ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কাঁদিয়া সাজায় রাণী বন ফুল কতই আনি
    কাঁদিয়া সাজায় রাণী বন ফুল কতই আনি থরে থরে সাথে কত বাঁধে। টানিয়া বান্ধিল চূড়া নব গুঞ্জা তাহে বেড়া শিখিপুচ্ছ শোভে নানা ছাঁদে।। কিবা সে গ্রীবার শোভা মদনের মনোলোভা গোরোচনা তিলক সুভালে। হিয়ে হার মণি জ্বলে বনমালা দোলে গলে অমূল্য মুকুতা নাসা নালে।। অঙ্গদ বলয়া করে শোভিতেছে থরে থরে চন্দন চর্চ্চিত শ্যাম তনু। পরায়েছে পীত […] keyboard_arrow_right
  • কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি
    কানড় কুসুম জিনি কালিয়া বরণখানি তিলেক নয়নে যদি লাগে। ছাড়িয়া সকল কাজ জাতি কুল শীল লাজ মরিবে কালিয়া অনুরাগে।। সই আমার বচন যদি রাখ। ফিরিয়া নয়নকোণে না চাহিও তার পানে কালিয়া বরণ যার দেখ।। পিরীতি আরতি মনে যে করে কালিয়া সনে কখন তাহার নহে ভাল। কালিয়া রভস কালা মনেতে গাঁথিয়া মালা জাগিয়া জপিয়া প্রাণ গেল।। […] keyboard_arrow_right
  • কানন কুসমিত সাহর পঙ্কজ পরম সহাসে
    কানন কুসমিত সাহর পঙ্কজ পরম সহাসে। (জ)ত রন্দ অছএ দি তোহি বিনু বিকল পিআসে।। মালতি তোহি সম কে জগ আনে। জসু পরিমলসঁ পরবস মধুকর কতহু ন কর মধুপানে।। বাসর কুমুদ বিকাস ন দরসএ কেতকী কন্টক মারে। নব মধুমাসহি তইসন ন দেখিঅ জে অনুরজ্জএ পাবে।। সহজ জুবতিবর সব গুন নাগর, তহুঁ পুনু তাহেরি সউভাগে। নিঅ মনে […] keyboard_arrow_right
  • কাননে কাননে কুন্দ ফূল
    কাননে কাননে কুন্দ ফূল । পলটি পলটি তাহি ভমর ভূল।। পুনমতি তরুনি পিয়া সঙ্গ পাব। বরিসে বরিসে ঋতুরাজ আব।। রঅনি ছোটি হো দিবস বাঢ়। জনি কামদেব করবাল কাঁঢ়।। মলয়ানিল পিব জুবতি মান। বিরহিন-বেদন কেও ন জান।। ভন বিদ্যাপতি রিতু বসন্ত। কুমর অমর জ্ঞানো-দেই কন্ত।। keyboard_arrow_right
  • কানাই তুমি খেইড় খেলাও কেনে
    কানাই তুমি খেইড় খেলাও কেনে ? রঙ্গের রঙ্গিয়া কানাই, কানাই তুমি খেইড় খেলাও কেনে। এই কথাটা হাছন রাজার উঠে মনে মনে।। স্বর্গপুরী ছাড়িয়া কানাই আইলায় এ ভুবনে। হাছন রাজায় জিজ্ঞাস করে আইলায় কি কারণে।। কানাইয়ে যে কর রঙ্গ রাধিকা হইছে ঢঙ্গ। এড়িয়া যাইব জুংরার পতঙ্গ খেলা হইব ভঙ্গ।। হাছন রাজায় জিজ্ঞাস করে কানাই কোন জন। […] keyboard_arrow_right
  • কানাই বিরহে বুলে সকল গোপিনী
    কানাই বিরহে বুলে সকল গোপিনী। হেন বেলে কোকিলের কলরব শুনি।। কৃষ্ণের বিরহে গোপী বুলে অচেতন। ব্রজাঘাত শব্দ হেন শুনিল শ্রবণে।। জৈমিনি জৈমিনি গোপী করয়ে স্মরণ। দুহাতে চাপিয়া গোপী রহিল শ্রবণ।। কোকিলের নাদে তারা বজ্রাঘাত মানি। হেন বেলে হৈল তথা চাতকের ধ্বনি।। চৌদিকে চাতকপাখী ডাক পিউ পিউ। তা শুনিয়া গোপীগণ নাহি ধরে জীউ।। কৃষ্ণের বিরহে গোপী […] keyboard_arrow_right
  • কানাই একবার এই ব্রজের দশা
    কানাই, একবার এই ব্রজের দশা দেখে যা রে। তোর মা যশোদা কিরূপ হালে আছে রে।। শোকে তোর পিতা নন্দ কেঁদে কেঁদে হল অন্ধ, আরও গোপীগণ হয়ে ধন্দ রযেছে। বাল-বৃদ্ধ-যুবা আদি নিরানন্দ নিরবধি তারা না দেখে চরণ-নিধি তোর ওরে।। পশু পক্ষী উচাটন না শুনে তোর বাঁশীর গান লালন কয়, ছিদাম করে হেন বিনয় রে।। keyboard_arrow_right
  • কানাই কত ফরকাহ চুল
    কানাই কত ফরকাহ চুল। দানী হৈয়া পথে যে জন বৈসয়ে তার ধরমগণ্ডা মূল।। আছে ঘন তোমার চাঁচর কেশ টানিয়া বান্ধ্যাছ ভালে। তাহার উপরে শিখী-পাখীর পাখা জড়ান বকুল-মালে।। এ তোড়ল বলয়া ঘাঘর ইথে আছে বুঝি ভাড়া। নন্দরাজ ঘরে নবনী খাইয়া হৈয়াছ উমাদ ষাঁড়া।। বনের কাষ্ঠ ঘসিয়া মেখেছ কত না সুগন্ধ তাহে। কি দেখি তোমার যুবতি ভুলিবে […] keyboard_arrow_right
  • কানাই কারভাবে তোর এভাব দেখি রে
    কানাই, কারভাবে তোর এভাব দেখি রে। ব্রজের সে ভাব তো দেখিনে রে।। পরণে ছিল পীতধড়া, মাথায় ছিল মোহন চূড়া করে বাঁশী রে। আজ দেখি তোমার করোয়া কৌপীনসার ব্রজের সে ভাব কোথায় রাখলি রে।। দাস দাসী ত্যজিয়ে কানাই একা একা ফিরছো রে ভাই কাঙ্গাল বেশ ধরে। ভিখারী হলি কেন্তা সার করলি কিসের অভাবে রে।। ব্রজবাসী হ’য়ে […] keyboard_arrow_right
  • কানাই ফিরা রে ধেনু ফিরা রে
    কানাই ফিরা রে ধেনু ফিরা রে। এ কি ঠাকুরাল কে তোর রাখাল সভাই গোয়ালছাল্যা রে।। কত বারে বার ফিরাইব আর ধবলি শ্যামলি চোরা রে। খন্দ খাইলে মন্দ বলিলে ডাড়াঞা দেখিব মোরা রে।। ধেনু না ফিরাল্যে আখি আড় হল্যে পালে পালে হবে মেলা রে। গোধন হারাবে চাহিঞা বেড়াবে তখনি করাবে খেলা রে।। হের দেখ ভাই তোর […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ