• নন্দের মন্দিরে আজু বড়ই আনন্দ
    নন্দের মন্দিরে আজু বড়ই আনন্দ। রামকৃষ্ণহাতে দিব গো দোহনভাণ্ড।। প্রভাতে উঠিয়া নন্দ লৈয়া গোপগণ। পাত্র মিত্র সহিতে বসিলা সভাজন।। যত্ন করি যতেক ব্রাহ্মণ মুনিগণে। আনাইলা নন্দঘোষ করি নিমন্ত্রণে।। পাদ্য অর্ঘ্য দিয়া নন্দ পূজে মুনিগণে। রাম কৃষ্ণ বন্দিলেন মুনির চরণে।। মুনিগণে কহে শুন নন্দ মহামতি। আজি শুভ দিন হয় শুক্লাষ্টমী তিথি।। পুত্র-হস্তে দেহ গো দোহনভাণ্ড আজ। […] keyboard_arrow_right
  • পুন যব মুরছলি গোরি
    পুন যব মুরছলি গোরি। সখিগণ ভেল বিভোরি।। ধনিমুখচান্দ নেহারি। রোয়ত কুন্তল ফারি।। হা বৃষভানুকুমারি। হা হা কুসুম-সুকুমারি।। চৌদিগে বেঢ়িয়া রাই। রোয়ত ধরণি লোটাই।। সখিগণ ভেল উনমাদ। ছোড়ল কুলমরিযাদ।। বাউরি সম কোই ধায়। কোই ভূমে পড়ি মুরছায়।। কো কহে প্রাণপিয়ারি। নীছিয়ে জীবন হামারি।। সহচরী বাউরি ভেল। চৈতন্যবোধিতে গেল।। keyboard_arrow_right
  • মহাভুজ নাচত চৈতন্য রায়
    মহাভুজ নাচত চৈতন্য রায়। কে জানে কত কত ভাব শতশত সোনার বরণ গোরা গায়।।ধ্রু।। প্রেমে ঢর ঢর- অঙ্গ নিরমল পুলকঅঙ্কুরশোভা। আর কি কহব অশেষ অনুভব হেরইতে জগমনলোভা।। শুনিয়া নিজগুণ নামকীর্ত্তন বিভোর নটনবিভঙ্গ। নদিয়াপুরলোক পাসরিল দুখ শোক ভাসল প্রেমতরঙ্গ।। রতন বিতরণ প্রেমরস বরিখণ অখিলভুবন সিঞ্চিত। চৈতন্যদাস গানে অতুল প্রেম-দানে মুঞি সে হইলুঁ বঞ্চিত।। keyboard_arrow_right
  • মোহে বিহি বিপরীত ভেল
    মোহে বিহি বিপরীত ভেল। অভিমানে মোহে উপেখি পহুঁ গেল।। কি করিব কহ না উপায়। কেমনে পাইব সেই মোর গোরা রায়।। কি করিতে কি না জানি হৈল। পরাণ-পুতলি গোরা মোরে ছাড়ি গেল।। কে জানে যে এমন হইবে। আঁচলে বান্ধিতে ধন সায়রে পড়িবে।। চৈতন্যদাসের সেই হৈল। পাইয়া গৌরাঙ্গচান্দ না ভজি তেজিল।। keyboard_arrow_right
  • যত গোপগণ পূজে গোবর্দ্ধন
    যত গোপগণ পূজে গোবর্দ্ধন না কৈল ইন্দ্রের পূজা। পাই অপমান কোপে কম্পমান সাজিলা দেবের রাজা।। মহা অহঙ্কারে কৃষ্ণনিন্দা করে অজ্ঞানে মোহিত হৈয়া। কহে গোপপুরী মহাবৃষ্টি করি আজি ডুবাইব যাঞা।। ডাকি মেঘগণে যতেক পবনে আজ্ঞা দিলা সুরপতি। শিলাবৃষ্টি করি ভাঙ্গ ব্রজপুরী যাহ যাহ শীঘ্রগতি।। আপনে তখনে চড়িয়া বারণে বজ্র হস্তে দেবরাজ। সঙ্গে সেনাগণ ছাইয়া গগন আইল […] keyboard_arrow_right
  • হে হরে মাধুর্য্যগুণে হরিলে যে নেত্র মনে
    হে হরে মাধুর্য্যগুণে হরিলে যে নেত্র মনে মোহন মূরতি দরশাই। হে কৃষ্ণ আনন্দধাম মহাআকর্ষক ঠাম তুয়া বিনে দেখিতে না পাই।। হে হরে ধৈরজ হরি গুরুভয় আদি করি কুলের ধরম কৈলা চূর। হে কৃষ্ণ বংশীর স্বনে আকর্ষিয়া আনি বনে দেহ গেহ স্মৃতি কৈলা দূর।। হে কৃষ্ণ বিবিধ ছলে উরোজ কর্ষহ বলে থির নহ অতি অনুরাগে।। হে […] keyboard_arrow_right
  • হেন কালে সখী মেলে রাইকনকগিরি
    হেন কালে সখী মেলে রাইকনকগিরি আচম্বিতে দরশন দিলা।। দাড়াঞা রূপের ভরে ধরি সহচরী-করে মুখ জিনি শশী ষোলকলা।। রাই নব সুমেরু সুঠান। স্মিত সুরধুনীধারে রসের ঝরণা ঝরে হেরি হেরি তৃষিত নয়ান।। নব অনুরাগ বাতে স্থির নাহি বান্ধে চিতে পাসরিলা নিজ মরিযাদ। কাঁপে তনু থরহরে পর্ব্বত ডোলয়ে করে গোয়ালে গণিল পরমাদ।। লগুড় লইয়া করে কেহো কেহো গিরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ