• প্রভু বিনে মদন বাণে মন হইল উদাসিনী
    প্রভু বিনে মদন বাণে মন হইল উদাসিনী। সজনী হৃদয়ে জ্বলিলরে বিচ্ছেদের আগুনি। ভাসিয়া ফিরিলু লাম্ব সায়র, সুতের শেওলা বরাবর। নিরমুলি সায়র হনে তরাও প্রভু রবগনি। ঢেউর হুঙ্কারে নদী শব্দ হাহাকার, তাতে বাণের সঞ্চার । নাগের গর্জন আর অন্ধকার যামিনী। মথুরার নগরে প্রভু রইল ব্রজপুর, হইল মধ্যে সমদুর। দরশনের নৌকা দিয়া ভর তরাও নীলমণি। ব্রজপুর রমণীবাসী […] keyboard_arrow_right
  • প্রাণ কালিয়া আইস প্রভু জগত বন্ধুয়ারে
    প্রাণ কালিয়া আইস প্রভু জগত বন্ধুয়ারে, ছাড়িয়া না যাও মোরে প্রেমানল দিয়ারে। নিষ্ঠুর জানিয়া মোরে না যাও ছাড়িয়া, প্রাণ রক্ষা কর প্রভু দরশন দিয়ারে। প্রেমানলে অঙ্গ দহে সহিতে না পারি, শ্রবণেতে শুনি, বাজে মুকুন্দ মুরারীরে। প্রেম সুরে বায় বাঁশী, রসিক বন্ধুয়া, অবলার প্রাণী নেয় সুরেতে হরিয়ারে। পবনেতে বায় বাঁশী, ডাকে নাম ধরি, যুবতী সবের সেই, […] keyboard_arrow_right
  • প্রাণনাথ বন্ধু আওরে নিশি গইয়া যায়
    প্রাণনাথ বন্ধু আওরে নিশি গইয়া যায়, বন্ধু না পাই তোমারে রে। নিশিযোগে থাকিরে নাথ শয্যার উপর। সারা নিশি গইয়া যায় নাথ হইল পসর।। নিকুঞ্জমন্দিরে থাকিরে নাথ হইয়াগমন। আমি অভাগীয়ে ডাকি নাথ দেও দরশন।। কুল মান গেলরে নাথ তোমার কারণ। দুঃখের দুঃখিনী আমি বন্ধু করহ মুছন।। তোর প্রেমের ভাবে মোর বন্ধু শোষিল পাঞ্জর। অভাগীর ভাবে কর […] keyboard_arrow_right
  • প্রাণনাথ বন্ধু আওরে নিশি অল্প আছে
    প্রাণনাথ বন্ধু আওরে নিশি অল্প আছে শুনি কুইলার সম্বাদ। বৈকালেতে প্রাণনাথ মনেতে ভরসা। যামিনী যুগেতে নাথ পুরাইবে আশা।। একলামন্দিরে আমি ঝুরি কর্মনাশী। পূরাও মনেরসাধ নাথ নিশিযোগে আসি।। প্রথম প্রহর নিশি নাথ ফুটে নাগেশ্বর। বিরহিনী হৈয়া ঝুরি আইস প্রাণেশ্বর।। পন্থ নিরখিয়া থাকি নাথ শয্যার উপরে। পিউ পিউ বলি ডাকি প্রিয় নাই মোর ঘরে।। দ্বিতীয় প্রহরে ফুটে […] keyboard_arrow_right
  • প্রান সজনী রাই প্রাণ বন্ধু মোর
    প্রাণ সজনী রাই ! প্রাণ বন্ধু মোর কোন স্থানে ধুড়িয়া না পাই। পাইলেবন্ধু গুণ সিন্ধু দেহেতে মিশাই। বিচ্ছেদজ্বালা দিয়াকালা রইল কোনঠাই। তাপিতঅঙ্গ শীতলঅঙ্গ কখন হাসে নাই। রংমহলে নিকুঞ্জ স্থানে প্রেম খেলে গোসাই। ভুজঙ্গসনে হইল লড়াই সহরে ছিপাই। জিকরে জ্বলি দিয়াগুল্লি মস্তকে মারবার চায়। অস্ত্রাঘাতে ভুজঙ্গ সাথে যে করে লড়াই। খায় তীর ভুজঙ্গ বীর জঙ্গ নিবে […] keyboard_arrow_right
  • প্রিয় সখি বলিয়ে তোমায়
    প্রিয় সখি ! বলিয়ে তোমায়। দেহ জ্বলে বিচ্ছেদেতে প্রাণবন্ধের প্রেম জ্বালায়। গৃহে বসি শ্রবণেতে গো আমি শুনলাম বাঁশী বাজায়। প্রাণহরি নিল বাঁশী উদাসিনী করিয়ে আমায়। কুক্ষণেতে জলের ঘাটে গো গিয়াছিলাম যমুনায়। কদমতলে দেখলাম আমি প্রাণ বন্ধে বাঁশী বাজায়। দাঁড়াইয়াছে কালাচান্দে গো দেখলাম কদম তলায়। সে অবধি উদাসিনী প্রাণ বন্ধে কৈল আমায়। নয়ন বাণ প্রাণবন্ধে গো […] keyboard_arrow_right
  • প্রেম বিদ্যা তরঙ্গ বিদ্যা কে শিখাইল বন্ধুরে
    প্রেম বিদ্যা তরঙ্গ বিদ্যা কে শিখাইল বন্ধুরে। সই কটাক্ষেতে মন যে হরে । কি সন্ধানে বাজায় বাঁশী মধূর সুরে, চিত্ত মোর উচাটন ধৈর্য নাহি মানে। উন্মাদিনী কইল মোরে সই কেমনে রহিব ঘরে। নিল কুলমান সেত যাদুকরে, কলঙ্কিনী হইয়া যদি পাইতাম বন্ধুরে। সুখে কাল কাটাইতাম গো সই দুঃখ থৈয়া দূরে। ব্রজপুরের যতনারী আছে তারা ঘরে । […] keyboard_arrow_right
  • বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল
    বন্ধু রঙ্গীয়া ও ঠাকুর দয়াল, তোর প্রেমে তুষ্ট আছে জগত সয়াল। রসিক বন্ধুয়া তুই কলঙ্কিনী হইয়া মুই, ডাকি বন্ধু রসের নাগর । ধারা বহে নয়নেতে আইস মোর হৃদয়েতে, প্রাণবন্ধু স্বর্গের ভাষ্কর। আছ প্রভূ সন্নিকটে, প্রবেশিয়া ঘটে ঘটে, তব রূপে জগত সয়াল। তুই ছাড়া কোন ঠাই, বিরাজিতে বাকি নাই, সর্ব ঘটে ঠাকুর দয়াল। লাহুতের মঞ্জিলেতে, অপূর্ব […] keyboard_arrow_right
  • বন্ধু রসিয়া ও রসের নাগর
    বন্ধু রসিয়া ও রসের নাগর, দরশন দেও বন্ধু কৃপার সাগর। জাঙ্গালেতে আইস যাও মথুরার হাট। মুররি বাজাও শুনি পঞ্চমীর ঘাট। কদম তলে বাও বাঁশী শুনিতে মধুর বিরহিনী হৈয়া ঝুরি শুনিয়া সে সুর। রসিক বন্ধুয়া তুমি গিরি প্রেমধন প্রেম ভাবি হইয়া মরি দেও দরশন। অন্তরে দগধে মোর প্রেমের আনল কামানলে অঙ্গ দহে না হয় শীতল। তোর […] keyboard_arrow_right
  • বন্ধু নিরুদ্দেশ প্রাণধন বন্ধু রইলায় কোন দেশ
    বন্ধু নিরুদ্দেশ, প্রাণধন বন্ধু রইলায় কোন দেশ। সন্ধ্যায় জ্বালাইয়া বাতি পোহাইলাম সারারাতি আইস বন্ধু প্রিয় প্রেম ধন। তোর নাম লইয়া ঝুরি যুগল নয়নে বারি বহে মোর ধারা বরিষণ। হৃদয়েতে দহে মোর কৃপা যদি হয় তোর প্রেমভাবে দোষ ক্ষমা কর। বিরহেতে অঙ্গ দহে প্রাণে মোর নাহি সহে ডাকি বন্ধু রূপের সাগর। নিশি গত হইয়া যায় আইস […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ