দেখা দিয়া কইলায় মোরে প্রেমের দেওয়ানা হায় রে রহিল দেহার কল্পনা, দরশন দেও নাথ প্রাণ বাঁচে না।। ধু একদিন গেলাম রে বন্ধু যমুনার জলে, শ্যাম রূপ দেখিলাম আমি কদম্বের তলে, ওরে সে অবধি দুই আঙ্খির জল বারণ হইল না, হায়রে আমার কালিয়া সোনা। দরশন দেও নাথ প্রাণ বাঁচে না। আর বন্ধুয়ার রূপ খানি দিলে থইলুম […]
keyboard_arrow_right