ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কেশের বেশে ভুলিল দেশে
    কেশের বেশে ভুলিল দেশে তাহে রসময় হাসি। নয়নতরঙ্গে ব্যাকুল করিলে বিশেষে নদিয়াবাসী।। গৌরাঙ্গসুন্দর নাচে। নিগমনিগূঢ় প্রেমভকতি যারে তারে পহুঁ যাচে।।ধ্রু।। ছল ছল করে নয়ন যুগল কত নদী বহে ধারে। পুলকে পূরিত গোরা কলেবর ধরণী ধরিতে নারে।। চরণ কমল অতি সুচঞ্চল অথির তাহার রীত। বদনকমলে গদগদ স্বরে গায় রসকেলি গীত।। হাহা করি করি ভুজযুগ তুলি বলে […] keyboard_arrow_right
  • কেহ হও দাম শ্রীদাম সুদাম
    কেহ হও দাম শ্রীদাম সুদাম সুবলাদি যত সখা। চল যাব বনে নটবর সনে কাননে করিব দেখা।। পর পীত ধড়া মাথে বান্ধ চূড়া বেণু লও কেহ করে। হারে রে রে বোল কর উচ্চ রোল যাইব যমুনা-তীরে।। পর ফুল-মালা সাজহ অবলা সবারে যাইতে হবে। দাম বসুদাম সাজ বলরাম যাইতে হইবে সবে।। যোগমায়া তখন কহিছে বচন রাখাল সাজহ […] keyboard_arrow_right
  • কেহু দেখল নগনা
    কেহু দেখল নগনা। ভিখিআ মগইতে বুল আঙ্গনে আঙ্গনা।। উগন উমত কেহু দেখল বিধাতা। গৌরিক নাহ অভয় বরদাতা।। বিভুতি ভুসন কর বীস অহারে। কণ্ঠ বাসুকি সির সুরসরি ধারে।। কেলি ভূত সঙ্গে রহএ মসানে। তৈলোক ইসর হর কে নহি জান।। keyboard_arrow_right
  • কৈছে চরণে কর-পল্লব ঠেললি
    কৈছে চরণে কর- পল্লব ঠেললি মীললি মান ভুজঙ্গে।। কবলে কবলে জিউ জরি যব যায়র তবহিঁ দেখব ইহ রঙ্গে।। মাগো কিয়ে ইহ জীদ্দ অপয়া। কো কছু বীর ধীর মহাবল পঙরি উতারব পার।।ধ্রু।। আপনক মান বহুত করি মানলি তাক মান করি ভঙ্গ। সো দুলহ নাহ উপেখি তুহুঁ অব বঞ্চবি কাহুঁক সঙ্গ।। সখিগণ বচন অলপ করি মানলি চাহসি […] keyboard_arrow_right
  • কৈযাম কৈযাম মুঞিরে ননদীর আগুনে
    কৈযাম কৈযাম মুঞিরে ননদীর আগুনে। রাত্রিদিবা কানাকানি নাসহে পরাণে।। শাশুড়ী ননদী জাল সতিনী মোহিনী। একঘরে চারিজন মুঞি সে অভাগিনী।। সোয়ামী রসিয়ানাগর মুঞি সে অভাগিনী। ননদীর বাক্য ধরে তত্ত্ব নাহি জানি।। সোয়ামী পদে সেবা দিতে রহে না চিত। এত দুঃখ দেখি আঁখি ভাঙ্গি পরে নিত।। মোহাম্মদ হাসিমে কহে শুন রে বউয়ারি। কালকেতু হইল বৈরী ননদী তোমারি।। keyboard_arrow_right
  • কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার চিনিতে
    কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার চিনিতে না পারি পীন তনু আপনার। যে ক্ষণে ইতুর পূজা ভাঙ্গিল কানাই তখনে জানিলুম গোকুলে ভালাই নাই। গোকুলের ব্রজাণী শুয়ার ঘরের ধেনু এহার বধের ভাগী হইব দুধের রামকানু। সৈয়দ মর্তুজা কহে শুন মন দিয়া সে কথা ভাবিতে মোর আর না লয় হিয়া। keyboard_arrow_right
  • কৈলে বঁধুর কথা কৈও গাইলে শ্যামের গীত
    কৈলে বঁধুর কথা কৈও গাইলে শ্যামের গীত গাইও, মনুরা ভাই। বেদ অংশ দিয়া এ ঘর বান্ধিয়া তাতে খেলে ঘরের গৃহী। হৃদের অন্তরে যেই পঞ্চবাজারে বাজে রাজধ্বনি শ্রী। মন সদাগরে যেই পঞ্চবাজারে নিত্য কিনে রাজধ্বনি। তেজি ভব মায়া চিন নিজ কায়া গুরু কাছে তত্ত্ব জানি। উপরে মূড়া তাতে সপ্তদ্বার বেদদ্বারে সুরধ্বনি। দক্ষিণ উত্তরে এ যুগ দুয়ার […] keyboard_arrow_right
  • কো ইহ পুন পুন করত হুঙ্কার
    কো ইহ পুন পুন করত হুঙ্কার। হরি হাম জানি না কর পরচার।। পরিহরি সো গিরিকন্দর মাঝ। মন্দিরে কাহে আওল মৃগরাজ।। সো নহ ধনি মধুসূদন হাম। চলু কমলালয় মধুকরি ঠাম।। এ ধনি শুনহ হাম ঘনশ্যাম। তনু বিনে গুণ কিয়ে কহে নিজ নাম।। শ্যামমূরতি হাম তুহুঁ কি না জান। তারাপতি ভয়ে বুঝি অনুমান।। ঘরহুঁ রতন দীপ উজিয়ার […] keyboard_arrow_right
  • কো উহ নব যুবরাজ
    কো উহ নব যুবরাজ। জলদবরণ নট সাজ। শুনইতে তছু পরসঙ্গ। অবশ হোয়ল সব অঙ্গ।। বিসরলুঁ গুরুজন কাজ। খোয়লু কুলভয় লাজ।। ধৈরজ রহল না থোর। নয়ন আগোরল লোর।। যাহা রহু সো নটরায়। তাহা চলইতে চিত ধায়।। নরহরি যতনে নেবারি। রহই না শকতি সম্ভারি।। keyboard_arrow_right
  • কো উহ শ্যাম সুজান
    কো উহ শ্যাম সুজান। কি মধুর মধুর তাক গুণমাধুরি কো শুনি ধরব পরাণ।।ধ্রু।। গায়ক সুর পর- বীণ বেণু সঞে গায়ত কত কত ভাঁতি। লাগল কুবুধি সাধে কত যতনহি দূরে শুনলুঁ শ্রুতি পাতি।। চলইতে চরণ অচল চিত চঞ্চল ধৈরজ রহব কি মোর। লোচন বারি নিঝরে ঝরু ঝরঝর নহই নিবারণ থোর।। হোয়ল বিষম কি করব প্রাণসখি আন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ