• কে বলে কালিয়া ভালা রাই
    কে বলে কালিয়া ভালা রাই ! ধু কে বলে কালিয়া ভালা, অন্তরে বাহিরে কালা, কালা নহে, রস বিনোদিয়া।। কি মোর কপালে লেখা, নয়ানে নয়ানে দেখা, আঁখি-বাণে জর জর হিয়া।। সৈয়দ মর্তুজা কয়, পর কি আপনা হয়, মন বান্ধা পিরীতি লাগিয়া।। keyboard_arrow_right
  • কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার চিনিতে
    কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার চিনিতে না পারি পীন তনু আপনার। যে ক্ষণে ইতুর পূজা ভাঙ্গিল কানাই তখনে জানিলুম গোকুলে ভালাই নাই। গোকুলের ব্রজাণী শুয়ার ঘরের ধেনু এহার বধের ভাগী হইব দুধের রামকানু। সৈয়দ মর্তুজা কহে শুন মন দিয়া সে কথা ভাবিতে মোর আর না লয় হিয়া। keyboard_arrow_right
  • গেলা গেলা ওরে শ্যাম না গেলা মাতাইয়া
    গেলা গেলা ওরে শ্যাম না গেলা মাতাইয়া।। ধু ওরে শ্যাম গেলা কোন্‌ দেশে ? বৈরাগিনী হইয়া যাইমু বন্ধুর উদ্দেশে।। চান্দের চান্দনি দিমু সূরুযের ভাতি। যদি কর দয়া বন্ধু আজিকার রাতি।। আউলা ও মাথার কেশ কভু নাহি বান্ধে। রাধাকানু অভিমানে গোপীসব কান্দে।। আড়ালাচাউলের ভাত ক্ষীর নদীর পানি। জ্বলিয়া জ্বলিয়া উঠে হৃদয়ের আগুনি।। বন্ধু যাইব দূর দেশ […] keyboard_arrow_right
  • জানি জানি আগ রাই কালা যাইবে আমারে সমঝাই
    জানি জানি আগ রাই কালা যাইবে আমারে সমঝাই। ধু কালা যাইব না’এ না’এ আমি যাইমু তীরে। কালার আমার হৈব দেখা ওহি কদম তলে। ও কুলে কালার বাড়ী মাঝে ক্ষীর-নদী উড়ি যাইতুম সাধ করে পক্ষ না দে বিধি। ও কুলে বাজায় বাঁশী ঘরে বসি শুনি। কিরূপে হইমু পার কোলে যাদুমণি। সৈয়দ মর্তুজা কহে শুন বনমালি। পালিয়া […] keyboard_arrow_right
  • জানি জানিরে গুণের নিধি
    জানি জানিরে গুণের নিধি। তুয়া বিনে আমি আর নাহি জানি।। ধু মাঠে থাকে ধেনুরাখে গলে দোলে মালা। তুমিত সুন্দরী রাধে ? কানু কেন কালা।। বাঁশী মূলে কহে কথা কেহ নাহি শুনে। কানু কালা রাধা গোরা সর্বলোকে জানে।। হাতে শঙ্খ কানে সোনা পরি মোহনসাড়ী। করআঁখি সানেডাকে রাধিকা সুন্দরী।। কে কে যাইবা যমুনার জলে কার সঙ্গে যাইব। […] keyboard_arrow_right
  • ঝামরু কেনরে দেখি হরি নন্দলালা
    ঝামরু কেনরে দেখি হরি নন্দলালা। ধু নন্দের নাগর, গুণের সাগর ঝামরু কেনরে দেখি। রাধা ব্রজহরি, সখী সবে বেড়ি রাধার কাননে করে কেলি। চূড়ার উপরে মালতীর মালা প্রভাতে নীহার ঝরে। পীত ধড়া গাছি ধরিতে ধরিতে খসিয়া খসিয়া পড়ে। রঙ্গের রঙ্গিয়া রজনী জাগিয়া আছিল বিবিধ আশে। ছুটিয়া যাইতে ঢলিয়া পড়িল মনে মোহন লাসে। আমি একেলা নারী, বন্ধের […] keyboard_arrow_right
  • তুয়া বিনে আর নাহি জানি রে গুণের নিধি
    তুয়া বিনে আর নাহি জানি রে গুণের নিধি। মাঠে থাক, ধেনু রাখ রাখোয়ালের মতি তুমিত চিকণ কালা না জান পীরিতি। তুমিত সুন্দরী রাধে কানু কেনে কালা কালা সে যে কানু রাধার গলের মালা। কানু কালা রাধা গোরা সর্বলোকে জানে দোহে যেন এক মন খেলে বৃন্দাবনে। হাতে শঙ্খ কানে সোনা পিন্ধনে পাটের শাড়ি। বাহুনাড়ি কহে কথা […] keyboard_arrow_right
  • তোর নি বাঁশীর বর শুনি গো রাই
    তোর নি বাঁশীর বর শুনি গো রাই, তোর নি বাঁশীর রব শুনি।। ধু উজানে বাজাও বাঁশী মথুরা বইয়া শুনি। কামিনী হেরল কাম বাঁশী তপস্যা ছোড়ে মুনি।। কোন্‌ দেশে তরল বাঁশী বাজাইল বন্ধুয়া। রাধের প্রাণ হরিতে বাঁশী আনিল কানাইয়া।। যেই খানে বাজাও বাঁশী সেইখানে লাগত্‌ পাম্‌। শিকর উফারি বাঁশী সাগরে ভাসাম্‌।। সৈয়দ মর্তুজা কহে যৌবন দিমু […] keyboard_arrow_right
  • দারুণ কালা সবে বলে কালা কালা
    দারুণ কালা সবে বলে কালা কালা আমি বলি শ্যাম। অঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম। ভাণ্ড ভাঙ্গিয়া ননী খাবাইলুম তোরে তবেহ দারুণ কালা না হইলা আমারে। বনের হরিণী কহে কার ধার ধারি আপন মাংসের লাগি জগ কৈলুঁ বৈরী। সৈয়দ মর্তুজা কহে শুন রে কালিয়া নিভানো মনের আগুন কে দিল জ্বলিয়া। keyboard_arrow_right
  • দেখ সই কালিন্দী কিনারে শ্যামরায়
    দেখ সই কালিন্দী কিনারে শ্যামরায়। ধু কাঁখে গাগরী করি যমুনাতে জল ভরি নীল বসন গোরা গায়। কালিন্দীর জলে কালা সিনান কৈরাছে ভালা কায়া-রূপ জলেতে মিশায়। আগর চন্দন গায় সোনার পাঞ্জনী পায় গীত গাহে বাঁশীটি বাজায়। শুনিয়া মুরারি গীত প্রাণি মোর নহে স্থিত নিত্য মন বৃন্দাবনে ধায়। সৈয়দ মর্তুজা কহে গোপাল অখিল হল রাধা সঙ্গে গোপী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ