• ভোলামন একবার ভাব পরিণাম
    ভোলামন একবার ভাব পরিণাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম।। কৃষ্ণ ভজিবারে সেথা প্রতিজ্ঞা করিলে। সংসারে আসিবামাত্র সকল ভুলিলে।। কত কষ্টে পাল ভাই ভার্য্যা বেটী-বেটা। কৃষ্ণপদ ভজিতেই বাধে সব লেঠা।। শত জিহ্বা পরনিন্দা পর তোষামোদে। কৃষ্ণনাম কহিতেই রসনায় বাধে।। পরপদ ধরি সদা করিছ লেহনে। নিযুক্ত না কর সে পদ সেবনে।। আরে মন ভব রোগে […] keyboard_arrow_right
  • মধু-ঋতু-যামিনি সুরধুনি-তীর
    মধু-ঋতু-যামিনি সুরধুনি-তীর। উজোর সুধাকর মলয় সমীর।। সহচর সঙ্গে গৌর নট-রাজ। বিহরয়ে নিরুপম কীর্ত্তন মাঝ।। খোল করতাল-ধ্বনি নটন-হিলোল। ভুজ তুলি ঘন ঘন হরি হরি বোল।। নরহরি গদাধর বিহরই সঙ্গ। নাচত গাওত কতহুঁ বিভঙ্গ।। কোকিল মধুকর পঞ্চম ভাষ। বলরাম দাস পহুঁ করয়ে বিলাস।। keyboard_arrow_right
  • মধুর সময় রজনি-শেষ
    মধুর সময় রজনি-শেষ শোহই মধুর কানন-দেশ গগনে উয়ল মধুর মধুর বিধু নিরমল-কাঁতিয়া। মধুর মাধবী-কেলি-নিকুঞ্জ ফুটল মধুর কুসুম-পুঞ্জ গাবই মধুর ভ্রমরা ভ্রমরী মধুর মধুহি মাতিয়া।। আজু খেলত আনন্দে ভোর মধুর যুবতি নব কিশোর মধুর বরজ-রঙ্গিনী মেলি করত মধুর রভস-কেলি।। মধুর পবন বহই মন্দ কুজয়ে কোকিল মধুর-ছন্দ মধুর রসহি শরদ-সুভগ নদহি বিহগ-পাঁতিয়া। রবই মধুর শারি কীর পঢ়ই […] keyboard_arrow_right
  • মন্দির চলব জানি অতি কাতর
    মন্দির চলব জানি অতি কাতর আকুল জলধি-তরঙ্গ। কত কত চুম্বন কতহুঁ আলিঙ্গন দূবর ভেল দুহুঁ অঙ্গ।। সখি হে কিয়ে বিধি লাগল বাদে। কণ্ঠ কণ্ঠ গহি সব সখি রোয়ত হেরইতে দুহুঁক বিষাদে।। সোঙরি বিচ্ছেদ খেদ দুহুঁ আকুল দুহুঁ রহু কোরে অগোরি। দুহুঁক নয়ন-নিরে দুহুঁ তনু ভীগই রোয়ই মুখে-মুখ জোরি।। এ মুখ-দরশন বিনে তনু জারব কহি কহি […] keyboard_arrow_right
  • মরম কহিলু মো পুন ঠেকিলু
    মরম কহিলু মো পুন ঠেকিলু সে জনার পিরিতি-ফান্দে। রাতি দিন চিতে ভাবিতে ভাবিতে তারে সে পরাণ কান্দে।। বুকে বুকে মুখে চৌখে লাগিয়া থাকে তমু মোরে সতত হারায়। ও বুক চিরিয়া হিয়া মাঝারে আমারে রাখিতে চায়।। হার নহোঁ পিয়া গলায় পরয়ে চন্দন নহোঁ মাখে গায়। অনেক যতনে রতন পাইয়া থুইতে সোয়াস্ত না পায়।। কর্পূর তাম্বুল আপনি […] keyboard_arrow_right
  • মাঘহি দিন নিশি শিশিরক শীকর
    মাঘহি দিন নিশি শিশিরক শীকর- নিকরহুঁ অবনি আগোর। উলটি পালটি অনুখণ ছটফটি তনু দহে সহচরি-কোর।। তুয়া গুণে কামিনি কত হিম-যামিনি জাগরে নাগর ভোর। সরসিজ-মোচন বর-লোচন রহুঁ ঝরতহিঁ ঝর ঝর লোর।। keyboard_arrow_right
  • মাধব এ তুয়া কোন বিচার
    মাধব এ তুয়া কোন বিচার। নলি পুতলি তনু সরবই গরবই কৈছে করবি অভিসার।। কাচূরি ফারি চরণ তলে বোধই নাসিকা মতি না রাখ। চলই না পারই আরতি বাঢ়ই কাতরে মাগই পাখ।। চলতহি তুড়িত ক্ষেণে পুন বৈঠত পদযুগে দেয়ত গারি। কহ বলরাম তহি অতি দুরত লোচনে শাঙন বারি।। keyboard_arrow_right
  • মাধব ঐছে বচন শুনি সো সখি
    মাধব ঐছে বচন শুনি সো সখি চললিহুঁ রাইক পাশ। মন মাহা বচন রচন করি যৈছনে নাহক পূরয়ে আশ।। অপরূপ দোতিক রীত। সখিগণ সঙ্গে রাই যাহাঁ বৈঠয়ে তাহিঁ যাই উপনীত।। শুন শন রমণি- শিরোমণি মুগধিনি তুয়া অনুগত ভেল শ্যাম। তুয়া রূপ হেরি সোই ভেল আকুল কহই দাস বলরাম।। keyboard_arrow_right
  • মাধব কি কহব বিরহ-বিষাদ
    মাধব কি কহব বিরহ-বিষাদ। তিল এক তুহুঁ বিনে যো কহে যুগশত তাহে কি এতহুঁ পরমাদ।। পন্থ নেহারিতে নয়ন অন্ধায়ল দিনে দিনে খিণ ভেল দেহ। কত উনমাদ মোহ বহি যাওত কত পরবোধব কেহ।। দশমি দশায়ে আছয়ে এক ঔষধ শ্রবণে কহই তুয়া নাম। শুনইতে তবহি পরাণ ফেরি আওত সো দুখ কি কহব হাম।। কত কত বেরি তোহে […] keyboard_arrow_right
  • মিটল চন্দন টুটল আভরণ
    মিটল চন্দন টুটল আভরণ ছুটল কুন্তল-বন্ধ। অম্বর খলিত গলিত কুসুমাবলি ধূসর দুহঁ মুখ-চন্দ।। হরি হরি অব দুহুঁ শ্যামর গোরি। দুহুঁক পরশ-রভসে দুহুঁ মুরছিত শুতল হিয়ে হিয়ে জোরি।। রাইক বাম জঘন পর নাগর ডাহিন চরণহি আপি। নওল কিশোরী অগোরি কোরে পহু ঘূমল মুখে মুখ ঝাপি।। কিয়ে মদন-শর-ভীতহি সুন্দরি বৈঠলি হিয়-হিয় মোহ। কব বলরাম নয়ন ভরি হেরব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ