ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া
    আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন। গরল তখিব আপনি মরিব নতুবা লউক শমন।। সই,জ্বালহ আনল চিতা। সীমন্তিনী আনিয়া কেশ বাঁধিয়া সিন্দুর দেহ যে সীঁথা।। তনু তেয়াগিয়া সতী যে হইব সাধিব মনের যত। মরিলে সে পতি আসিবে সংহতি আমারে সেবিবে কত।। তখনি জানিবে বিরহ-বেদন পরের লাগয়ে যত। তাপিত হইলে তাপ সে জানয়ে তাপ হয় যে […] keyboard_arrow_right
  • আগে আছে আর আর কহি শুন
    আগে আছে আর আর কহি শুন তিনের কাছেতে তিন। তিন তিন ভরি তিন তিন ভাবি তিন তিন ভেল তিন।। তিন গুণ করে তিনের সমূহ তিন তিন করি আছি। তিন তিন তিন আনিঞা জতন সেই সে ভাবিয়াছি।। তিন তিন ভয় তিন তিন লয় তিন তিন জবে ভেলি। তিন তিন তিন তিন সে আখর তিন ভেল পর […] keyboard_arrow_right
  • আগে কহিয়াছি পুরাণ-কথন
    আগে কহিয়াছি পুরাণ-কথন জেমত হইল কালা। আর কহি সুন পুরাণ-কথন ঐছন বাসের ধারা।। আন অবতারে চারিবর্ণ রূপ হইল গোলকপতি। রক্ত বর্ণ দুহুঁ লইয়া আকার রাখল জগত-ক্ষাতি।। তথা তারপর হইলা সুন্দর এ পীতবরণ কায়া। সৃষ্টির পালন আন আন বহে করল অনেক মায়া।। তারপর পহুঁ গোলক-ঈশ্বর শুকল রূপ ধরি। সৃষ্টির পালক করল দমন অসুর দহিল হরি।। এবে […] keyboard_arrow_right
  • আগে খেলে গুণী দশ অবতার
    আগে খেলে গুণী দশ অবতার দেখহ নয়ানে চাই। খেলে নানা খেলা সেই পঞ্চবালা এক দিঠে দেখে তাই।। মৎস্য অবতার চারি ভুজধর শঙ্খ চক্র গদা পদ্ম । তারপর আর দেখায়ে গোচর কূর্ম্মরাজ অনুসঙ্গ।। তারপর আর হইল সত্বর বরাহ আকৃতি কায়া। আনন্দে মগন অন্তর হইল দেখিয়ে বাজির ছায়া।। নৃসিংহ-মূরতি হইল আকৃতি প্রবল প্রতাপ বড়ি। হিরণ্যকশিপু জানুতে ধরিয়ে […] keyboard_arrow_right
  • আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন
    আগে রম্ভা আরোপণ পূর্ণঘট স্থাপন আম্রপল্লব সারি সারি। দ্বিজ বেদধ্বনি পড়ে নারীগণ জয়কারে আর সবে বলে হরি হরি।। দধি ঘৃত মঙ্গল করি সবে উতরোল করিয়া আনন্দ পরকাশ। আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালাচন্দন কীর্ত্তন মঙ্গল অধিবাস।। সবার আনন্দমন বৈষ্ণবের আগমন কালি হবে চৈতন্যকীর্ত্তন। শ্রীকৃষ্ণচৈতন্য নাম শ্রীনিত্যানন্দ ধাম গুণ গায় দাস বৃন্দাবন।। keyboard_arrow_right
  • আগেতে রাখিল * * ম
    আগেতে রাখিল * * ম নামসুত্র ধরে বান্ধি। নাম রাখে মুনি হরস হইঞা করিঞা বহুত বিধি।। বলরাম নাম অ * * ম রাখিল আপন চিতে। সিরপানি পুন উঠিল রাস্যেতে কালিন্দিভেদন রিতে।। আর রাম *, * লা * দ্ধ, বলি, উঠিল একটি নাম। নিলাম্বর আর রৌহিনে * হ * তালাঙ্ক মুসলি রাম।। পুন বলরা(ম) * * […] keyboard_arrow_right
  • আগো বড়াই, কি দেখ কদম্বতলে
    “আগো বড়াই, কি দেখ কদম্বতলে ! দেখি অদভুত, নয়নে না ধরে।। কিরূপ করিল আলো। দেখাইয়া দিব চল।। মেঘে উপজল চাঁদ। না জানি কেমন ছাঁদ।।” হাসিয়া বড়াই কহে।। “ও মেঘ ও চাঁদ নহে।। চাঁদ আরপিব হে। দুই তনু একই দেহে।। কো কহু আনন্দ ওর। ওরা মনমথ ভেল জের।। আজু যুগল-কিশোর। কালিন্দী-কূলে উজোর।। দেখ রাধা বিনোদিনী রায়। […] keyboard_arrow_right
  • আগো সই কে জানে এমন রীত
    আগো সই,কে জানে এমন রীত। শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া কেবা যাবে পরতীত।। খাইতে পীরিতি শুইতে পীরিতি পীরিতি স্বপনে দেখি। পীরিতি লহরে আকুল হইয়া পরাণ পীরিতি সাখী।। পীরিতি আঁখর জপি নিরন্তর এক পণ তার মূল। শ্যাম বঁধুর সনে পীরিতি করিয়া নিছিদ দিলাম কুল।। চণ্ডীদাস কয় অসীম পীরিতি কহিতে কহিব কত। আদর করিয়া যতেক রাখিয়ে পীরিতি […] keyboard_arrow_right
  • আগো, রাধার কি হৈল অন্তরে ব্যথা
    আগো, রাধার কি হৈল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারো কথা।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়ান-তারা।। বিরক্তি আচরে রাঙ্গা বাস পরে মহা যোগিনীর পারা।। আউলাইয়া বেণী খুলয়ে গাঁথনি দেখয়ে আপন চুলি। হসিত বদনে চাহে মেঘপানে কি কহে দুহাত তুলি।। এক দিঠ করি ময়ূর-ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে । চণ্ডীদাসে কয় নব […] keyboard_arrow_right
  • আগ্রহ করি রস-বিগ্রহ সাধন
    আগ্রহ করি রস-বিগ্রহ সাধন চাহি অনুগ্রহ দান। শীঘ্রহু করি তাহে সংগ্রহ করলহুঁ কু-গ্রহ দারুণ মান।। সখি হে তে হম পাইয়ে দুখ। প্রিয়-জন পদ-যুগে পাণি পসারল পালটি না পেখলুঁ মুখ।।ধ্রু।। কানুক করুণা করণে নাহি করলহুঁ কোপ-ভরে কিছুই না জান। কোকিল-কলরব অব মোহে লাগয়ে কেবল কুলিশ-সমান।। যৈছে নাগর-মণি কানে কান্দায়লু তৈছে কান্দিয়ে হাম। স চতুর চন্দ্রশেখর করি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ