• সুন্দরি অব তহুঁ তেজসি কান
    সুন্দরি অব তহুঁ তেজসি কান। সুখময় কেলি- নিকুঞ্জে যব বৈঠবি তব কাহাঁ রাখবি মান।। ইহ নাগর-বর রসিক-কলা-গুরু চরণ পাকড়ি গড়ি যায়। লঘুতর দোখহিঁ রোখ বাঢ়ায়সি চরণহিঁ ঠেলসি তায়।। প্রেম-লছিমি হিয় ছোড়ল বুঝি অব মান-অলখি পরবেশ। গুণ বিছুরাই দোখ সব ঘোষই আরতি ছোড়ায়ল দেশ।। ইহ অলখী যব তোহে ছোড়ি যাওব তব গুণ-পণ সোঙরাব। রোই পুন হামারি […] keyboard_arrow_right
  • সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব
    সুন্দরি বুঝিলুঁ তোমার ভাব। প্রেম-রতন- গোপতে পাইয়া ভাঁড়িলে কি হবে লাভ।। আন ছলে কহ আনের কথা বেকত পিরিতি-রঙ্গ। রসের বিলাসে অঙ্গ ঢল ঢল রঙ্গিতে প্রেম-তরঙ্গ।। ভাবের ভরে চলিতে না পারে বচন হইলা হারা। কানুর সনে নিকুঞ্জ-বনে রঙ্গেত হৈয়াছে ভোরা।। পুছিলে মনের মরম না কহ এবে ভেল বিপরীত। বলরাম কহে কি আর বলিবে ভাবেতে মজিল চীত।। keyboard_arrow_right
  • সুমধুর মধুকর কোকিল কলরব
    সুমধুর মধুকর কোকিল কলরব সো ভেল ছরবন শেল। চন্দন গরল অনল ভেল সরসিজ চান্দ সূরজ ভৈ গেল।। মাধব ধনী কি সাতাওব চিত। পাপিনী বিরহিণী কো বিহি সিরজিল হিতহি ভেল বিপরীত।। জনম দিবস ভরি জীউ অধিক করি যাহে বাঢ়াওলি রাই। নিজ হিয় হোই সোই উচ-কুচ যুগ অনুখণ দগধই তাই।। নব কিশলয় শয়ন রতনময় অভরণ পরশত সব […] keyboard_arrow_right
  • হরি হরি এ বড় বিস্ময় লাগে মনে
    হরি হরি এ বড় বিস্ময় লাগে মনে। জিনি নব জলধর পূর্ব্বে যার কলেবর সে এবে গৌরাঙ্গ ভেল কেনে।। শিখি-পুচ্ছ গুঞ্জা-বেড়া মনোহর যার চূড়া সে মস্তকে কেশ-শূণ্য দেখি। যার বাঁকা চাহনিতে মোহে রাধিকার চিতে এবে প্রেমে ছলছল আঁখি।। সদা গোপ গোপী সঙ্গে বিলসয়ে রস-রঙ্গে এবে নারী-নাম না শুনয়ে। ভুজযুগে বংশী ধরি আকর্ষয়ে ব্রজ-নারী সেই ভুজে দণ্ড […] keyboard_arrow_right
  • হরি হরি কি শেল রহিল মোর বুকে
    হরি হরি কি শেল রহিল মোর বুকে। কি লাগি রসিক-রাজ কান্দে সংকীর্ত্তন মাঝ না বুঝিয়া মলুঁ মন-দুখে।। সঙ্গে বিলসই যার রাধা চন্দ্রাবলী আর কত শত বরজ-কিশোরী। এবে পহু বুকে বুক না দেখে নারীর মুখ কি লাগি সন্ন্যাসী দণ্ড-ধারী।। ছাড়ি নাগরালি-বেশ ভ্রমে পহু দেশ দেশ পতিত চাহিয়া ঘরে ঘরে। চিন্তামণি নিজ-গুণে উদ্ধারিলা জগ-জনে বলরাম দাস রহু […] keyboard_arrow_right
  • হরি হরি গোরা কেনে কান্দে
    হরি হরি গোরা কেনে কান্দে। না জানি ঠেকিলা গোরা কার প্রেম-ফান্দে তেজিয়া কালিন্দী-তীর কদম্ব-বিলাস। এবে সিন্ধু-তীরে কেনে কিবা অভিলাষ।। যে করিল শত কোটি গোপী সঙ্গে রাস। এবে সে কান্দয়ে কেনে করিয়া সন্ন্যাস।। যে আঁখি-ভঙ্গীতে কত অনঙ্গ মুরছে। এবে কত শত ধারা বাহিয়া পড়িছে।। যে মোহন চূড়া-ছাঁদে জগত মোহিত। সে মস্তকে কেশ-শূন্য অতি বিপরীত।। পীত বাস […] keyboard_arrow_right
  • হরি হরি মঙ্গল ভরল খিতি-মণ্ডল
    হরি হরি মঙ্গল ভরল খিতি-মণ্ডল রসময় রতন-পসার। নিজ গুণ-কীর্ত্তন প্রেম-রতন ধন অনুখণ করু পরচার।। নাচত নটবর গৌর কিশোর। অনুখণ ভাবে বিভাবিত অন্তর প্রেম-সুখের নাহি ওর।। কুন্দন-কনয়-বিরাজিত কলেবর বিহি সে করল নিরমাণ। মনমথ মুরুছিত অঙ্গহি অঙ্গ কত রুপ দেখি হরল গেয়ান।। যা কর ভজন শিব চতুরানন করু মন-মরম সন্ধান। হেন নাম-হার যতন করি গাঁথই পতিত জনেরে […] keyboard_arrow_right
  • হামারি যতেক দুখ বিরহ-হুতাশ
    হামারি যতেক দুখ বিরহ-হুতাশ। সবহি কহবি তুহুঁ বিরহিণি পাশ।। দুয় এক দিবসে মিলিব হাম যাই। যতনহি তুহুঁ পরবোধবি রাই।। কহবি সজনি মঝু আরতি-বাণী। তাকর মুখ হেরি বিছুরহ জানি।। শুনি দুতি ধাই চললি ধনি পাশ। গদ গদ কহতহিঁ বলরাম দাস।। keyboard_arrow_right
  • হেথা দূতি রাই সনে ছিলা
    হেথা দূতি রাই সনে ছিলা। শ্যাম চান্দে দেখিতে পাইলা।। রাইয়েরে দেখায় শ্যাম চান্দে। হেরি রাই ফুকরিয়া কান্দে।। দূতি যাই নয়ান মুছায়। না কান্দিহ বলি নিবারয়।। আমি ছলে মিলাইব শ্যাম। তুমি হেথা করহ বিশ্রাম।। এত বলি চলে দূতি রঙ্গে। মিলল শ্যাম ত্রিভঙ্গে।। বলরাম দাস সঙ্গে যায়। শ্যাম মুখ ঘন ঘন চায়।। keyboard_arrow_right
  • হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া
    হেথা ধনি বিনোদিনি বিরলে বসিয়া। দক্ষিণ নয়ন নাচে থাকিয়া থাকিয়া।। ময়ূর না করে কেলী অমঙ্গল দেখি। সাত পাঁচ মনেতে ভাবয়ে বিধুমুখী।। মুখানি মলিন দূতী আইল হেনকালে। শ্যামের বারতা দূতী ধীরে ধীরে বলে।। তোমার নাগর বলি জানে সব সখী। চন্দ্রাবলীর কুঞ্জে শ্যাম শুন চন্দ্রামুখী।। বদনে বদন দিয়া আছয়ে শয়নে। সুখের অবধি নাই বলরাম ভণে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ