালা এক আল্লা জগৎময়।। কুল্লে শাইন সহিত খোদা আপন জবানে কয় সে কথা। যার নাই রে আচার বিচার বেদ পড়িয়ে গোল বাঁধায়।। আকার সাকার নিরাকার হয় একেতে অনন্ত উদয়। নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি দেখা যায়।। এক নেহারে দেও মন […] keyboard_arrow_right
  • ও মা যশোদা গো তা আর বললে কি হবে
    ও মা যশোদা গো তা আর বললে কি হবে। গোপাল কে যে এঁটো দেই মা মনে যে ভাব ভেবে।। মিঠার জন্য এঁটো দেই মা পাপ-পুণ্যি জ্ঞান থাকে না গোপাল খেলে হই সান্ত্বনা, পাপ আর পুণ্যি কে ভাবে।। স্কন্ধে চড়ায় স্কন্ধে চড়ি যে ভাব ধরায় সেই ভাব ধরি, এ সবও বাসনা তার বুঝি ছিল গো পূর্বে।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ