উঠু উঠু সুন্দরি জাইছি বিদেস।
সপনহুঁ রূপ নহি মিলত উদেস।।
সে সুনি সুন্দরি উঠলি চেহায়।
পহুক বচন সুনি বৈসলি ঝমায়।।
উঠইত উঠলি বৈসলি মনমারি।
বিরহক মাতলি খসলি হিয়হারি।।
এক হাথ উবটন এক হাথ তেল।
পিয়কে নমানও সুন্দরি চলিভেলি।।
ভনহিঁ বিদ্যাপতি সুনু ব্রজনারি।
ধৈরজ ধয় রহু মিলত মুরারি।।