ওনার সংকলিত এবং লিখিত বস্তু গুলি :
  • ও মুখ শরদসুধাকর সুন্দর
    ও মুখ শরদ- সুধাকর সুন্দর ইহ নলিনিদল গঞ্জে। ও তনু নবঘন সুন্দর রঞ্জিত ইহ থির দামিনি পুঞ্জে।। দেখ রাধামাধব জোরি। দুহুঁক পরশরসে দুহুঁ পুলকায়িত দুহুঁ দোহাঁ রহল আগোরি।।ধ্রু।। ও নব নাগর সব গুণে আগর ইহ সে কলাবতিসীম। ও অতি চতুর- শিরোমণি বিদগধ এ সব গুণহি গরীম।। মধুর বৃন্দাবনে শ্যামগোরিতনু দুহুঁ নব কিশোরি কিশোর। নরোত্তমদাস আশ […] keyboard_arrow_right
  • ও মোর জীবনসরবস ধন
    ও মোর জীবন- সরবস ধন সোণার নিমাই-চান্দ। আধ তিল খণ ও চান্দবদন না দেখি পরাণ কান্দ।। অরুণকিরণ হৈল পরসন্ন উঠহিই শয়ন সনে। বাহির হইয়া মুখ পাখালিয়া মিলহ সঙ্গিয়াগণে।। গদগদ কথা কহে শচী মাতা হাত বুলাইয়া গায়। শুনি গৌরহরি আলস সম্বরি উঠিয়া দেখয়ে মায়।। পাখালি বদন করিলা গমন সব সহচর সঙ্গে। জগন্নাথ দাস চিরদিন আশ দেখিবে […] keyboard_arrow_right
  • ও রূপ সুন্দর গৌর কিশোর
    ও রূপ সুন্দর গৌর কিশোর। হেরইতে নয়নে আরতি নাহি ওর।। কর পদ সুন্দর অধর সুরাগ। নব অনুরাগিণি নব অনুরাগ।। লোল বিলোচনে লোলত লোর। রসবতিহৃদয়ে বান্ধল প্রেমডোর।। পরতেম প্রেম কিরে মনমথ-রাজ। কাঞ্চনগিরি কিয়ে কুসুমসমাজ।। তছু প্রেমলম্পট শ্রীগৌরাঙ্গ রায়। শিব শুক অনন্ত ধেয়ানে নাহি পায়।। পুলকপটলবলয়িত সব অঙ্গ। প্রেমবতি আলিঙ্গনে লহরি তরঙ্গ।। তছু পদপঙ্কজ অলি সহকার। কহ […] keyboard_arrow_right
  • ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী
    ওগো মা তোমার গোপাল কিবা জানয়ে মোহিনী। আমরা সঙ্গের ভাই তমু ত না মন পাই তোমারে ভুলাবে কত খানি।। তৃণ খাইতে ধেনুগণ যদি যায় দূর বন কেহ ত না যায় ফিরাইতে। তোমার দুলাল কানু পূরয়ে মোহন বেণু ফিরে ধেনু মুরলীর গীতে।। আমরা ফিরাইতে ধেনু তাহা নাহি দেয় কানু সদা ফিরে সুবলের পাছে। সুবলে করিয়া কোলে […] keyboard_arrow_right
  • ওঝা বেজা আন গিয়া পাইয়াছে ভূতা
    “ওঝা বেজা আন গিয়া পাইয়াছে ভূতা। কাঁপি ঝাঁপি উঠে ঐ বৃকভানু সুতা।।” কালা কানুর বরণ চিকণ যবে পড়ে মনে। মূরছি পড়িয়া ধনী কাঁদে ভূম খানে।। রক্ষা অক্ষা মন্ত্র পড়ে ধরি ধনীর চুলে। কেহ বলে–“আনি দেহ কালার গলার ফুলে।। কালিয়া কোঙর থাকে কদম্বের ডালে। বালিকা দেখিয়া পাইয়াছে শিশুকালে।। চেতন পাইয়া তবে উঠিবেক বালা। ভূত প্রেত ঘুচিবেক […] keyboard_arrow_right
  • ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি
    ওপারে বঁধুর ঘর বৈসে গুণনিধি। পাখী হইয়া উড়ি যাউ পাখা না দেয় বিধি।। যমুনাতে দিব ঝাঁপ না জানি সাঁতার। কলসে কলসে ছিঁচো না ঘুচে পাথার।। মথুরার নাম শুনি প্রাণ কেমন করে। সাধ করে বড়াইগো কানু দেখিবারে।। আর কি গোকুলচাঁদ না করিব কোলে। হাতের পরশমণি হারাইনু হেলে।। আগুনিতে দেউ ঝাঁপ আগুনি নিভায়। পাষাণেতে দেউ কোল পাষাণ […] keyboard_arrow_right
  • ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি
    ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি। জীবের করুণা করি দেশে দেশে ফিরি ফিরি প্রেমধন যাচে নিরবধি।। অদ্বৈতের সঙ্গে রঙ্গ ধরণে না যায় অঙ্গ গোরাপ্রেমে গড়া তনুখানি। ঢুলিয়া ঢুলিয়া চলে বাহু তুলি হরি বলে দু নয়নে বহে কত পানি।। কপালে তিলক শোভে কুটিল কুন্তল লোভে গুঞ্জার আটনি চূড়া তায়। কেশরী জিনিয়া কটি তাহে শোভে নীল ধটী […] keyboard_arrow_right
  • ওহে ও কুবুজার বন্ধু
    “ওহে ও কুবুজার বন্ধু। পাসরেছ রাইমুখ-ইন্দু।। ওহে ও পাগধারী। পাসরেছ নবীন কিশোরী।। রাই পাঠাইল মোর। দাসখত দেখাবার তরে।। যাতে মোরা আছি সাখী। পদতলে নাম দিলে লেখি।। তুমি ব্রজে যবে যবে। করতালি বাজাইব সবে।।” দ্বিজ চণ্ডীদাস ভণে। গালি দিব যত আছে মনে।। keyboard_arrow_right
  • ওহে বড়ই বিষম বিরহ-নারা
    “ওহে বড়ই বিষম বিরহ-নারা। কিছু নাহি খায় শিযেতে লুকায় পাঁজর হৈয়াছে সারা।। শুনি কি না শুনি কহে সরু বাণী যেন অরুন্ধতী তারা। কনক রতন যেন মলিয়ান চকিত লোচন-তারা।। শ্রবণ নয়ন ঝরে অনুক্ষণ যেনক শায়ন-ধারা। নেতের বসনে মুছিব কেমনে এত বল আছে কারা।। এখন তখন তাহার জীবন না চলে কণ্ঠের নালা।” চণ্ডীদাসে কহে– “তুরিতে চলহে, বিলম্ব […] keyboard_arrow_right
  • ওহে আমরা এসেছি না জানিয়ে
    ওহে আমরা এসেছি না জানিয়ে। কথায় বুঝিলাম মোরা তরণী করিয়া ভারা আইলা নবীন নেয়া হোয়ে।। কড়ি দিয়া পার হব ভাঙ্গা নায়ে না চড়িব নৌতুন আনগা গড়াইয়া। তরণী নৌতুন নয় নানা ছলে কথা কয় হাসি হাসি মুখানি ঝাঁপিয়া।। কালিন্দীর কাল জল মুখ পদ্ম শত দল মেঘের আড়েতে যেন শশী। হাসিতে বিজুরী খেলে বচন কহিবার কালে অমিয়া […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ