• আন্ধার ঘরের কোণে থাকি একেশ্বরী
    আন্ধার ঘরের কোণে থাকি একেশ্বরী। কোন বিহি সিরজিল ছার কুলনারী।। কথার দোসর নাই যারে কহোঁ দুখ। দেখিতে না পাঙ চাঁদ সুরুজের মুখ।। কহ সখি কি হবে উপায়। না জানি কি গুণ কৈলে বিদগধ-রায়।। ঘরের আঙ্গিনা দেখিবারে লাগে সাধ। তভু ত না গুণে মনে এত পরমাদ।। ও রূপ দেখিয়া কৈলুঁ মরণ সমাধি। রাতি দিনে কান্দে প্রাণ […] keyboard_arrow_right
  • আন্ধার বরণ কাল গা গরবে না পড়ে পা
    আন্ধার বরণ কাল গা গরবে না পড়ে পা কি গরবে কর উপহাস। যমুনার তীরে থাক নব লক্ষ ধেনু রাখ কালরূপে লাজ নাহি বাস।। উচ করি বান্ধ চূড়া পেঁচ দিয়া পর ধড়া ভাবন কর রাঙ্গা মাটি মাখি। ব্রজের রমণী দেখি হৈয়া বেড়াও সচকিত সঘনে ফিরাও দুটি আঁখি।। দিগর দিগর করে সাথি করে বেড়াও হাতাহাতি ননী চুরি […] keyboard_arrow_right
  • আপন শপতি করি হাত দিয়া মাথে
    আপন শপতি করি হাত দিয়া মাথে। সুধুই শরীর মোর প্রাণ তোমার হাতে।। বন্ধু হে তোমারে বুঝাই। সভাই বলে আমি তোমার তেঞি জীতে চাই।। নিরবধি তোমা লাগি দগধে পরাণ। তিলেক দাঁড়াও কাছে জুড়াকু নয়ান।। কি লাগি দারুণ চিত কাঁদে দিন রাতি। কহে বলরাম বড় বিষম পিরিতি।। keyboard_arrow_right
  • আপনার গুণ শুনি আপনা পাসরে
    আপনার গুণ শুনি আপনা পাসরে। অরুণ অম্বর খসে তাহা না সম্বরে।। নাহি দিগ বিদিগ নাহি নিজ পর। ধরিয়া ধরিয়া কান্দে পতিত পামর।। শ্রীপাদ বলিয়া পহু কান্দে উচ্চ স্বরে। কত শত ধারা বহে নয়ন-কমলে।। কান্দিয়া কান্দিয়া পহু মাগে পদ-ধূলি। ভূমে পড়ি কান্দে নিতাই ভাইয়া ভাইয়া বলি।। প্রিয় গদাধর কান্দে রায় রামানন্দে। দেখিয়া গৌরাঙ্গ-মুখ থির নাহি বান্ধে।। […] keyboard_arrow_right
  • আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে
    আবেশে অবশ অঙ্গ ধীরে ধীরে চলে। ভাব-ভরে গর গর আঁখি নাহি মেলে।। নাচে পহুঁ রসিক সুজান। যার গুণে দরবয়ে দারু পাষাণ।। পূরুব-চরিত যত পিরিতি-কাহিনী। শুনি পহুঁ মুরছিত লোটায় ধরণী।। পতিত হেরিয়া কান্দে নাহি বান্ধে থীর। কত শত ধারা বহে নয়নের নীর।। পুলকে মণ্ডিত কিবা ভুজযুগ তুলি। লুলিয়া লুলিয়া পড়ে হরি হরি বলি।। কুলবতীর ঝুরে মন […] keyboard_arrow_right
  • আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষির ননী
    আমি কিছু নাহি জানি ভাঙ্গিয়াছে ক্ষির ননী তোমারে শুধাই তার কথা। না দেখি গোকুল চান্দ কেমন করয়ে প্রাণ বলনা গোপাল পাব কোথা।। আমি কি এমন জানি কোলে করি যাদুমণি যাদুরে করাই স্তন পান। মোরে বিধি বিড়ম্বিল গোরস উথলি গেল তা দেখি ধরিতে নারি প্রাণ।। গোপাল না লৈনু কোলে ভুলিনু রোহিণী বোলে সে কোপে কোপিত যাদুমণি। […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়
    আরে মোর আরে মোর নিত্যানন্দ রায়। মথিয়া সকল তন্ত্র হরি নাম মহামন্ত্র করে ধরি জীবরে বুঝায়ে।। অচ্যূত-অগ্রজ নাম ভুবনেতে অনুপাম সুরধুনী তীরে কৈল থানা। হাট করি পরিবন্ধ রাজা হৈলা নিত্যানন্দ পাষণ্ড দলন বীরবানা।। পসারি শ্রীবিশ্বম্ভর সঙ্গে লয়ে গদাধর আচার্য্য চতুরে বিকিকিনি। গৌরীদাস হাসি হাসি রাজার নিকটে বসি হাটের মহিমা কিছু শুনি।। পাত্র রামাই লৈয়া রাজ […] keyboard_arrow_right
  • আসি প্রাণ হারালাম নেয়া
    আসি প্রাণ হারালাম নেয়া। তুমি কেমন করিঞা বাহিছ না দেখিঞা তরঙ্গে হানিছে গায় [নাএ]র উপরে উঠিল জল পসরা ভাসিঞা গেল সকল।। শুন ধনি না খানি ডুবিবেক পাছে তোমার ডালা পসরা জতেক আছে তাহাতে করিঞা ছিচহ জল দধি দুগ্ধ ফেল সকল। মজুরির কড়ি খাবে হে কাণ্ডারি আমরা ছিচিব জল। ডহরে বসিঞা খেলাব ছিচিঞা এত কার আছে […] keyboard_arrow_right
  • ঈষত হাসিতে কত অমিয়া উথলে
    ঈষত হাসিতে কত অমিয়া উথলে। ধরম করম হরে আধ আধ বোলে।। রূপ দেখি কি না সে করিলুঁ। বল করি জাতি প্রাণ পর-হাতে দিলুঁ।। নানা ফুলে চাঁচর চুলে চূড়ার কাঁচনি। কত না ভঙ্গিমা দুটি নয়ান-নাচনি।। কিসের লোকের ভয় কিবা গুরু-লাজে। মধুর মুরতি সে লাগিল হিয়ার মাঝে।। ফাগু বিন্দু বিন্দু মাঝে চন্দনের চাঁদ। কহে বলরাম ওই পিরিতের […] keyboard_arrow_right
  • উজোর হিমকর নভ-তল নিরমল
    উজোর হিমকর নভ-তল নিরমল চাঁদনি রজনি উজোর। উনমত ভ্রমর ভ্রমরি সহ বিলসই বিকশিত পদুমিনি-কোর।। তোহারি দরশ বিনু অতি খিণ জীবন গদ গদ কহে আধ বোল। আশিন শারদ হংস-শবদ শুনি পিয়া-জিউ অতি উতরোল।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ