ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • কাহারে করিব দুখ কে জানে অন্তর
    কাহারে করিব দুখ কে জানে অন্তর। যাহারে মরমী কহি সে বাসয়ে পর।। আপনা বলিতে বুঝি নাহিক সংসারে। এত দিনে বুঝিনু সে ভাবিয়া অন্তরে।। মনের মরম কহি জুড়াবার তরে। দ্বিগুণ আগুন সেই জ্বালি দেয় মোরে।। এত দিনে বুঝিলাম মনেতে ভাবিয়া। এ তিন ভুবনে নাহি আপন বলিয়া।। এ দেশে না রব একা যাব দূর দেশে। সেই সে […] keyboard_arrow_right
  • কাহারে কহিব কানুর পিরীতি
    কাহারে কহিব কানুর পিরীতি তুমি সে বেদনী সই। সে রস ধাধসে ধসধস হিয়া তেঞি সে তোমারে কই।। ও নব নাগর রসের সাগর আগর সকল গুণে। সে সব চরিতি আদর পিরীতি বুঝিয়া মরিব মেনে।। পিরীতির বোলে কত না ছলে সে কি না সে আকূতি সাধে। মান নাশিয়া মধুর ভাষিয়া হাসিয়া মরম বাঁধে।। সে মোর কোলেতে করিয়া […] keyboard_arrow_right
  • কাঁহারে মোর পিয়া
    কাঁহারে মোর পিয়া। দুখের সময় প্রাণ বাঁচালি গো কৃষ্ণ নাম কৈয়া।। আমি এই এখনি মৈর‍্যাছিলাম। কৃষ্ণ নাম শুনি পরাণ পাইলাম।। যে নামে প্রাণ দান দিলি। সে কৃষ্ণকে কোথায় রাখিলি।। তোরা ব্রজের গোপনারী। ব্রজে আস্‌ছে নাকি বংশীধারী।। বৈল নিঠুরের আগে। অভাগি দরশ মাগে।। যার লাগি যেজন মরে। সে বধ লাগে কাহারে।। সুমেরু সমান ছিল। তৃণ হৈতে […] keyboard_arrow_right
  • কাহুঁক দিন হাম মধুপুর গেল
    কাহুঁক দিন হাম মধুপুর গেল। পন্থহিঁ তাকর দরশন ভেল।। তুহুঁ ধনি মানিনি অন্তরে জানি। সাধল মাধব ধরি মঝু পাণি।। সুন্দরি কী ফল রোদন ভোর। শুনইতে অন্তর দর দর মোর।। দুর করু দারুণ বিরহক দাহ। অবহিঁ মিলব তোহে বিদগধ নাহ।। চিরদিন তাপ করব অব দূর। চলতহিঁ দীনবন্ধু মধুপুর।। keyboard_arrow_right
  • কি দিব কি দিব বন্ধু মনে করি আমি
    কি দিব কি দিব বন্ধু মনে করি আমি। যে ধন তোমারে দিব সেই ধন তুমি ।। তুমি ত আমার বন্ধূ সকলি তোমার। আমার ধন তোমায় দিব কি আছে আমার। এ সব দুঃখের কথা কাহারে কহিব। তোমার ধন তোমায় দিয়া দাসী হৈয়া রব।। নরোত্তম দাসে কহে শুন গুণমণি। তোমার অনেক আছে আমার কেবল তুমি।। keyboard_arrow_right
  • কি আচানক মধুর সুরে শ্যামের বাঁশী বাজিতে আছে
    কি আচানক মধুর সুরে শ্যামের বাঁশী বাজিতে আছে। ধু বাঁশীর সুরে হৃদ মাঝারে সদায় বারা-বান্‌তে আছে।। বাজাইয়া মোহন বাঁশী কইল আমার মন উদাসী। ক্ষণে বাজায় আশে পাশে,ক্ষণে বাজায় দেশ বিদেশে।। অন্তরে পিরিতের আগুণ সদায় যে জ্বলিতে আছে। শ্যাম-কালার পিরিতের কারণ যাব রে পাগলের বেশে। পাগল মস্তানের বেশে, ঘুইরা বেড়াই দেশ বিদেশে। আজ আমারই কর্মদোষে ধানে […] keyboard_arrow_right
  • কি আজু কুদিন ভেলিএ
    কি আজু কুদিন ভেলিএ। ছাড়িয়া গোকুল নন্দলাল মথুরা চলিয়া গেলিএ। ধু আজু মথুরা উঝল ভেলিএ গোকুল মলিন আজু রাত্রিএ । মর্তুজা গাজীএ কহএ সারএ নন্দসুত বাটোযার কানু নিশ্চএ। keyboard_arrow_right
  • কি আর বুঝাও কুলের ধরম
    কি আর বুঝাও কুলের ধরম মন স্বতন্তর নয়। কুলবতী হঞা রসের পরাণি কভু জানি কার হয়।। কানু সে জীবন জাতি প্রাণধন দুখানি আঁখির তারা। পরাণ অধিক পরাণ পুতলি নিমেষে বাসিয়ে হারা।। সরস মাপিত বচন তোমার যেন বাজিয়ার বাজি। মুখে সরবস হৃদয়ে আন কাজের গতিক বুঝি।। সকল ফুলে ভ্রমরা বুলে কি তার আপন পর। জ্ঞানদাসে কহে […] keyboard_arrow_right
  • কি আরে নব জৌবন অভিরামা
    কি আরে ! নব জৌবন অভিরামা। জত দেখল তত কহএ ন পারিঅ ছও অনুপম এক ঠামা।। হরিন ইন্দু অরবিন্দ করিনি হেম পিক বুঝল অনুমানী। নয়ন বয়ন পরিমল গতি তনু-রুচি অও অতি সুললিত বানী।। কুচৃ-জুগ পর চিকুর ফুজি পসরল তা অরুঝায়ল হারা। জনি সুমেরু উপর মিলি ঊগল চাঁদ বিহিন সব তারা।। লোল কপোল ললিত মনি-কুণ্ডল অধর […] keyboard_arrow_right
  • কি কঠিণ ভারতী না জানি
    কি কঠিন ভারতী না জানি। পরাইল কোন প্রাণে কপিনী।। হেন ছেলে ফকীর হয় যার শত শত ধন্য সে মার, কেমন রয়েছে সে ঘর ছেড়ে সোনার গৌরমণি।। পরের ছেলে দেখিয়ে এ হাল শোকানলে আমরা বেহাল, না জানি এ শোকের কি হাল জ্বলছে উহার মা জননী।। তারে যে দিয়েছে এ কপিনী ডোর, তারে বিধি দেখাইত মোর, ঘুচাইত […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ