• ভুবন মোহন রূপ অতি মনোহর
    ভুবন মোহন রূপ অতি মনোহর, ঝলমল করে রূপ দেখিতে সুন্দর।। ধু তরুমূলে করে কেলি ত্রিভঙ্গ হইয়া। কত কত নাগরী রহে চান্দ মুখ চাইয়া।। জিনি শশী দিবাকর জিনিয়া উঝল। আন মোহিত হইল ব্রজ রমণী সকল।। কপালে তিলক চাঁন্দ জিনি তারাগণে। চিকুর জিনিয়া ছটা পড়িছে গগনে।। সৈয়দ মর্তুজা কহে নাগর রসিয়া। আন ভুলায়ল মুরলী শুনাইয়া ।। keyboard_arrow_right
  • মজাইলুঁরে জাতি রসিয়া নাগরের হাতে
    মজাইলুঁরে জাতি রসিয়া নাগরের হাতে। ধু তুমি বন্ধু বাজাও বাঁশী আমি মরি লাজে, কলঙ্ক রহিল রাধের গোকুল সমাজে। এক হাতে গুয়া বন্ধু আর হাতে পান, যাহার বন্ধুয়া তুমি তাহার পরাণ। সৈয়দ মর্তুজা কহে কালা প্রেমের জ্বালা। ষোলশত গোপিনী মাঝে রাধা গলার মালা।। keyboard_arrow_right
  • মন মোর কি দিয়া বান্ধিমু
    মন মোর কি দিয়া বান্ধিমু, আজ কালু করি মন কতেক ভাঁড়িমু ।। ধু উঠিল তরঙ্গ ঠেউ প্রাণি থর থর, প্রিয়া বিছোড়নে লোর ঝরে নিরন্তর।। আপনা করমের দশা কি বলিমু কারে। খেমা কর অপরাধ কৃপা কর মোরে।। সৈয়দ মর্তুজা কহে তেজিলুঁ সংসার। পরাণের বৈরী হৈল পিরীতি তোমার। keyboard_arrow_right
  • মালিনি রে লই যা রে তোর ধু ফুল
    মালিনি রে লই যা রে তোর ধু ফুল। সোয়ামী ঘরেত নাহি চিত বেয়াকুল।। এক হাতের সর শঙ্খ আর হাতে ক্ষীর। একলি শয়নে মোর আঁখি বহে নীর।। গলার গলিয়া মোর শিষের সিন্দূর। কেবা হরি নিল মোর পায়ের নেপুর।। মন্দিরে আছ এ মোর খাট সিংহাসন। কোন্‌ বিধি হরি নিল গায়ের উড়ন্‌।। চারি মাস বরিষা মুঞিঁ আছিলু ভাল। […] keyboard_arrow_right
  • মুঞি কেনে পীরিতি কৈলুং নিঠুর কালার সনে
    মুঞি কেনে পীরিতি কৈলুং নিঠুর কালার সনে। নিঠুর কালার প্রেমজ্বালা না সহে পরাণে।। ধু ঘরেতে বসিয়া শুনি মথুরা বাজে বাঁশী। সুতিলে স্বপন দেখি জাগিলে উদাসী।। বাও নাই বাতাস রে নাই, কদম্ব কেনে হেলে। মুঞি নারীর করমের দোষে ডাল ভাঙ্গি পড়ে। কলসীতে জল রে নাই বসিয়া রৈলুং ঘরে। চলিতে না পারি আমি যৌবনের ভরে।। সৈয়দ মর্তুজা […] keyboard_arrow_right
  • যৌবন গেল মোর রে
    যৌবন গেল মোর রে। ধু হেদে রে সজনি সই দুঃখ হৈল সার, হারাইলুম লাখের যৌবন না পাইমু আর। আবালকালে আছিলুঁ ভালো কি হৈল বাড়িয়া দিনে দিনে বাড়ে যৌবন পাঞ্জর ভেদিয়া। হাটে যাম মুই ঘাটে যাম মুই মুণ্ডে আঞ্চল দিয়া। কতকাল রাখিমু এ যৌবন লোকের বৈরী হইয়া। অভাগী খোঁয়ারী লাগি না আইল যমরা শুকনা পুষ্পের মাঝে […] keyboard_arrow_right
  • রাখরে রাখরে মন মানাইয়া আমার প্রাণি
    রাখরে রাখরে মন মানাইয়া আমার প্রাণি হরিয়া নিল কানাইয়া।। ধু ঘটেতে না রহে মন, সদা করে উচাটন, কি দিয় বাখিমু চিত্ত মানাইয়া। কালিয়া কালিন্দীর কুলে, দাণ্ডাইয়াছে তরুমূলে কত রূপ ধরে বেশ বানাইয়া।। চূড়াটি টানিয়া বামে, ত্রিভঙ্গ হইয়া শ্যামে বাজাএ বংশী মোর নাম লইয়া। সৈয়দ মর্তুজা কয়, তেজ রাধে লাজ ভয় ঘরে যাও বন্ধের মন মানাইয়া […] keyboard_arrow_right
  • রাধার আকুল রে বাঁশী না বাজাইয়
    রাধার আকুল রে বাঁশী না বাজাইয়। তরল বাঁশের বাঁশী তাতে পঞ্চ বেধা। বাঁশীয়া কেমনে জানে কলঙ্গিনী রাধা।। যে জড়ে আছিলি বাঁশী জড়ের লাগপাম্‌।। জড়েমূলে কাটিবাঁশী সাগরে ভাসাম্‌। সৈয়দ মর্তুজা কহে শুনরে কালিয়া। নিবিছিল মনের আগুন দিলি জ্বালাইয়া ।। keyboard_arrow_right
  • রে শ্যাম তোমার মূরলী বন রসিয়া
    রে শ্যাম, তোমার মূরলী বন রসিয়া। উচ্চৈঃস্বরে বাঁশী বাজে কুলের কামিনী সাজে কোটি কোটি চাঁদ পড়ে খসিয়া।। ধু তোমার হৃদয় মাঝে অমূল্য মাণিক্য আছে দেখিলে গোপিণী নিবে পশিয়া।। নন্দের দুলাল বলি’ পন্থে চল কত ছলি; কেলিয়া কদম্ব-তলে বসিয়া।। সাধিতে আপন কাজ ভাব নাহি কুল-লাজ জলের নিয়রে রৈনু পড়িয়া।। সৈয়দ মর্তুজা কয় পর কি আপন হয় […] keyboard_arrow_right
  • শ্যাম আন না লয় মনে
    শ্যাম আন না লয় মনে। ভুবন মোহন রূপ লাগিছে মরমে।। মণিময় কুণ্ডল কর্ণেত দোলে নবরঙ্গ বন মালা হিয়ার মাঝে লোলে। চরণে শরণ লৈলুঁ না বাসিও ভিন সহজে অবলা মুঞি পরের অধীন। সৈয়দ মর্তুজা কহে রসময় শ্যাম চরণে শরণে লৈলুঁ পাইয়া নিজ নাম। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ