ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • না ভজিলাম হরে কৃষ্ণ না ভজিলাম গুরু
    না ভজিলাম হরে কৃষ্ণ না ভজিলাম গুরু। না করিলাম সাধুসঙ্গ বাঞ্ছাকল্পতরু।। মিছা কাজে দিন যায় রজনী যায় ঘুমে। জনম নিষ্ফলে যায় মনের ভরমে।। বিষম সংসার মায়া মত্ত কারাগার। ভবসিন্ধু তরিতে উপায় নাহি আর। বিধির বন্ধনে কার কত ধার ধারি। হঞাছি খাঁচার পাখি পালাইতে নারি।। না ভজিলুঁ তীর্থগুরু সাধু দরশনে। না শুনিলুঁ ভাগবত এ পাপ শ্রবণে […] keyboard_arrow_right
  • না মিলল সুন্দরি শুনি ভৈ খীন
    (না মিলল সুন্দরি শুনি ভৈ খীন। রোয়ত মাধব অব নিশি দীন।।) দোতিক কর ধরি করু পরিহার কহইতে নয়নে গলয়ে জলধার।। বাউর সম কত করু পরলাপ। শতগুণধিক মনে মনসিজ তাপ।। ‘রা’ ‘ধা’ ‘ধা’ ধরি আখর এক। গদগদ কণ্ঠ না হয়ে পরতেক।। মানিনি-মান মানায়ব হাম। কহি এত ধাবয়ে মানিনি ঠাম। পুন ফেরি আওত সহচরি সাথ। ঐছে গতাগতি […] keyboard_arrow_right
  • না যাইও যমুনাজলে তরুয়া কদমতলে
    না যাইও যমুনাজলে তরুয়া কদম্বতলে চিকণকালা করিয়াছে থানা। নব জলধর রূপ মুনি মন মোহে গো তেঞি জলে যেতে করি মানা।। ত্রিভঙ্গ ভঙ্গিমা ভাতি রহয়ে মদন জিতি চাঁদ জিতি মলয়জ ভালে। ভুবনবিজয়ী মালা মেঘে সৌদামিনী কলা শোভা করে শ্যামচাঁদের গলে।। নয়নকটাশক্ষ বাণে হিয়ার ভিতরে হানে আর তাহে মুরলীর তান। শুনিয়া মুরলী গান ধৈরজ না ধরে প্রাণ […] keyboard_arrow_right
  • না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে
    না যাইমু মুই মথুরার হাটে নৌকা ফিরাইয়া দে । ধু মুই অভাগিনী নৌকাতে চড়িলুম কানাইয়া ধরিল খেবা। হেনহি সময়ে মোর বৈরী হয়ে চলিল মলয়া দেবা। একে আভাঙ্গা নাও কিবা বইটা বাও চৌদিকে উঠে পানি। এহা কি পরিহাস জাতি কুল নাশ ধনে প্রাণে হইলুম হানি। দধি দুগ্ধ মোর যতেক আছিল সব হইল ঘোল। যেই ঘাটে কানাই […] keyboard_arrow_right
  • না যাইয় না যাইয় রাই বৈস তরুমূলে
    না যাইয় না যাইয় রাই বৈস তরুমূলে। আসিতে পাইয়াছ বেথা চরণযুগলে।। মণি মুকুতার দাম অঙ্গে ঝলমলি। ব্রজের বিষম চোর লইবে সকলি।। চাঁচর কেশের বেণী দুলিছে কোমরে। ফণীর ভরমে বেণী গিলিবে ময়ূরে।। নীল ওঢ়নীর মাঝে মুখ শোভা করে। সোণার কমল বলি দংশিবে ভ্রমরে।। করিকুম্ভদম্ভ জিনি উচ্চ কুচ-গিরি। গজের ভরমে পাছে পরশে কেশরী।। খঞ্জন-গঞ্জন আঁখি অঞ্জন ভাল […] keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কোহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে। keyboard_arrow_right
  • না রহে গুরুজন মাঝে
    না রহে গুরুজন মাঝে। বেকত অঙ্গ ন ঝঁপায়ে লাজে।। বালা সঞে জব রহই। তরুনি পাই পরিহাস তঁহি করই ।। মাধব তুঅ লাগি ভেটল রমনী। কো কহে বালা কো কহে তরুনী।। কেলিক রভস জব সুনে। অনতএ হেরি ততহি দএ কানে।। ইথে কেই কর পরচারী।। কাঁদন মাখী হাসি দেই গারী।। সুকবি বিদ্যাপতি ভানে। বালা-চরিত রসিক জন জানে।। keyboard_arrow_right
  • না ল সজনি সই তুঝে বলম মুই নাকো
    না ল সজনি সই তুঝে বলম মুই নাকো। ধু শ্যামরূপ দেখিয়া, প্রাণি বিদরে হিয়া,দেখিয়া শ্যামের রূপ রাধে। ভাল ক্ষেণে হইল দেখা, আছিল কর্মের লেখা, কানু সঙ্গে ভেল পরিবাদে। অখিল গোপাল লৈয়া, আর রাধা সঙ্গী হৈয়া, মরমে প্রেম যাচে ত্রিভঙ্গ ভঙ্গিমা, আলাওল ভাণ মরমে সাধ হইয়াছে। keyboard_arrow_right
  • না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে
    না লো সজনী আমি শুনিয়াছি শ্রবণে। ত্রিপুনীয়ে বাজিল জয়ধ্বনি। উদাসিনী করিয়া মোরে বংশীয়ে নিল প্রাণী। প্রেমবায়ে বংশীয়ে ডাকে নাম ধরি। সন্ন্যাসী করিল মোরে মুকুন্দ মুররী । হাটে ঘাটে মাঠে ফিরি হৈয়া কলঙ্কিনী। যথায় তথায় যাইয়া শুনি বাঁশীর প্রেমধ্বনি। কদমতলে বাজাও বাঁশী শুনি কর্মনাশী। মনচুরা বংশীয়ে মোরে কৈল উদাসী। বৃন্দাবনে হয় শব্দ আঁখিয়ে না হেরি। পাঞ্জর […] keyboard_arrow_right
  • নাইহরের বন্ধু রে দেখি আজু কেনে মান
    নাইহরের বন্ধু রে দেখি আজু কেনে মান। এ বুক বিদরে দেখি মলিন বয়ান।। ধু মুখে মুখ দিয়া পতি করিছে শয়ন। তিলে তিলে ননদী জাগএ গুরুজন। এ মেঘ আন্ধার রাত্রি গহন প্রবেশ । হাতে প্রাণ লই আইলু’ কিকহিমু বিশেষ।। কহে সৈয়দআইনুদ্দিনে পহুঁ নিঠুরিয়া। আজু পতিপাইলে সে নাদিমু ছাড়িয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ