ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • দোসর ফাগুন গুণগণে নিমগন
    দোসর ফাগুন গুণগণে নিমগন ফাগু-সুমণ্ডিত অঙ্গ। রঙ্গে সুরঙ্গে মৃদঙ্গ বাজাওত গাওত কতহুঁ তরঙ্গ।। সজনী সুন্দর গৌর কিশোর। রসময় সময় জানি করুণাময় অব ভেল নিরদয় মোর।।ধ্রু।। কুসুমিত কানন মধুকর গাওন পিকুকুল ঘন ঘন বোল। গৌর-বিরহ-দাব-দাহে দগধ হাম মরি মরি করি উতরোল।। মৃদু মৃদু পবন বহই চিত-মাদন পরশে গরল সম লাগি। যাকর অন্তরে বিরহ বিথারল সো জগ […] keyboard_arrow_right
  • দোহঁ কুঞ্জভবনে
    দোহঁ কুঞ্জভবনে। রাধা বিলসই শ্যামবন্ধুর সনে।। বৃন্দার বাঞ্ছিত স্থান রত্ন সিংহাসনে। রাই কানু দোঁহ তনু আনন্দ মগনে।। ললিতা বিশাখা আদি যত সখিগণে। তার আজ্ঞায় সেবা চামর ব্যজনে ধিক ধিক রহু (মোর) এ ছার জীবনে। এমন হইব দশা দেখিব নয়ানে।। নরোত্তম দাস সদা কান্দে রাত্রিদিনে। কৃপা করি কর দয়া মঞ্জরীর গণে।। keyboard_arrow_right
  • দোহেঁ সুন্দর বরণা
    দোহেঁ সুন্দর বরণা। কানু মরকতমণি রাই কাঁচাসোনা।।ধ্রু কাজর মিশান কিয়ে নব গোরোচনা। নীলমণি ভিতরে পশিল কাঁচা সোনা।। কনকের বেদী ভেদি কালিন্দী বহিল। হেমলতা ভুজদণ্ডে কানুরে বেড়িল।। আন্ধারে জ্বলয়ে কিবা রতন দীপিকা। তমালে বেড়িল যেন কনক লতিকা।। রাই সে রসের সিন্ধু অমিয়া পাথার। রসময় কানু তাহে দিতেছে সাঁতার।। রাই সে রসের সিন্ধু তরঙ্গ অপার। ডুবল নরোত্তম […] keyboard_arrow_right
  • দ্বিজ আহর আহর সুত নন্দন
    দ্বিজ আহর আহর সুত নন্দন সুত আহর সুত রামা। বনজ বন্ধু সুত সুত দএ সুন্দরি চললি সঙ্কেতক ঠামা।। মাধব বূঝল কথা বিসেখী। তুঅ গুন লুবুধলি প্রেম পিআসলি সাধস আইলি উপেখী।। হরি অরি অরি পতি তা সুত বাহন জুবতি নাম তসু হোঈ। গোপতি পতি অরি সহ মিলু বাহন বিরমতি কবহু ন হোঈ।। নাগর নাম জোগ ধনি […] keyboard_arrow_right
  • দ্রাং দৃমিকি দ্রিমি মাদল বাজত
    দ্রাং দৃমিকি দ্রিমি মাদল বাজত কতহু তাল সুতানুয়া। অখিল ভুবনক নাচ নাচত শ্রীবাস আদি সভে গানুয়া।। জানুলম্বিত বাহুযুগল কলিত কলধৌত ঠানুয়া। অরুণ অম্বরে ভুবন ডগমগি যৈছে পাতর ভানুয়া।। ক্ষণহি কম্পিত ক্ষণহি পুলকিত ক্ষণহি করযুগ চালনা। ক্ষণহি উচ্চ করি বলই হরি হরি পূরুব প্রেমরস পালনা।। চাঁদ অবধূত ঠাকুর অদ্বৈত সঙ্গে সহচর মিলিয়া। দাস রামানন্দ কুলিশ সরসয়ে […] keyboard_arrow_right
  • ধন জউবন রস রঙ্গে
    ধন জউবন রস রঙ্গে। দিন দস দেখিঅ তলিত তরঙ্গে।। সুঘটেও বিহি বিঘটাবে। বাঙ্ক বিধাতা কী ন করাবে মাধব ই তুঅ ভলি নহি রীতী। হঠে ন করিঅ দুর পুরুব পিরীতী।। সচকিত হেরএ আসা। সুমরি সমাগম সুপহুক পাসা।। নয়ন তেজএ জলধারা। ন চেতএ চীর ন পরিহএ হারা।। লখ জোজন বস চন্দা। তইঅও কুমুদিনি করএ অনন্দা।। জকরা জা […] keyboard_arrow_right
  • ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র
    ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য্য বল গদাধর মোর কুল নরহরি বিলসই মোর।। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিএ মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রীভাগবত পুরাণ।। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মন নিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনের চৌতরা তাহে মোর মন গেলা কহে দীন নরোত্তম […] keyboard_arrow_right
  • ধনি অনুরাগিনী রহিতে না পারে
    ধনি অনুরাগিনী রহিতে না পারে। তুরিতে উঠিলা ধনি শ্যাম অভিসারে।। সখি সাথে চলে পথে বিনোদিনী রাধা। কানু অনুরাগে ধনি না মানয়ে বাধা।। হংস-গমনী ধনি আইলা কুঞ্জবনে। হরষিত হৈয়া রাই মিলল শ্যাম সনে।। আগুসরি যাই শ্যাম রাই কর ধরি। আহা মরি কত দুখ পেয়েছ কিশোরী।। করে ধরি রাই লইয়া বসাইল বামে। পীতবাসে মোছয়ে রাই মুখ ঘামে।। […] keyboard_arrow_right
  • ধনি ! মোর বোলে কর অবধান
    ধনি ! মোর বোলে কর অবধান । বুঝলু মনের সনে তুয়া বিনে ত্রিভুবনে জুড়াইতে নাহি মোর স্থান।। তোহারি সে নামগুণ জানি আমি পনপুন তুয়া রূপ সদাই ধেয়াই। প্রাণের অধিক তুমি তোমার অধীন আমি ইহাতে অন্যথা কিছু নাই।। চিরদিনে মুখ তোর নিরখিয়া চিত্ত মোর না জানি উপজে কত সুখ। পালটিতে নারি আঁখি যবে তোমা নাহি দেখি […] keyboard_arrow_right
  • ধনি কনক কেশর কাঁতি
    ধনি কনক কেশর কাঁতি। বনি বদন বিধুক ভাঁতি।। জিনি নীল নলিন বাস। কিয়ে অমিয়া মধুর ভাষ।। তাহে চিকুরে কবরিভার। হিয়ে লম্বিত মণিক হার।। কুচ কনক দাড়িম শোহ। মন মোহন মন মোহ।। ভুজ হেমমৃণাল জিনি। তাহে নীল বলয়া মণি।। নখ শরদ পূর্ণিমা চাঁদ। তনু হেরিয়া অরুণ কান্দ।। কটি কেশরি জিনিয়া খীণ। তিন রেখ ত্রিবলি ভীন।। স্থূলপঙ্কজ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ