শ্রীশ্রীরাধারমণো জয়তি ‘‘ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম।’’ (আশ্বিন কৃষ্ণা দ্বাদশী) ‘‘গৌর,–প্রেমে-বন্যায় ভাসে পানিহাটি গ্রাম। আজ,–রাঘব-পণ্ডিতের ঘরে গৌর গুণধাম।।’’ প্রাণ-গৌর এলো পানিহাটিতে মধুর-নীলাচল হতে—প্রাণ-গৌর এলো পানিহাটিতে রাঘব-পণ্ডিতের প্রীতে—প্রাণ-গৌর এলে পানিহাটিতে চল যাই দেখিতে প্রাণ-গৌর এলো পানিহাটিতে—চল যাই দেখিতে (মাতন) (গঙ্গাতীর হইতে বৃক্ষরাজের তলায় আগমন) ‘‘জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ।’’ প্রাণ-ভরে জয় […]
keyboard_arrow_right