কী পহু পিসুন বচন দেল কান।
কী পর কামিনি হরল গেআন।।
কী পহু বিসরল পুরুবক নেহ।
কী জীবন দহু পরল সন্দেহ।।
ঝূঠা বচন সুইলাহু মোহি লাগি।
তুরঅ বাঁধি ঘর লেসলি আগি।।
কন্ত দিগন্ত গেলা হে কাঁ লাগি।
সীতলি রঅনি বরিস ঘনে আগি।।
কহব কলাবতি কন্ত হমার।
বারিস পরদেস বসএ গমার।।
সব পরদেসিআ একে সোভাব।
গএ পরদেস পলটি নহি আব।।
মার মনোজ মরম সর আহি।
বরখা বরিঅ বসন্তহু চাহি।।