ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • শ্যামক শয়ন-সমীপে সুধা-মুখি
    শ্যামক শয়ন- সমীপে সুধা-মুখি চলইতে সুমধুর মঞ্জির বাজ। রাই-মুখ হেরি সমাদরে আগুসরি করে ধরি মীলল নাগর-রাজ অপরূপ দুহুঁক বিলাস। দুহুঁ দোহাঁ-পরশ- সুধা-রস-লালসে কুসুম শয়নে করু বাস।।ধ্রু।। নিবিড় আলিঙ্গনে তনু তনু মিলনে দুহুঁ তনু ভেল অভেদ। দুহুঁ মীলিত জনু কীলিত স্মর-শরে মীটল চির-দিন-খেদ।। দুহুঁ বিম্বাধর দশনে বিখণ্ডিত মণ্ডিত নখ-পদে অঙ্গ। গুরুতর-শ্বাস- সমীরণে উথলল মনসিজ-সিন্ধু-তরঙ্গ।। চরণে চরণ […] keyboard_arrow_right
  • শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব
    শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব আনিয়াগো হৃদয় চিরিয়া। কাল বিচ্ছেদের কাল হইল দরাজ। অঙ্গ আমার ছারখার জ্বলিয়া জ্বলিয়া।। বনপাখী উড়িযাগেল আনিতে খবর। কিহইল কিহইল সে ত না আসে ফিরিয়া।। শ্যামবন্ধুয়া বিনে নাথ উদাসী তস্নায়, আয়ু ছাড়া বনে কায়া রহিয়াছে পড়িয়া।। keyboard_arrow_right
  • শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ
    শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ। দিবসে রজনী মানি মনে আন নাহি জানি ভাবিতে গুণিতে সই মলুঁ।।ধ্রু।। দাঁড়াইয়া তরুমূলে আকুল করিল মোরে ঈষত বঙ্কিম দিঠে চাঞা। ঘর যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন চিকণ শ্যামের বালাই লৈয়া।। অঙ্গ-ভঙ্গিমা দেখি প্রেমে পূরিত আঁখি মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি মন কেনে […] keyboard_arrow_right
  • শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী
    শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী। তার অকুশল কথা সহিতে না পারি।। আমারে মরিতে সখি কেন কর মানা। মোর দুঃখে দুখী নও ইহা গেল জানা।। দাব-দগধি ধিক ছটফটি এহ। এ ছার নিলাজ প্রাণ না ছাড়য়ে দেহ।। কাহ্নু বিনু নাহি যায় দণ্ড ক্ষণ পল। কেমনে গোঙাব আমি এদিন সকল।। এ বড় শেল আমার হৃদয়ে রহিল। মরণ […] keyboard_arrow_right
  • শ্যামর গৌরবরণ একুদেহ
    শ্যামর গৌরবরণ একুদেহ। পামর জন ইথে করয়ে সন্দেহ।। সৌরভে আগর মূরতি রসসার। পাকল ভেল জনু ফল সহকার।। গোপ জনম পুন দ্বিজ অবতার। নিগমে না জানয়ে নিগূঢ় বিহার।। প্রকট করল হরিনাম বাখান। নারী পুরুখ মুখে না শুনিয়ে আন।। ত্রিপুরাচরণকমল মধুপান। সরস সঙ্গীত কবিরঞ্জন গান।। keyboard_arrow_right
  • শ্যামর কোরে ঘুমাওল রাই
    শ্যামর কোরে ঘুমাওল রাই। মাধব জাগি রহল মুখ চাই।। রসভরে গর গর নাগর কান। পুন পুন অধরসুধা করু পান।। জাগল রঙ্গিণী ভাগঁল ধন্দ। সচকিত নয়নে হেরি মুখচন্দ।। করে কর জোরি ধরল মুখ চাপি। শ্যামর বদনে বদন রহু ঝাপি।। তহিঁ উপজল কত রতিরসকেলি। নন্দকিশোর লখই দিঠি মেলি।। keyboard_arrow_right
  • শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া
    শ্যামরী শ্যামের গুণে উনমত হৈয়া। চলিলা নিকুঞ্জে প্রিয় সহচরী লৈয়া।। নানা যন্ত্রে প্রেমমন্দ্রে উঠে উনমাদ। আবেশে অবশ মনে করি শ্যাম-চাঁদ।। চৌদিগে চমকি চায় কালিয়া বলিয়া। আনন্দে নয়ন-জলে পড়িছে ঢলিয়া।। সখী আশে পাশে হাসি উলসিত মনে। গায় সুললিত গীতি সুমধুর তানে।। প্রবেশিলা বৃন্দাবনে দিয়া জয় জয়। উথলে রসের নদী যদুনাথে কয়।। keyboard_arrow_right
  • শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল
    শ্যামরু শোকে সিন্ধু নিরমায়ল তথি পর আনল ডারি। সবগুণে হারল যো কছু রহি গেল হৃদি কম্পিত অনিবারি।। সখি হে আর নাহি মীলব কান। গোপতি তনয় সো কাছে মারব আপহি তেজব পরাণ।। গিরিতনয়াধব কতহি নাম লব জপি জপি জীবন শেষ। নিজ বসন লাগে আগি সব রজনী দশমী দশা পরবেশ।। অমরাবতী পতি ঘরণী গুণদ্বয় যদি মঝু হোয়ত […] keyboard_arrow_right
  • শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে
    শ্যামল সুন্দর তনু দেখিলুঁ স্বপনে। দেখিয়া মোহিত হৈলুঁ আর না লয় মনে। ধু মেঘের বরুণ তনু চিকণিয়া কালা। বিজুলী চঞ্চলা দোলে নবগুঞ্জা মালা।। যে বোল বলহ বৃন্দা বোল দুরাচার। আপনে সদয় হইলে সেহ অলঙ্কার।। বন্ধুয়া আসিব করি পাতিয়াছি ফান্দ। মুখানি নিছিয়াফেলাম লাখকোটি চান্দ।। কেহবলে কালাকালা আমি বলি শ্যাম। আঞ্চলে বান্ধিয়া রাখম কালার নিজ নাম।। সৈয়দ […] keyboard_arrow_right
  • শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা
    শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। পিঠেতে পাটের থোপা নামিয়াছে ঝুরি।। লবঙ্গ মালতী মালে গুঞ্জরে ভ্রমরী।। নাসার বেশর দোলে মুকুতা হিলোলে। অধরে মধুর হাসি আধ আধ বোলে।। রঙ্গিম নয়নে কিবা কাজরের রেখা। জলদে বিজুরি যেন চাঁদে দিছে দেখা।। শ্যাম কোলে মিলায়ল রসের মঞ্জরী । জ্ঞানদাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ