ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • করে রাখি ফুলের বিছানায়
    করে রাখি ফুলের বিছানায়। আইল না মোর প্রাণবন্ধু যামিনী গোয়াইয়া যায়। সারা নিশি আশায় গেল প্রাণবন্ধু না আসিল গো। সুখের নিশি দুঃখে গেল রাও কাড়িয়াছে কুকিলায়।। সারা রাতি জ্বালাই বাতি আসবে বন্ধু আশা অতি রে কে করিবে আদর প্রীতি কাঁদে যদি রাধিকায়।। কার লাগি সাজাইলাম শয্যা প্রেম ফুলে মধুর খাঞ্চারে। এ কি বন্ধু দিলায় জ্বালা […] keyboard_arrow_right
  • কলপ তরুর ছায় মদনমোহন রায়
    কলপ তরুর ছায় মদনমোহন রায় বামে ধনি উজোর বদন। বিজুরি জিনিয়া গা ঠমকি ফেলিছে পা গোপী নাচে কর‍্যাছে মগন।। নানা তানা নানা নানা গান করে গোপী সব মৃদঙ্গ বাজয়ে অনুপাম। রাধার বদন হেরি অতি রসে ফিরি ফিরি নাচত নবঘন শ্যাম।। আনন্দে নাহিক ওর সব সখিগণ ভোর কুন্দলতা আনন্দে হিল্লোল। দুহুঁ দুহাঁর মুখ হেরি নাচত ফিরি […] keyboard_arrow_right
  • কলয়তি নয়নং দিশি দিশি বলিতম্
    কলয়তি নয়নং দিশি দিশি বলিতম্। পঙ্কজমিব মৃদু-মারুত-চলিতম্।। কেলী-বিপিনং প্রবিশতি রাধা। প্রতিপদ-সমুদিত-মনসিজ-বাধা।।ধ্রু।। বিনিদধতী মৃদু-মন্থর-পাদম্।। রচয়িত কুঞ্জর-গতিমনুবাদম্।। জনয়তু রুদ্র-গজাধিপ-মুদিতম্। রামানন্দ-রায়-কবি-গদিতম্।। keyboard_arrow_right
  • কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা
    কলহ করিয়া ছলা আগে পহুঁ চলি গেলা ভেটিবারে নীলাচল-রায়। যতেক ভকতগণ হৈয়া সকরুণ মন পদ-চিহ্ন-অনুসারে ধায়।। নিতাই বিরহ-অনলে ভেল ধন্দ। সে আঠারনালা হৈতে কান্দিতে কান্দিতে পথে যায় নিতাই অবধৌত চন্দ।। সিংহ দুয়ারে গিয়া মরমে বেদনা পাইয়া দাঁড়াইল নিত্যানন্দ রায়। হরে কৃষ্ণ হরি বলে দেখিয়াছ সন্ন্যাসিরে নীলাচল বাসীরে সোধায়।। জাম্বুনদ-হেম জিনি গৌর বরণ-খানি অরুণ বসন শোভে […] keyboard_arrow_right
  • কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন
    কলি জীব দেখি দীন সর্ব্ব ধর্ম্ম ক্রিয়াহীন হরি নামে হইল বিমুখ। সংসার অসার রস হইয়া তাহার বশ না ঘুচিল ভবভয়দুখ।। যুগে যুগে অবতরি ধর্ম্ম সংস্থাপক হরি কলিযুগে গোরা অবতার। জীবিরে করিয়া দয়া হরি নাম লওয়াইয়া ভব ভয় দুঃখ কৈলা পার।। নাহি শুদ্ধি কালাকাল পাত্রাপাত্র সুবিচার সর্ব্ব বর্ণে সমান করুণা। পরশ পরশ মাত্র লৌহ আদি তাম্র […] keyboard_arrow_right
  • কষিল কনয়া কমল কিয়ে
    কষিল কনয়া কমল কিয়ে। থীর বিজুরি নিছনি দিয়ে।। কিয়ে সে শোণ চম্পক ফুল। রাই-বরণে না হয় তুল’।। তাহি কিরণ ঝলকে ছটা। বদনে শরদ-বিধুর ঘটা।। চাঁচর চিকুর সিঁথায়ে মণি। দশন কুন্দ-কলিকা জিনি।। অরুণ অধর বচন মধু। অমিয়া উগারে বিমল বিধু।। চিবুকে শোভয়ে কস্তুরী বিন্দু। কনক-কমলে ভ্রমর নিন্দু।। গলায় মুকুতা দোসুতি ঝুরি। সুরধুনী বেঢ়ি কনক-গিরি।। শঙ্খ ঝলমলি […] keyboard_arrow_right
  • কংসের পীরিতে দিন গেল ওলো সজনী
    কংসের পীরিতে দিন গেল ওলো সজনী নন্দের ভজনে দিন গেল। কল্‌মা পড় কল্‌মা দড় শুনিতে মধুর, কল্‌মার অন্তরের ধন আছে বহু দূর। নমাজ পড় রোজা রাখ জগতে মাশুর, নমাজ মেরাজ হনে আমি রৈনু দূর। না ভজিলাম পীর মুর্শিদ না চেন্‌লাম আমান, ছখরাত দুষমণ ঘাটে লুটিব ঈমান। অন্ধকার ধন্ধকার গোরের মাঝারে, মনকীর নকীর যাবে ছুয়ালের তরে। […] keyboard_arrow_right
  • কস্ত্বং শ্যামল-ধামা
    কস্ত্বং শ্যামল-ধামা। হরি-কিঙ্কর হাম উদ্ধব-নামা।। অদ্য হরি স্তব কুত্র। মধু-পুরে বসই বরজ-জন-মিত্র।। কুরুতে কিং মধু-নগরে। কংসক পক্ষ দলন করি বিহরে।। পুন পুন পূছই গোরী। চন্দ্রশেখর কহে প্রেম-ভিখারী।। keyboard_arrow_right
  • কহ কথি সাঙরি ঝাঙরি দেহা
    কহ কথি সাঙরি ঝাঙরি দেহা। কোন পুরুখ সয়ঁ নয়লি নেহা।। অধর সুরঙ্গ জনু নিরস পঁঙার। কোন লুটল তুআ অমিয়া ভাণ্ডার।। রঙ্গ পয়োধর অতি ভেল গোর। মাজি ধরল জনু কনয়-কটোর।। না জাইহ সোপিয়া তহি একগূণে।। ফেরি আএলি তুহুঁ পুরুবক পূনে।। কবি বিদ্যাপতি ইহ রস জানে। রাজা সিবসিংঘ লছিমা পরমানে।। keyboard_arrow_right
  • কহ কহ অবধৌত নিমাঞি কেমন আছে
    কহ কহ অবধৌত নিমাঞি কেমন আছে। ক্ষুধার সময় জননী বলিয়া তোরে কখন কি পুছে।। যে অঙ্গ কোমল নুনীর পুতল আতপে মিলায় যে। যতির নিয়মে নানা দেশে গ্রামে কেমনে ভ্রময়ে সে।। এক তিল যারে না দেখি মরিতাম বাড়ীর বাহির দূরে। সে কেমনে মোরে ছাড়িয়া আছয়ে কোথা নীলাচলপুরে।। মুঞি অভাগিনী আছি একাকিনী জীবনে মরণপারা।। কোথা বা যাইব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ