• জয় জয় নিত্যানন্দ রায়
    জয় জয় নিত্যানন্দ রায়। অপরাধ পাপ মোর তাহার নাহিক ওর উদ্ধারহ নিজ করুণায়।।ধ্রু।। আমার অসত মতি তোমার নামে নাহি রতি কহিতে না বাসি মুখি লাজ। জনমে জনমে কত করিয়াছি আত্ম-ঘাত অতয়ে সে মোর এই কাজ।। তুমি ত করুণাসিন্ধু পাতকী জনার বন্ধু এবার করহ যদি ত্যাগ। পতিত-পাবন নাম নির্ম্মল সে অনুপাম তাহাতে লাগয়ে বড় দাগ।। পুরুবে […] keyboard_arrow_right
  • জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র
    জয় জয় মহাপ্রভু জয় গৌরচন্দ্র। জয় বিশ্বম্ভর জয় করুণার সিন্ধু।। জয় শচীসূত জয় পণ্ডিত নিমাঞি। জয় মিশ্র পুরন্দর জয় শচী আই।। জয় জয় নবদ্বীপ জয় সুরধুনী। জয় লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া প্রভুর গৃহিণী।। জয় জয় নবদ্বীপবাসী ভক্তগণ। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত-চরণ।। নিত্যানন্দপদদ্বন্দ্ব সদা করি আশ। নামসংকীর্ত্তন গাইল কৃষ্ণদাস।। keyboard_arrow_right
  • জয় রাধা গিরিবর ধারি
    জয় রাধা গিরিবর ধারি। নন্দনন্দন বৃষভানু দুলারি।। মোরমুকুট মুখ মুরলী জোরি। বেণি বিরাজে মুখে হাসি থোরি।। উনকি শোহে গলে বনমালা। ইনকি মোতিমমাল উজালা।। পীতাম্বর জগজনমন মোহে। নীল উঢ়নি বনি উনকি শোহে।। অরুণ চরণে মণিমঞ্জির বাওয়ে। শ্রীকৃষ্ণদাস তহিঁ মন ভাওয়ে।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারী ব্রজজীবন নন্দলাল।।ধ্রু।। সুরঙ্গ পাগ শিরে টেড়ি শোভে বাঁকে নয়ন বিশাল। তা পরে ময়ূর চন্দ্রিকা বিরাজে রতনকি পেচ রসাল।। ঘুঙ্গুর ওয়ালি অলকে ঝলকে উরে মোতিয়নকি মাল। মুরলি বাজাওয়ে রীঝ রিঝাওয়ে শুনি ধনি রহত সাম্ভাল।। নাসায় মুকুতা বেশর ঝলকে মদগজমধুরিম চাল। কৃষ্ণদাস প্রভু এই কৃপা কিজে ভেট মোহে মদন গোপাল।। keyboard_arrow_right
  • জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ
    জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ শ্রীরাধে জয় রাধে। নন্দনন্দন বৃষ- ভানুদুলারি সকল গুণ অগাধে।।ধ্রু।। নবঘনসুন্দর নয়ন কিশোরি নিজগুণ হীতম সাধে। চাঁচর কেশে মউর শিখণ্ডক কুঞ্চিত কেশিনি জাদে।। পীতাম্বরধর উড়ে নীল শাড়ি ঘন সৌদামিনি রাজে। কানু গলে বন- মালা বিরাজিত রাই গলে মোতি সাজে।। অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে যুগল কিশোর […] keyboard_arrow_right
  • ঠাকুর পণ্ডিতের বাড়ী গোরা নাচে ফিরি ফিরি
    ঠাকুর পণ্ডিতের বাড়ী গোরা নাচে ফিরি ফিরি নিত্যানন্দ বলে হরি হরি। কান্দি গৌরীদাস বলে পড়ি প্রভুর পদ-তলে কভু না ছাড়িবে মোর বাড়ী।। আমার বচন রাখ অম্বিকা নগরে থাক এই নিবেদন তুয়া পায়। যদি ছাড়ি যাবে তুমি নিশ্চয় মরিব আমি রহিব সে নিরখিয়া কায়।। তোমারা যে দুটি ভাই থাক মোর এই ঠাঞি তবে সভার হয় পরিত্রাণ। […] keyboard_arrow_right
  • দেখ দুই ভাই গৌর নিতাই
    দেখ দুই ভাই গৌর নিতাই বসিলা বেদীর পরে। গগন তেজিয়া আসিল নামিয়া যেন শশিদিবাকরে।। হেরি হরষিত ঠাকুর পণ্ডিত নিজগুণ লৈয়া সাথে। জল সুবাসিত ঘট ভরি কত ঢালয়ে দোঁহার মাথে।। শঙ্খ ঘন্টা কাঁসী বেণু বীণা বাঁশী খোল করতাল বায়। জয় জয় বোল হরি হরি রোল চৌদিগে ভকত গায়।। সিনান করায়্যা বসন পরায়্যা বসাইল সিংহাসনে। ধূপ দীপ […] keyboard_arrow_right
  • নবদ্বীপে শুনি সিংহনাদ
    নবদ্বীপে শুনি সিংহনাদ। সাজল বৈষ্ণবগণ করি হরি সংকীর্ত্তন মূঢ়মতি গণিল প্রমাদ।।ধ্রু।। গৌরচন্দ্র মহারথী নিত্যানন্দ সেনাপতি অদ্বৈত যুদ্ধের আগুয়ান। প্রেমডোর ফাঁস করি বান্ধিল অনেক ঐরি নিরন্তর গর্জ্জে হরিনাম।। শ্রীচৈতন্য করে রণ কলিগজে আরোহণ পাষণ্ডদলন বীরবানা। কলিজীব তরাইতে আইল প্রভু অবনীতে চৌদিগে চাপিয়া দিল থানা।। উত্তম অধম জন সবে পাইল প্রেম-ধন নিতাই চৈতন্য কৃপা লেশে। সমুখে শমন […] keyboard_arrow_right
  • নাচে গোরা প্রেমে ভোরা
    নাচে গোরা প্রেমে ভোরা ক্ষণে বলে হরি হরি। ক্ষণে বৃন্দাবন করয়ে স্মরণ ক্ষণে ক্ষণে প্রাণেশ্বরী।। যাবকবরণ কটির বসন শোভা করে গোরা গায়। কখন কখন যমুনা বলিয়া সুরধুনীতীরে ধায়।। তাথই তাথই মৃদঙ্গ বাজই ঝনঝন করতাল। নয়নঅম্বুজে বহে সুরনদী গলে দোলে বনমাল।। আনন্দ-কন্দ গৌরচন্দ্র অকিঞ্চনে বড় দয়া। (দীন) কৃষ্ণদাস করত আশ ও পদপঙ্কজছায়া।। keyboard_arrow_right
  • নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার
    নিতাই চৈতন্য দোহেঁ বড় অবতার। এমন দয়াল দাতা না হইবে আর। ম্লেচ্ছ চণ্ডাল নিন্দুক পাষণ্ডাদি যত। করুণায় উদ্ধার করিলা কত কত।। হেন অবতারে মোর কিছুই না হৈল। হায়রে দারুণ প্রাণ কি সুখে রহিল।। যত যত অবতার হইল ভুবনে। হেন অবতার ভাই না হয় কখনে।। হেন প্রভুর পদদ্বন্দ্ব না করি ভজন। হাতে তুলি মুখে বিষ করিলুঁ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ