ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • আজু হাম পেখলুঁ কালিন্দীকূলে
    আজু হাম পেখলুঁ কালিন্দীকূলে। তুয়া বিনু মাধব বিলুঠই ধূলে।। কত শত রমণী মনহি নাহি আনে। কিয়ে বিখদাহ শময়ে জলদানে।। মদনভুজঙ্গমে দংশল কান। বিনহি অমিয়ারস কি করব আন।। কুলবতী ধরম কাচ সমতুল। মদন দালাল ভেল অনুকূল।। আনল বেচি নীলমণিহার। সো তুম পহিরি করহ অভিসার।। নীলনিচোলে ঝাঁপহ নিজ দেহ। জনু ঘনভিতরে দামিনীরেহ।। চৌদিকে চতুরি সখী চলু সঙ্গে। […] keyboard_arrow_right
  • আজুক শয়নে ননদিনী সনে
    আজুক শয়নে ননদিনী সনে শুতিয়া আছিনু সই। যে ছিল করমে বঁধুর ভরমে মরম তোমারে কই।। নিঁদের আলিসে বঁধুর ধাধসে তাহারে করিনু কোড়ে। ননদী উঠিয়ে বলিছে রুষিয়ে ‘বঁধুয়া পাইলি কারে।। এত টীটপনা জানে কোন জনা বুঝিনু তোহারি রীতি। কুলবতী হয়ে পর পতি লয়ে এমতি করহ নিতি।। যে শুনি শ্রবণে পরের বদনে নয়নে দেখিনু তাই। দাদা ঘরে […] keyboard_arrow_right
  • আজুকার নিশি নিকুঞ্জে আসি
    আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস। রসের সাগরে ডুবাইল মোরে বিহানে চলিল বাস।। শুন হে সুবল সখা। সে হেন সুন্দরী গুণের আগরি পুনঃ কি পাইব দেখা।। মদনে আগুলি গলে গলে মিলি চুম্বন করল যত। কেশ বেশ যদি বিথার হইল তাহা বা কহিব কত।। অশেষ বিশেষ বচন কহিয়া আবেশে লইয়া কোড়ে। অঙ্গের পরশে হিয়া জুড়াইল […] keyboard_arrow_right
  • আট রন্ধ্রে আট গুণের মহিমা
    আট রন্ধ্রে আট গুণের মহিমা পাঁচ রস করে গান। এ রাগ-রাগিণী প্রথম আঁখর কনিষ্ঠ আঙ্গুলি তান।। তানে মধু আছে অঙ্গুলির কাছে অতি সে সুস্বর বটে। রাই-করে ধরি রসিক মুরারি গানের মাধুরী উঠে।। “গাও গাও কিছু মধুর মধুর কালিয়া আঁখর শুনি।” প্রেমরসে রাধা আবেশ হইয়া কহেন একটি বাণী।। রাধা-শ্যাম বলি বাজয়ে মুরলি যমুনা উজান ধরে। খগ […] keyboard_arrow_right
  • আট রন্ধ্রে আট গুণের মহিমা
    আট রন্ধ্রে আট গুণের মহিমা পাঁচ রস করে গান। এ রাগ-রাগিণী প্রথম আঁখর কনিষ্ঠ অঙ্গুলি তান।। তাথে মধু আছে অঙ্গুলির কাছে অতি সে সুস্বরে বটে। রাই-করে ধরি রসিক মুরারি গানের মাধুরী উঠে।। গাও গাও কিছু মধুর মধুর কালিয়া আঁখর শুনি। প্রেমরসে রাধা আবেশ হইয়া কহেন একটি বাণী।। রাধ্যাশ্যাম বলি বাজয়ে মুরলী যমুনা উজান ধরে। খগ […] keyboard_arrow_right
  • আদরে নাগর ধনীমুখ হেরইতে
    আদরে নাগর ধনীমুখ হেরইতে অবনত মুখ করু রাই। পরশিতে পাণি তরসি ঘন উঠত চঞ্চল চহুঁ দিশ চাই।। সুন্দরী বিছুরল পূরবক কেল। চির দুখে প্রিয় হেরি দুখ সুখ ভূলল যৈছন নওল মেল।। ভুজযুগ পাশে আগোরল নাগর নিবিড় আলিঙ্গন দেল। হরি তনু পরশে হরষে ধনী ভূলল মনমথ উনমত ভেল।। হসি হসি উলসি বয়ন শশি চুম্বই চিবুকে স্বেদ […] keyboard_arrow_right
  • আন ছলা করি জলেরে যাই
    আন ছলা করি জলেরে যাই। সো নব কিশোরী বরজ রাই।। কনক গাগরী লইয়া কাঁখে। ঐছন চলল যমুনা-মুখে।। চলিতে না পারে সুখের সরে। যেন রসভরে খসিয়া পড়ে।। পুলক না মানে সকল তনু। উথলি উথলি চলত দুনু।। হেরল নাগর তরুয়া মূলে। দুহে দুহা ভেল কটাক্ষ হেলে।। বঙ্কিম নয়নে নয়নে মেল। রসপর কথা দুজনে ভেল।। সঙ্কেত করল কদম্ব-বনে। […] keyboard_arrow_right
  • আনন্দ ছাড়িয়া আনল জারল
    আনন্দ ছাড়িয়া আনল জারল আন কি পরাণে সয়ে। আনহ গরল হইয়া সরল আন কি পরাণে সয়ে।। আন আন ছলে আন কুতূহলে করিথু আনহি খেলা। আন জনা কত কহিথু বেকত আন দিথ অতি জ্বালা।। আনপানা সব থান কি দিয়াছে তোর। আন সত করি তোমার কারণে আন করি যাই ভোর।। আনল জ্বালিলে আনন্দের ঘরে আন কি জানিয়ে […] keyboard_arrow_right
  • আনন্দ ছাড়িয়া আনল জারল
    আনন্দ ছাড়িয়া আনল জারল আন কি পরাণে সয়ে। আনহ গরল হইয়া সরল আন কি পরাণে সয়ে।। আন আন ছলে আন কুতূহলে করিথু আনহি খেলা। আন জনা কত কহিথু বেকত আন দিথ অতি জ্বালা।। আন পাণা সব থান কি দিয়াছে তোর। আন সত করি তোমার কারণে থান করি যাহ ভোর।। আনল জ্বালিলে আনন্দের ঘরে আন কি […] keyboard_arrow_right
  • আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু
    আনন্দিত হয়ে সবে পোরে শিঙ্গা বেণু। পাতাল হইতে উঠে নব লক্ষ ধেনু।। চৌদিকে ধেনুর পাল হাম্বা হাম্বা করে। তা দেখিয়া আনন্দিত সবার অন্তরে।। ইন্দ্র আইল ঐরাবতে দেখয়ে নয়নে। হংসবাহনে ব্রহ্মা আনন্দিত মনে।। বৃষভবাহনে শিব বলে ভালি ভালি। মুখে বাদ্য করে নাচে দিয়া করতালি।। চণ্ডীদাসের মনে আন নাহি ভায়। দেখিয়া সবার রূপ নয়ন জুড়ায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ