কি করি গো এর উপায়, মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়। কি হেরিলাম কি হইল ডুব দিয়া প্রেমের দরিয়ায়।। জ্বালারি উপরে জ্বালা দেইন গো দেখি চিকন কালা। তেকেনে প্রেমের মালা গলেতে মোর পরাইলায়।। লোক সমাজে যেতে নারি ঘিরণা করে পুরুষ নারী। রাড়ীর হাতে খাড়ুর কাঠি তুমি নি গো পরাই বায়।। রমণীর রূপ ধরিয়া জলে গেলাম কলসী […]
keyboard_arrow_right