ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • অব নাচত রে নব নন্দ দুলাল
    অব নাচত রে নব নন্দদুলাল। তহি মাই যশোমতি দেওত তাল।। লহুঁ হাসিনী রোহিণী বূলত সাথ। বড় আনন্দে নন্দ ঢুলাওত মাথ।। কত যন্ত্র বাজাওত পঞ্চম তান। পিকু-নিন্দিত গাওত মঙ্গল গান।। মুখচন্দ্র নেহারত দেওত চুম্ব। ক্ষির-পূরিত ভূরি পয়োধর-কুম্ভ।। দিঠি পঙ্কজ ভাসল প্রেমজলে। যমুনা জনু মীলল লোর ছলে।। পুলকাকুল অঙ্গ আনন্দভরে। দীনবন্ধু লোটাওত ভূমিতলে।। keyboard_arrow_right
  • অব মথুরাপুর মাধব গেল
    অব মথুরাপুর মাধব গেল। গোকুল মানিক কো হরি লেল।। গোকুলে উছলল করুনাক রোল। নয়নক জলে দেখ বহএ হিলোল।। সূন ভেল মন্দির সূন ভেল নগরী। সূন ভেল দাস দিস সূন ভেল সগরী।। কৈসনে জাওব যামুন তীর। কৈসে নেহারব কুঞ্জ কুটীর ।। সহচরি সঞে জঁহা করল ফুলবারি। কৈসে জীয়ব তাহি নেহারি।। বিদ্যাপতি কহ কর অবধান। কৌতুক ছাপিত […] keyboard_arrow_right
  • অব মথুরাপুর মাধব গেল
    অব মথুরাপুর মাধব গেল। গোকুল-মানিক কো হরি লেল।। গোকুলে উছলল করুনাক রোল। নয়নক জলে দেখ বহএ হিলোল।। সূন ভেল মন্দির সূন ভেল নগরী। সূন ভেল দস দিস সূন ভেল সগরী।। কৈসনে জাওব যামুন তীর। কৈসে নেহারব কুঞ্জ -কুটীর।। সহচরি সঞে জঁহা করল ফুলবারি। কৈসে জীয়ব তাহি নিহারি।। বিদ্যাপতি কহ কর অবধান। কৌতুকে ছাপিত তঁহিঁ রহুঁ […] keyboard_arrow_right
  • অবতার কৈল বড় বড়
    অবতার কৈল বড় বড়। এমন করুণা কোন যুগে নাহি আর।। প্রতি ঘরে ঘরে শুনি প্রেমের কাঁদনা। কলিযুগে হরি নাম রহিল ঘোষণা।। সুখ সায়রের ঘাটে দিয়া প্রেমের ভরা। ভাল হাট পাতিয়াছ প্রেমের পসরা।। জগাই মাধাই তারা ছিল দুই ভাই। হরিনামে উদ্ধারিলা চৈতন্য গোসাঞি।। বাসুদেব ঘোষে কহে না হবে এমন। কলি যুগে ধন্য নাম চৈতন্যরতন।। keyboard_arrow_right
  • অবনত নয়নী না কহে কিছু বাণী
    অবনত নয়নী না কহে কিছু বাণী। পরশিতে তরসি ঠেলই পহুঁ পাণি।। সুচতুর নাহ করয়ে অনুরোধ। অভিনব রাই না মানয়ে বোধ।। পিরিতি বচন কছু কহ যে বিশেষ। রাইকো হৃদয়ে দেখয়ে রস-লেশ।। পহিরণ বাস ধরল যব হাত। তব ধনী দিব দেওল নিজ মাথ।। রস পরসঙ্গে করয়ে বহু রঙ্গ। নিজ পরথাব নামে দেই ভঙ্গ।। নাহক আদর বহুত বাড়ায়। […] keyboard_arrow_right
  • অবনীতে অবতরি শ্রীচৈতন্য নাম ধরি
    … … … … … … অবনীতে অবতরি শ্রীচৈতন্য নাম ধরি … …। পুরবে কালিয়া ছিল এবে গৌর (অঙ্গ) হইল জপিয়া রাধার নিজ নাম। রাধা রাধা বলি গোরা নয়নে পড়য়ে ধারা অন্তরে বরণখানি শ্যাম।। কিবা সে দেবের পুরে চারিবেদ অগোচরে আছিলা রাধিকা ঠাকুরাণী। গোলোকের পতি শ্যাম জপিয়া রাধার নাম গৌর হইল বরণ খানি।। নব গোরোচনা […] keyboard_arrow_right
  • অবলা অংসুক বালম্ভু লেলা
    অবলা অংসুক বালম্ভু লেলা। পানি-পলব ধনি আঁতর দেলা।। হঠ ন করিহ পহু ন পূরত কামে। প্রথমক রভস বিচারক ঠামে। মদন ভণ্ডার সুরত রস আনী। মোহরে মুন্দল অছ অসময় জানী।। মুকুলিত লোচন নহি পরগাসে। কাঁপ কলেবর হৃদয় তরাসে।। আবে নব জৌবনে সময় নিহারী। অপনহি বেকত হোএত পরচারী।। ভণই বিদ্যাপতি নব অনুরাগী। সহিঅ পরাভব পিয়-হিত লাগী।। keyboard_arrow_right
  • অবলা কি জানি গুণ ধরে
    অবলা কি জানি গুণ ধরে। রসিকমুকুটমণি নাগর হইয়া গো এত না আদর কেনে করে।।ধ্রু।। মোর অঙ্গসঙ্গ আশে লালসা পাইয়া বৈসে রসে পহুঁ বোলে জিলুঁ জিলুঁ। নিজ অনুগত জনে গণিয়া রাখিহ মনে এ তনু তোমারে দিলুঁ দিলুঁ।। আউলাঞা কবরীভার বেশ করে বারে বার বসন পরায় কুতূহলে। বসাঞা আপন উরে নূপুর পরায় মোরে চরণ পরশে কর-তলে।। বঁধুয়া […] keyboard_arrow_right
  • অবলা সে বিষ্ণুপ্রিয়া তুয়া গুণ সোঙারিয়া
    অবলা সে বিষ্ণুপ্রিয়া তুয়া গুণ সোঙারিয়া মূরছি পড়ল ক্ষিতিতলে। চৌদিকে সখীগণ ঘিরি করে রোদন তূলা ধরি নাসার উপরে। তুয়া বিরহানলে অন্তর জর জর দেহ ছাড়া হইল পরাণি। নদীয়ানিবাসী যত তারা ভেল মূরছিত না দেখিয়া তুয়া মুখখানি।। শচী বৃদ্ধা আধমরা দেহ তার প্রাণছাড়া তার প্রতি নাহি তোর দয়া। নদীয়ার সঙ্গিগণ কেমনে ধরিবে প্রাণ কেমনে ছাড়িলা তার […] keyboard_arrow_right
  • অবহু রাজপথ পুরুজন জাগি
    অবহু রাজপথ পুরুজন জাগি। চাঁদ-কিরন জগমণ্ডল লাগি। সহএ পারএ নব নব নেহ। হরি হরি সুন্দরি পড়লি সন্দেহ।। কামিনি কএল কতহু পরকার। পুরুসক বেশি কএল অভিসার।। ধম্মিল লোল ঝোঁট কএ বন্ধ। পহিরল বসন আন করি ছন্দ।। অম্বর কুচ নহি সম্বরু ভেল। বাজন-জন্ত্র হৃদয় করি লেল।। আইসএ মিললি ধনি কুঞ্জক মাঝ। হেরি ন চিহ্নই নাগর-রাজ।। হেরইত মাধব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ