• বন্ধুয়া রে রসের রসিক বন্ধু নিকুঞ্জে ভজন
    বন্ধুয়া রে রসের রসিক বন্ধু নিকুঞ্জে ভজন হইল না। বন্ধুয়া রে কদম্বেরি ডালে বসি সুললিত বাও বাঁশী ডাকে বাঁশী মোর নাম লৈয়া। শুনিয়া বাঁশীর টান উলচিত হৈল প্রাণ নিল মোর পাঞ্জর চোষিয়া। বন্ধুয়া রে বাঁশীতে করিয়া ছন্দি জগতে হইয়াছ বন্দী পবনে মোহিয়া বাঁশী বাও। শুনিয়া বাঁশীর ধ্বনি যত সখী সোহাগিনী অন্তরেতে হয় প্রেম ঘাও। বন্ধুয়ারে […] keyboard_arrow_right
  • বন্ধুরে তোর অপরূপ লীলা
    বন্ধুরে তোর অপরূপ লীলা, প্রেম সঙ্গে খেল বন্ধু চিকন কালা। বন্ধু বন্ধু ডাকিয়ে বন্ধু শ্যামরে কালিয়া, দুইটি আঁখি অন্ধ হইল পন্থ নিরখিয়া। নয়নেতে বয়রে বারি ধারা বরিষণ, না আসিল রসিক বন্ধু থাকিতে যৌবন। বড়ই কঠিন রে বন্ধু হৃদয় তোর, এমন যৌবন গেল বন্ধু চোষিল পাঞ্জর। একেলা মন্দিরে থাকিরে বন্ধু অন্ধকারে বসি, দরশন দেও মোরে রে […] keyboard_arrow_right
  • বন্ধুরে স্বপনে যদি পাই
    বন্ধুরে স্বপনে যদি পাই, চরণ শিয়রে রাখি হৃদয়ে বসাই। বন্ধুর বিরহে দেহা পুড়িয়া হইল ছাই। পাইলে তারে হেরে রূপ হৃদয়ে বসাই।। অন্বেষণ করি মুইরে বন্ধুরে যদি পাই। একাসনে ভর করিয়া ভজনে দাঁড়াই।। মনের অভিলাষরে বন্ধু বসিয়া রূপ চাই। সম মুণ্ড চরণখানি নয়নে লাগাই।। গলেতে প্রেমেরডুরি বন্ধুরে দুয়ারে দাঁড়াই। যোগী রূপ ধরনেতে ফিরি ঠাই ঠাই।। মুখেতে […] keyboard_arrow_right
  • বন্ধের লাগিয়া ফিরি করি অন্বেষণ
    বন্ধের লাগিয়া ফিরি, করি অন্বেষণ, কেবল প্রেমের কারণ। কামানলে অঙ্গ জ্বলে না যায় সহন। বিরহিনী হৈয়া ফিরি ব্যাকুল মন।। নগরে বাজারে ফিরি প্রতি ঘরেঘর। বিচ্ছেদের আনলে মোর শোষিল পাঞ্জর।। রসিক বন্ধুয়া তুই জগতে রুশন। প্রেম শোকী হইয়া ফিরি দেও দরশন।। তোর প্রেমে তুষ্ট যত প্রেমিকের মন। আনন্দিত তোর প্রেমে জগত ভুবন।। একারূপে প্রেম খেলা না […] keyboard_arrow_right
  • বন্ধের সঙ্গিনী হইয়া মুই না লইলু ছায়া
    বন্ধের সঙ্গিনী হইয়া মুই না লইলু ছায়া, বন্ধু বিনে নিষ্ফলন্ত কায়া। কি দোষে ছাড়িয়া গেলে অঙ্গেতে আনল জ্বলে, অন্তরে দগধে মোর হিয়া। চিকণ কালিয়া চান্দে ঠেকাইল প্রেম ফান্দে, ছাড়ি গেল উদাসী করিয়া। নিদয়া নিষ্ঠুর তুই অন্ধকারে বসি মুই, ডাকি বন্ধু আকুলিত হৈয়া। অন্বেষণ করি তরে চলি যাইমু দেশান্তরে যথা পাইমু শ্যাম বিনোদিয়া। প্রাণবন্ধু রসিয়া নিকুঞ্জতে […] keyboard_arrow_right
  • বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি
    বিরহেতে ডাকিরে বন্ধু নব গুণমনি কামানলে জ্বলে দেহা হৈয়ে উদাসিনী। কামানলে মাইলেরে বন্ধু সয়নি বিরহিণী প্রাণেবধ কৈলেমোরে, প্রেমাছলহানি। কালাচান্দে বায়রেবাঁশী গৃহেবসি শুনি, প্রাণচোরা বাঁশীয়েমোরে কৈল উদাসিনী। শুনিয়া বাঁশীর ধ্বনি প্রাণ আকুলিনী, ধৈর্য নাহি মানে চিতেরে সদা ঝুরে প্রাণী। হুস হারা বুদ্ধি হারা কলঙ্কী দুঃখিনী পন্থ নিরখিয়া ডাকি আইস নীলমণি। মম কুঞ্জে আইসরে বন্ধু ডাকি বিচ্ছেদিনী, […] keyboard_arrow_right
  • মনে ভয় ধন্ধহয় সঙ্কট কালে স্মরিরে
    মনে ভয় ধন্ধহয়, সঙ্কট কালে স্মরিরে প্রেমের প্রেমিকেরে নিবে রঙ্গিয়া সে ঘরে। নাজানি কিরূপে আইসে যম রাজ্যেশ্বররে, ঘরে সিংদিবেরে চোরা তিমির করিয়া। দক্ষিণে প্রবেশ হৈয়া হরি নিবে সুয়ারে, চতুর্থ মোহনরে আছে ঘরে প্রবেশিয়া। একে একে নিকুলিয়া অঙ্গ তেয়াগিয়ারে প্রেমশোকী হইয়ারে কায়া করিবে রোদন। ছাড়িয়া না যাও মোরে চতুর্থ মোহনরে, শ্রীকুলার হাটের শব্দ না হৈবে রোল। […] keyboard_arrow_right
  • মোহিনী গো রাই অপরূপ পক্ষীরাজ
    মোহিনী গো রাই ! অপরূপ পক্ষীরাজ নিকুঞ্জে বিরাজ খেলিছে। প্রেমে জ্বলে হিয়া বোর দয়া না হইল তোর, বড়ই কঠিন সে কালিয়া। তর নাম লইয়া ডাকি, পন্থ নিরখিয়া থাকি, আসিবে নি মুররী বাজাইয়া। তুই বন্ধু আসিবে করি, নিরলে বসিয়া ঝুরি, প্রেমভাবে আকুলিত মন। ডাকি আমি প্রিয়া প্রিয়া, আকুলিত মোর হিয়া, কৃপাযোগে দেও দরশন। দোসর নাহিক রাখ, […] keyboard_arrow_right
  • রঙ্গিল বাড়ইয়া কলেতে সৃজিলায় ঘর
    রঙ্গিল বাড়ইয়া ! কলেতে সৃজিলায় ঘর পবন কাষ্ঠের থুম দিয়া। অরবায় না ছিরাদিয়া প্রভু নিরঞ্জন পরম যতনে ঘর করিলায় সৃজন। ঘরের দুয়ারে দশ আচানক কল যোগাসনে বসিয়াছে দুয়ারী সকল। প্রেমে বান্ধিল ঘর পবনের ধ্বনি মিরতিঙ্গা বাসের রূয়া উলুয়ে তার ছানি। পবনেতে ঘুরে কর শব্দ হয় ধ্বনি কি সন্ধানে চলে ঘর পুতুলা মেদিনী। ঘরের মধ্যে দুই […] keyboard_arrow_right
  • রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও
    রাই রঙ্গিণী বিরঙ্গ কোথায় বন্ধুকে মিলাও আনি কমলিনী কই তোমায়। মন নিল প্রাণ নিল গো সই প্রাণ বন্ধের প্রেম জ্বালায়। প্রাণ ছাড়া দেহ হইল বল এখন কি করি উপায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে প্রাণ বন্ধে মাইল আমায়। বন্ধু বিনে দেহ জ্বলে দাখ দাখিতে সর্ব গায়। বিচ্ছেদের তীক্ষ্ণ শরে দেহ জ্বলে জ্বলনায়। এগো প্রেম সাগরে ভাসাইল কালা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ