প্রাণ কালিয়া আইস প্রভু জগত বন্ধুয়ারে, ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়ারে। নিষ্ঠুর জানিয়া মোরে না যাও ছাড়িয়া, প্রাণ রক্ষা কর প্রভু দরশন দিয়ারে। প্রেমানলে অঙ্গ দহে সহিতে না পারি, শ্রবণেতে শুনি, বাজে মুকুন্দ মুরারীরে। প্রেম সুরে বায় বাঁশী, রসিক বন্ধুয়া, অবলার প্রাণী নেয় সুরেতে হরিয়ারে। পবনেতে বায় বাঁশী, ডাকে নাম ধরি, যুবতী সবের সেই, […]
keyboard_arrow_right