• উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ
    উদ ভাদর দিন নিরখিতে তনু খিণ দারুণ দুরদিন মান। বিরহ-হিলোলহি দর দর অন্তর দোলত চপল পরাণ।। তুয়া বিনু দিগুণ শূন সব মন্দির মনমথ-তূণ সমান। একল বিকল সকল নিশি বিলপই অবিরত ঝরয়ে নয়ান।। keyboard_arrow_right
  • এ দুখ-সায়র-নিমগন নায়র
    এ দুখ-সায়র-নিমগন নায়র তহিঁ হত-দাদুরি-রাব। শাঙণ গহন দহন দহ জীবন কিয়ে জানি হরি-বধ পাব।। keyboard_arrow_right
  • এক অদভুত সখি জনমিঞা নাঞি দেখি
    এক অদভুত সখি জনমিঞা নাঞি দেখি হেন রামা কাহার নন্দিনি। গিয়াছিলাম গোচারণে দেখিল কালিন্দি বনে পুষ্প তুলি ফিরিছে কামিনি।। কনকের জাঠি হাথে সখিগণ লয়্যা সাথে যেন বিধু নমিয়াছে পারা। তেমতি তাহার শোভা দিনমণি জিনি আভা চৌদিগে বেড়ল যেন তারা।। বরণ চম্পক জোতি কাঞ্চন জিনিয়া তথি কেতকী নিছনি দিয়া তায়। কিবা সে করবী মাল উড়িছে ভ্রমর […] keyboard_arrow_right
  • একদিন ধনি নিকুঞ্জে বসিয়া
    একদিন ধনি নিকুঞ্জে বসিয়া গাঁথিল ফুলের হার। মল্লিকা মালতী জাতি যুথী দিয়া করিল শেজ বিথার।। শ্যামের লাগিয়া রহিল জাগিয়া সখীসহ বিনোদিনি। ত্রিযাম রজনী শুক উজরল দেখিয়া আকুল ধনি।। নিশির ভূষণ খদ্যোতিকা তারা মণি হল জোতি হীন। তাম্বুলের রাগ অধরে মিলাল বদন হইল ক্ষীণ।। শ্যামের আশায় নিরাশা হইয়া সখীরে কহিছে রাই। বলনা কি করি ওলো সহচরি […] keyboard_arrow_right
  • একে কুলবতী করি বিড়ম্বিল বিধি
    একে কুলবতী করি বিড়ম্বিল বিধি। আর তাহে দিল হেন পিরিতি-বিয়াধি।। কি হৈল কি হৈল সই কিবা সে করিলুঁ। গোপতে বাঢ়ায়্যা প্রেম আপনা খোয়ালুঁ।। জাগিতে স্বপনে মনে নাহি জানে আন। সে নব নাগর লাগি কান্দয়ে পরাণ।। কত না সহিব আর হিয়ার পোড়নি। কহিতে নাহিক ঠাঞি ছার পরাধিনী।। যার লাগি যেবা জন জাতি প্রাণ তেজে। বলরাম বলে […] keyboard_arrow_right
  • একে সে মোহন যমুনা-কূল
    একে সে মোহন যমুনা-কূল আরে সে কেলি-কদম্ব-মূল আরে সে বিবিধ ফুটল-ফুল আরে সে শারদ-যামিনি। ভ্রমরা ভ্রমরি করত রাব পিকু কুহু কুহু করত গাব সঙ্গিনি রঙ্গিণি মধুর বোলনি বিবিধ রাগ গায়নি। বয়স কিশোর মোহন ঠাম নিরখি মুরছি পড়ত কাম সজল-জলদ-শ্যাম-ধাম পিয়ল বসন দামিনি। শাঙল ধবল কালি গোরি বিবিধ বসন বনি কিশোরি নাচত গায়ত রস-বিভোরি সবহুঁ বরজ-কামিনি। […] keyboard_arrow_right
  • এতেক যুবতী আছে গোকুল নগরে
    এতেক যুবতী আছে গোকুল নগরে। কলঙ্ক কেবল লেখা মোর সে কপালে।। কখন যাহারে মুঞি দেখি নাই স্বপনে। কলঙ্ক তোলায় লোকে সে জনার সনে।। ভাদরে দেখিনু নট চাঁদে। সেই হইতে মোর উঠে পরিবাদে।। স্বামী ছায়ায় মারে বাড়ী। তার আগে কু-কথা কয় দারুণ শাশুড়ী।। ননদী দেখয় চোখের বালি। শ্যাম নাগর তুলাইয়া সদাই পাড়ে গালি এ দুখে মোর […] keyboard_arrow_right
  • ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী
    ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী। আমরা সঙ্গের ভাই তমু ত না মন পাই তোমারে ভুলাবে কত খানি।। তৃণ খাইতে ধেনুগণ যদি যায় দূর বন কেহ ত না যায় ফিরাইতে। তোমার দুলাল কানু পূরয়ে মোহন বেণু ফিরে ধেনু মুরলীর গীতে।। আমরা ফিরাইতে ধেনু তাহা নাহি দেয় কানু সদা ফিরে সুবলের পাছে। সুবলে করিয়া কোলে […] keyboard_arrow_right
  • ওহে আমরা এসেছি না জানিয়ে
    ওহে আমরা এসেছি না জানিয়ে। কথায় বুঝিলাম মোরা তরণী করিয়া ভারা আইলা নবীন নেয়া হোয়ে।। কড়ি দিয়া পার হব ভাঙ্গা নায়ে না চড়িব নৌতুন আনগা গড়াইয়া। তরণী নৌতুন নয় নানা ছলে কথা কয় হাসি হাসি মুখানি ঝাঁপিয়া।। কালিন্দীর কাল জল মুখ পদ্ম শত দল মেঘের আড়েতে যেন শশী। হাসিতে বিজুরী খেলে বচন কহিবার কালে অমিয়া […] keyboard_arrow_right
  • ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ
    ওহে কানাই তিলেক নাহিক তোমার লাজ। বিষয় কে দিল পথে ঠেকেছ রাধার হাতে অলপে সে না আসিবে কাজ।। দ্বিভুজে মুরলী ধর বাঁশীতে সন্ধান পূর বুকে হান মনমথ বাণ। রমণী মণ্ডলী করি আভরণ লব কাড়ি ভাল মতে সাধাইব দান।। কুবোল বলহ যদি মাথায় ঢালিব দধি বসিতে না দিব তরুতলে। কাড়ি লব পীতধড়া আউলায়ে ফেলিব চূড়া বাঁশীটি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ