অব নাচত রে নব নন্দদুলাল। তহি মাই যশোমতি দেওত তাল।। লহুঁ হাসিনী রোহিণী বূলত সাথ। বড় আনন্দে নন্দ ঢুলাওত মাথ।। কত যন্ত্র বাজাওত পঞ্চম তান। পিকু-নিন্দিত গাওত মঙ্গল গান।। মুখচন্দ্র নেহারত দেওত চুম্ব। ক্ষির-পূরিত ভূরি পয়োধর-কুম্ভ।। দিঠি পঙ্কজ ভাসল প্রেমজলে। যমুনা জনু মীলল লোর ছলে।। পুলকাকুল অঙ্গ আনন্দভরে। দীনবন্ধু লোটাওত ভূমিতলে।।
keyboard_arrow_right