আই তাঁ সুনিঅ উমা ভল পরিপাটী।
উমগল ফিরে মূস ঝোরী মোর কাটী।।
ঝোরীরে কাটিএ মূস জটা কাটি জীবে।
সিরম বৈসল সুরসরি জল পীবে।।
বেটারে কাতিক এক পোসল মজুর।
সেহো দেখি ডর মোর ফনিপতি ঝুর।।
তোহ জে পোসল গৌরী সিংহ বড় মোটা।।
সেহো দেখি ডর মোর বসহা গোটা।।
ভনহি বিদ্যাপতি বাঁসক সিঙ্গা।
তপবন নাচথি ধতিঙ্গা তিঙ্গা।।