ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা
    পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা। হাছন রাজা পিরীত করিয়ে হইয়াছে ফানা। আরি পরি সকলেরই হইয়াছে জানা ! হাছন রাজার লাগিয়াছে শ্যাম পিরীতের টানা।। হাছন রাজায় শুনে না তোর কট্‌ মুল্লার মানা। বাজায় ঢোলক বাজায় তবল আর গায় গানা।। keyboard_arrow_right
  • পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার
    পিরীতের ছেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের ভয় নাইরে তার। পিরীতের নয় নিশানি সদায় থাকে উদাসিনী গো, এ গো চেরা মলিন থাকে তার দিবানিশি বেকরার।। ক্ষুধা নিদ্রা নাই তার মনে জল ধারা দুই নয়নে গো, এ গো ছির ঘুরে প্রেম ধুন্ধে দিবানিশি ইন্তিজার।। হাসি খুসী নাই তার মনে সদায় থাকে ঘোর নয়নে গো, এ […] keyboard_arrow_right
  • পীত-ধটী হেম-কাঁঠি মোহন চূড়া মাথে
    পীত-ধটী হেম-কাঁঠি মোহন চূড়া মাথে। গাভী-দোহন-ভাণ্ড শোভে বাম হাতে।। শিঙ্গা বেণু মুরলী দক্ষিণ কক্ষ মূলে। ধবলি বলিয়া ধায় কালিন্দীর কূলে।। লম্বিত গুঞ্জার মালা গোরোচনা ভালে। গোধূলি-ধূসর অঙ্গ কানে ফুল-ডালে।। ছান্দনের ডুরি আর রাঙ্গা লড়ি হাতে। নবচন্দ্রদাস রহে চাহি এক ভিতে।। keyboard_arrow_right
  • পীন কঠিন কুচ কনক-কটোর
    পীন কঠিন কুচ কনক-কটোর। বঙ্কিম নয়নে চিত হরলিয়ো মোর।। পরিহর সুন্দরি দারুন মান। আকুল ভ্রমরে করাহ মধুপান।। এ ধনি সুন্দরি করে ধরি তোর। হঠ ন করহ মহত রাখ মোর।। পুন পুন কতএ বুঝায়ব বার বার। মদন -বেদন হম সহই ন পার।। ভনই বিদ্যাপতি তুহঁ সাব জান। আসা ভঙ্গ দুখ মরন সমান।। keyboard_arrow_right
  • পীরিতি বিষম জ্বালা পীরিতি বিষম জ্বালা
    পীরিতি বিষম জ্বালা পীরিতি বিষম জ্বালা। যে মজেছে সেই জানে যত এর লীলাখেলা।। যে মজে যাহারই ভাবে অবশ্য সে তাহারে পাবে, স্বর্গ নরক দুই ভবে, চিনে লও এই বেলা।। যে ডুবেছে প্রেমসাগরে, সে সকল বলিতে পারে। বিচ্ছেদ আর মিলনেতে কত সুখ কত জ্বালা।। প্রেম কি গাছের ফল, পাড়িবে করিয়া বল, দেহ প্রাণ করিলে নাশ মিলে […] keyboard_arrow_right
  • পীসল ভাঁগ রহল এহি গতী
    পীসল ভাঁগ রহল এহি গতী। কথি লঁই মনাএব উমতা জতী।। আন দিন নিকহি ছলাহ মোর পতী।। আই বঢ়াএ দেল কোন উদমতী।। আনক নীক আপন হো ছতী । ঠামে এক ঠেসতা পড়ত বিপতী।। ভনহি বিদ্যাপতী সুন হে সতী। ঈ থিক বাউর ত্রিভুবন পতী।। keyboard_arrow_right
  • পুত্র কোলে করি বসু ভাবে মনে মনে
    পুত্র কোলে করি বসু ভাবে মনে মনে। কারাগার হৈতে বাহির হইব কেমনে।। দ্বারীগণ নিদ্রাগত দ্বার বিমোচন। দূরে গেল দুষ্ট দৈত্য-দারুণ-বন্ধন।। বাহির হইল বসু কোলে করি হরি। চলিল ব্রজের পথে নারায়ণ স্মরি।। ঘোর অন্ধকার পথ দেখিতে না পায়। বিদ্যুতে কিঞ্চিৎ আলো অনুসারে যায়।। জ্ঞানদাসেতে বলে কি চিন্তা তাহার। বিরিঞ্চি-বাঞ্ছিত চিন্তামণি কোলে যার।। keyboard_arrow_right
  • পুত্র কোলে বসু যায় বারিধারা পড়ে তায়
    পুত্র কোলে বসু যায় বারিধারা পড়ে তায় আঁধারেতে নাহি পায় পথ। কোলেতে করিয়া হরি দু’নয়নে বহে বারি মনে মনে ভাবিতেছে কত ।। শ্রীঅনন্ত হেন কালে দূতপ্রায় হেন চলে ধীরে ধীরে করয়ে গমন। অন্তরে দারুণ ব্যথা কেমনে যাইব তথা মনে মনে স্মরে নারায়ণ।। যার নাম স্মরি যায় সেই হরি কোলে যার তাহাতে তাহার কিবা ভয়। জ্ঞানদাসেতে […] keyboard_arrow_right
  • পুন পুন গরজন বজর নিপাতন
    পুন পুন গরজন বজর নিপাতন আওল শাঙন মাহ। জলধর-তিমির ঘোর দিন যামিনি ঘর বাহির নাহি যাহ।। সজনী কো কহে বরিষা ভাল। ধারাধর-জল-ধারা জনু লাগয়ে বিরহিনি তীর বিশাল।।ধ্রু।। একে হাম গেহি নেহি পুন কো করু ফাঁফর অন্তর মোর। ততি খনে মরি মরি গৌর গৌর করি ধরণি লুঠই মহাভোর।। গণি গণি দিবস মাস পুন পূরল মাস মাস […] keyboard_arrow_right
  • পুন পুন গোপি গোঠ-পথ হেরই
    পুন পুন গোপি গোঠ-পথ হেরই তরুতলে ঝাঁপই দেহ। তৈখনে ক্ষণ- ভঙ্গুর মধুমঙ্গল রোখি চলত নিজ গেহ।। সহচরি মনে মনে করি অনুমান। কবরি উতারি বিবিধ ফুল-মণ্ডিত চূড়া করল বনান।। কটিতটে ছান্দি বান্ধি নিজ অম্বর করি মধুমঙ্গল সাজ। বনে বনে বাহুড়ি গোকুল-পথ ধরি মীলল গোঠসমাজ।। মধুমঙ্গল ফিরি আওল বলি বলি ঘেরল গোপ গোঁয়ার। ছল চাতুরি করি মীলল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ