ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • সজনী রজনীর যোগে কোন কলে
    সজনী রজনীর যোগে, কোন কলে বাজেরে বংশী ধ্বনি, কুঞ্জবনে দীপ্তি জ্বালি, বেণী টানে বনমালী, হালিয়ে ঢলিয়ে পড়ে অবলা নন্দিনী। দশ সখী সঙ্গে আনি প্রবেশিল কংস রাণী, ঘিরিয়ে রাখিল তারা, ঐ মোহন বাঁশী ধ্বনি। কংস রাণীর ধ্বংস চিত, তার যত কু-চরিত, তালি দিয়ে ভঙ্গ করে ঐ সুখেরি যামিনী। মুখেতে অমৃত ভরা, অমৃতে গরল ছারা, গালেতে ঢালিয়ে […] keyboard_arrow_right
  • সজনী অপদ ন মোহি পরবোধ
    সজনী অপদ ন মোহি পরবোধ। তোড়ি জোড়িঅ জহাঁ গাঁঠ পড়এ তঁহা তেজ তম পরম বিরোধ।। সলিল সনেহ সহজ থিক সীতল ই জানএ সবে কোঈ। সে জদি তপত কএ জুতেন জুড়াইঅ তইও বিরত রস হোঈ।। গেল সহজ হে কি রিতি উপজাইঅ কুলসসি নীলী রঙ্গ। অনুভবি পুনু অনুভবএ অচেতন পড়এ হুতাস পতঙ্গ।। keyboard_arrow_right
  • সজনী অব তুহে অপরূপ দেখি
    সজনী অব তুহে অপরূপ দেখি। গাঁঠিক হেম বদন পর ঝলকত দেক তুহুঁ অঙ্গহি সাখি।।ধ্রু।। যব যায়লি তুহুঁ কাঁখহি গাগরী তব মন-মোহন বেশ। অব তুহুঁ চঞ্চল-লোচনে চাহসি কাহে বিচলিত কেশ।। ঘন নিশ্বাসন কাহে কুচ-খণ্ডন কোন কয়ল ইহ কাজ। ঘর যব যায়বি গুরুজন কি কহব কহইতে ইহ বড় লাজ।। তুয়া অতি ধৈরজ জানত ইহ ব্রজ তব কাহে […] keyboard_arrow_right
  • সজনী কি মধুর মুরলীর গান
    সজনী কি মধুর মুরলীর গান। শুনিয়া আনন্দভরে মৃত তরু মুঞ্জরে যমুনা বহই উজান।। হরিণ হরিণী শুনি মধুর মুরলী-ধ্বনি পুলকে পূরএ সব অঙ্গ। ময়ুর ময়ূরী নাচে আসিঞা শ্যামের কাছে পবন ডারাঞা দেখে রঙ্গ।। শারী শুক পিক যত তারা সব পুলকিত দরবে কঠিন দারু শিলা। হেন মুরলীর স্বরে কেমনে ধৈরয ধরে কুলবতী যুবতী অবলা।। শুন শুন আগো […] keyboard_arrow_right
  • সজনী কি হেরলুঁ কুঞ্জক মাঝ
    সজনী কি হেরলুঁ কুঞ্জক মাঝ। যুগল-কমল পর যুগলহু মধুকর যুগল-কমল পুন সাজ।।ধ্রু।। পুন দশ শশধর হেরি কমল-পর রতি-পতি লাগল ধন্দ। পুন দুহুঁ কমলে রবির কিরণ গো উদয়তি আর দশ চন্দ।। যুগল-সরোবরে যুগল কমল গো দরশ পরশ নাহি জান। পুন যুগ কমল অরুণ সঞে যূঝত শশধর দশ-পরিমাণ।। পুনহি কমল চারি দেখত সারি সারি কমলে কমলে করু […] keyboard_arrow_right
  • সজনী তোর ভাল নাহয় রীতি
    সজনী তোর ভাল নাহয় রীতি, গোপালসনে মাঠে আসি ভাঙ্গিলে পীরিতি । হে অঙ্গের মাধুরী তোর খেয়েছে সব ঘূণে, নাজানি কার প্রেমে মজে আছ নিগূঢ় বনে। হে সখীসনে বেহারকর ধামালী খেলাও কল্প-তরু পানে কিছু ফিরিয়ে নাচাও। হে কালেকালে হবেরে তোর হস্তে গলে বন্ধ,যশোদা মন্দিরে গেলে আঁখি হবে অন্ধ হে। ভূতালয় ভূতের সনে কর উলামেলা, গোপাল তোমার […] keyboard_arrow_right
  • সজনী দখিণ নয়ন কেনে নাচে
    সজনী দখিণ নয়ন কেনে নাচে। খাইতে শুইতে আমি সোয়ান্তি না পাই গো অমঙ্গল হব জানি পাছে।।ধ্রু।। শয়নে সপনে আমি ভয় কেন বাসি গো বিনি দুখে চিন্তা উপজায়। প্রিয় সহচরীকথা সহা নাহি যায় গো সুখ নাহি পাই আপন গায়।। নগর বাজারে কেনে কানাকানি শুনি গো ঘরে ঘরে শুনি উতরোল। কাহারে পুছিলে কেহ উতর না দেয় গো […] keyboard_arrow_right
  • সজনী না জানিয়ে এত পরমাদ
    সজনী না জানিয়ে এত পরমাদ। একে মোর অন্তর, পোড়য়ে নিরন্তর, তিল এক নাহি অবসাদ।। পহিল বয়েস একে আরে নব আরতি আর তাহে কাহ্নুক সোহাগ। এ রস আদর বাদ করল বিধি কুলবতি কেমন অভাগ।। গৃহে গুরু দুরজন, ও ভয়ে সভয় মন, তাহে অধিক শ্যাম নেহা। নহিয়ে সতন্তর, কাহ্নুর বিচ্ছেদ ডর, সে তাপে তাপিত দুন দেহা।। কি […] keyboard_arrow_right
  • সজনী পেখলুঁ অপরুপ বালা
    সজনী পেখলুঁ অপরুপ বালা। হিমকর মদন মিলিত মূখমণ্ডল তা পর জলধরমালা।।ধ্রু।। চঞ্চল নয়নে হেরি মুঝে সুন্দরি মুচকাওই ফিরি গেল। তৈখনে মরমে মদনজর উপজল জিবইতে সংশয় ভেল।। অহনিশি শয়নে সপনে আন না হেরিয়ে অনুখণ সোই ধেয়ান। তাকর পিরীতিকি রিতি নাহি সমুঝিয়ে আকুল অথির পরাণ।। মরমক বেদন তোহে পরকাশল তুহুঁ ধীর চতুক সুজান। সো পুন মধুর মুরতি […] keyboard_arrow_right
  • সজনী সই কানু সে প্রাণধন মোর
    সজনী সই, কানু সে প্রাণধন মোর। ধু যে বলে বলুক মোরে, যে করে করিব নিজ পতি। সকলি ছাড়িয়া মুই, কানুর শরণ লই ধিক মোর এই ঘরে বসতি।। তোমরা যথেক সখী ঘরে যাও কুল রাখি কানুর ভাবে হৈয়াছি বিভোর। শুনিতে বাঁশীর গান, দ্রবীভূত হএ পাষণ, রমণীর প্রাণ কথ দড় ।। চিত্ত উতরোল দেখি চৌদিকে পলকে আঁখি, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ