ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • পতি বিনে সতী কান্দে শিরে দিয়া হাত
    পতি বিনে সতী কান্দে শিরে দিয়া হাত। সেই দশা কৈল মোরে স্বামী লোকনাথ।। পড়িনু অগাধ জলে কূল রহু দূর। কেশে ধরি তুলি লহ আচার্য ঠাকুর।। দশরাত্রি সঙ্গে রাখি বহু কৃপা কৈলা। রামচন্দ্র কবিরাজের হাতে সঁপি দিলা।। রামচন্দ্র কবিরাজ মোর লাগি কয়। হেন কৈর নরোত্তমের যেন কিছু হয়।। রামচন্দ্র কবিরাজের হাতেতে সঁপিয়া । শ্রীনিবাস গুণনিধি গেলেন […] keyboard_arrow_right
  • পত্রাবলিমিহ মম হৃদি গৌরে
    পত্রাবলিমিহ মম হৃদি গৌরে। মৃগমদ-বিন্দুভিরর্পয় শৌরে।। শ্যামল সুন্দর বিবিধ-বিশেষৎ। বিরচয় বপুষি মমোজ্জ্বল-বেশং।।ধ্রু।। পিঞ্ছ-মুকুট মম পিঞ্ছ-নিকাশং। বরমবতংসয় কুন্তল-পাশং।। অত্র সনাতন শিল্প-লবঙ্গং। শ্রুতি-যুগলে মম লম্ভয় সঙ্গং।। keyboard_arrow_right
  • পথ পানে চাইয়া রইলাম মনের অভিলাষ গো
    পথ পানে চাইয়া রইলাম, মনের অভিলাষ গো দেখি, বন্ধু আসে কি না আসে; সখি গো, দিবারাত্র এই ভাবনা মনসায়রে ভাসে। আইল না মোর প্রাণবন্ধু রইল কার মন্দিরে গো, দেখি, বন্ধু আসে কি না আসে।। সখি গো, আইত যদি কালাচান্দ বসাইতাম সামনে; এগো কইতাম মনের দুখ মুই ধরিয়া চরণে গো। দেখি, বন্ধু আসে কি না আসে।। […] keyboard_arrow_right
  • পথ-গতি পেখনু মো রাধা
    পথ-গতি পেখনু মো রাধা। তখনুক ভাব পরান পরিপীড়লি রহল কুমুদনিধি সাধা।। ননুআ নয়ন নলিনি জনি অনুপম বঙ্ক নিহারই থোরা। জনি সৃঙ্খল মেঁ খগবর বাঁধল দীঠি নুকাএল মোরা।। আধ বদন-সসি বিহসি দেখাওলি আধ পীহলি নিঅ বাহূ।। কিছু এক ভাগ বলাহক ঝাঁপল কিছুক গরাসল রাহূ।। কর-জুগ পিহিত পয়োধর-অঞ্চল চঞ্চল দেখি চিত ভেলা। হেম-কমলন জনি অরুনিত চঞ্চল মিহির-তর […] keyboard_arrow_right
  • পদ-রত্নাকর অখিল-রসাকর
    পদ-রত্নাকর অখিল-রসাকর যাকর শ্রুতি-যুগ পরশে। চির-দিন শুষ্ক সরোবর-মানস পূরই হরি-গুণ-সরসে।। অবিচল-আনন্দ-কারি। মঙ্গল-কুমুদে কুমুদ-কুল-বান্ধব ভব দাবানল-বারি।।ধ্রু।। মায়া জরতী হরতি সব মানসে বিদ্যা-কমলিনি সূর। অনুখণ নব নব রস আস্বাদন শ্যামামৃত-রস-পূর।। কীর্ত্তন-জনক সকল-সুখ-সম্পদ ভব-ভয়-ভঞ্জন-হার। কলি-মল-মথন কুমতি-কুলবারণ আগম নিগমক সার।। ত্রিভুবন-তারণ তাপ-বিনাশন অখিল-আনন্দ-আধার। কমলাকান্ত দাস কহে জগ ভরি অমিয়াসিন্ধু বিথার।। keyboard_arrow_right
  • পন্থ ছাড় ঘরে যাই রে,নিলাজ কানাই
    পন্থ ছাড় ঘরে যাই রে,নিলাজ কানাই। ধু মাথায় পসরা করি চলিছ গোপালের নারী কোথায় তোর ঘর বাড়ী ? মথুরাতে যাইতে চাহ, কিছু দান দিয়া যাহ, আনদানে ছাড়িতে না পারি।। হওম্‌ মুই গোপালের নারী, গোকুলেতে ঘর করি, মথুরাতে করি হাট ঘাট। চিরকাল এই পন্থে, না দেখিছি দান লৈতে, আজু কেনে নিরোধিছ বাট।। তুমি ত নন্দের সুত, […] keyboard_arrow_right
  • পন্থ ছুড় যমুনাতে যাই রে নন্দের গোপাল রে
    পন্থ ছুড় যমুনাতে যাই রে নন্দের গোপাল রে। ধু গোপাল রে জল নাই মোর কলসীতে, চলিনু যমুনায় যাইতে রে ও রে পথে কেনে দেও পরিবাদ রে। গোপাল রে কোন দুয়ারে আইলায় ঘরে, চিনিতে না পাইলাম তোরে, ও রে নিদ্রা গেলে লনী করো চুরি রে। গোপাল রে তুমি খাইলায় লনী খানি রাধা হইলাম কলঙ্কিনী রে ওরে […] keyboard_arrow_right
  • পন্থ ছোড় যমুনাতে যাইরে সুন্দর কানাইরে
    পন্থ ছোড় যমুনাতে যাইরে, সুন্দর কানাইরে, কানাইরে ওরে কানাই। পন্থে পাইয়া পরের স্ত্রী, কর তুমি বলাজুরি। আজি রাধার কলঙ্ক রহিবেরে।। শ্বাশুড়ি ননদী বৈরী, সে জ্বালায় আমি মরি। আবার কাটা ঘায়ে, নুন লাগাও তুমি রে।। আমি তো অবলা নারী, হস্তে মোর রাখছ ধরি। রাজপন্থে কর ঘুরাঘুরিরে।। তুমি কর হুড়াহুড়ি, আমি সরমেতে মরি। লোকে দেখিয়া খলখলাইয়া হাসেরে।। […] keyboard_arrow_right
  • পবনক পরশহি বিচলিত পল্লব
    পবনক পরশহি বিচলিত পল্লব শবদহিঁ সজল নয়ান। সচকিতে সঘনে নয়ন ধনি নিরখয়ে জানল আয়ল কান।। মাধব সমুঝল তুয়া চতুরাই। তমালক কোরে আপন তনু ছাপসি আর কৈছে রহবি ছাপাই।।ধ্রু।। পুনহি বিলম্বে ফিরয়ে সব কাননে পুন অনুমানয়ে চীতে। ভূলল পন্থ অন্ত নাহি পায়ল না বুঝিয়ে নাগররীতে।। নূপুর রণিত কলিত নব মাধুরি শুনইতে শ্রবণ উল্লাস। আগুসরি রাই কাননে […] keyboard_arrow_right
  • পর নারী দেখিয়া ধরিতে নার হিয়া
    পর নারী দেখিয়া ধরিতে নার হিয়া। গলায় কলসী বান্ধি মরগা ডুবিয়া।। তোর কুচযুগ রাধে আমার কলসী। গলায় বান্ধিয়া তাহা মরিব রূপসী।। রসে মত্ত হইয়া তুমি ছল ধর বোলে। ঝাঁপ দিয়া মর গিয়া যমুনার জলে।। তোমার যৌবন রাধা আমার যমুনা। অই অঙ্গে দিব ঝাঁপ আমার কামনা।। অবলা দেখিয়া কানাই কত পাতো ছন্দ। আপনার মুখ নষ্ট পরে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ