• ২১ দামোদর পণ্ডিত – প্রথম সম্প্রদায়
    ইনি মহাপ্রভুকে বাক্যদণ্ড দিয়াছিলেন ৷ মহাপ্রভুর নির্দেশে শ্রীধাম নবদ্বীপে আসিয়া জননী শ্রীশচীদেবীর নিকট বাস করেন ৷ keyboard_arrow_right
  • ২১ স্বরূপ দামোদর – প্রথম সম্প্রদায়
    শ্রীপুরুষোত্তম আচার্য্যে পিতার নাম পদ্মগর্ভাচার্য ৷ শ্রীহট্টের অন্তর্গত ভিটাদিয়া গ্রামে পিতৃনিবাস ৷ নবদ্বীপের শ্রীজয়রাম চক্রবর্তী আপন কন্যার সঙ্গে বিবাহ দিয়া পদ্মগর্ভকে নবদ্বীপে লইয়া আসেন ৷ পুরুষোত্তম নবদ্বীপেই জন্মগ্রহণ করেন ৷ পুরুষোত্তমের জন্মের পর পত্নী-পুত্রকে নবদ্বীপে রাখিয়া পদ্মগর্ভ অধ্যয়নের জন্য প্রথমে মিথিলা, পরে কাশীধামে উপস্থিত হন ৷ শ্রীল মাধবেন্দ্রের গুরুদেব শ্রীপাদ লক্ষ্মীপতি পুরীর সঙ্গে সাক্ষাৎ হইলে […] keyboard_arrow_right
  • ২২ নারায়ণ – প্রথম সম্প্রদায়
    শ্রীঅদ্বৈত শাখায় নারায়ণ দাস ৷ ইনি শ্রীপাদ রূপগোস্বামীর সঙ্গে শ্রীবৃন্দাবনে শ্রীমাধবেন্দ্র পুরীর আবিষ্কৃত গোপাল দর্শন করিয়াছিলেন ৷ শ্রীনিত্যানন্দ শাখায়— নারায়ণ কৃষ্ণদাস আর মনোহর ৷ দেবানন্দ চারি ভাই নিতাই কিঙ্কর ৷৷ বৈষ্ণব -বন্দনায় — দামোদর পণ্ডিতের ভ্রাতা— বন্দো মহা নিরীহ পণ্ডিত দামোদর ৷ পীতাম্বর বন্দো তার জ্যেষ্ঠ সহোদর ৷৷ বন্দো শ্রীজগন্নাথ শঙ্কর নারায়ণ ৷ বড় উদাসীন […] keyboard_arrow_right
  • ২৩ গোবিন্দ দত্ত – প্রথম সম্প্রদায়
    চব্বিশ পরগণার অন্তর্গত খড়দহ ও পাণিহাটির মাঝখানে সুখচর গ্রাম ৷ এই গ্রামে ইনি শ্রীনিতাই ও শ্রীগৌর-মূর্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন ৷ মহাপ্রভুর কীর্তনীয়া ৷ “প্রভুর কীর্তনীয়া আদি শ্রীগোবিন্দ দত্ত ৷” keyboard_arrow_right
  • ২৪ রাঘব পণ্ডিত – প্রথম সম্প্রদায়
    পাণিহাটিতে ব্রাহ্মণ-কুলে আবির্ভূত ৷ মহাপ্রভুর শাখা ৷ মহাপ্রভু ইঁহার শ্রীবিগ্রহের সেবাপারিপাট্যের ভূয়সী প্রশংসা করিতেন ৷ ইঁহারই ভগিনী দময়ন্তী দেবী মহাপ্রভুর জন্য সংবৎসরের উপযোগী ভক্ষদ্রব্য প্রস্তুত করিয়া রাখিতেন ৷ রথযাত্রার সময়ে রাঘব তাহা পুরীধামে লইয়া যাইতেন ৷ ভক্ষ্যদ্রব্যগুলি যাহাতে অবিকৃত থাকে, দময়ন্তী দেবী সে বিষয়েও লক্ষ্য রাখিতেন ৷ ইহাই ‘রাঘবের ঝালি’ নামে প্রসিদ্ধি লাভ করিয়াছে ৷ […] keyboard_arrow_right
  • ২৫ গঙ্গাদাস পণ্ডিত – দ্বিতীয় সম্প্রদায়
    রাঢ়দেশের চতুর্ভুজ পণ্ডিতের পুত্র ৷ নিত্যানন্দ প্রিয় পণ্ডিত গঙ্গাদাস ৷ পূর্বে যার ঘরে নিত্যানন্দের বিলাস ৷৷ (জয়ানন্দের চৈতন্যমঙ্গল) বিষ্ণুদাস, নন্দন, গঙ্গাদাস তিন ভাই ৷ পূর্বে যার ঘরে ছিলা নিত্যানন্দ গোসাঞী ৷৷ ইনিই পুরীধামে কীর্তনমণ্ডলীতে যোগ দিয়াছিলেন ৷ ইনি প্রভুর অধ্যাপক ৷ প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত গঙ্গাদাস ৷ যাহার স্মরণে হয় ভববন্ধনাশ ৷৷ keyboard_arrow_right
  • ২৬ ছোট হরিদাস – দ্বিতীয় সম্প্রদায়
    হালিশহরের শতানন্দ খান একজন বিষয়ী ব্যক্তি ছিলেন ৷ ইনি জাতিতে ব্রাহ্মণ; উপাধি দেখিয়া মনে হয় গৌড়-দরবারে ইঁহার প্রতিপত্তি ছিল ৷ ‘খান’ ইঁহার সুলতান-দত্ত উপাধি ৷ ইঁহারই জ্যেষ্ঠ পুত্র শ্রীল ভগবান্‌ আচার্য, পণ্ডিত এবং ভক্ত ৷ শ্রীমন্‌ মহাপ্রভুর সন্ন্যাস-গ্রহণের পর মহাপ্রভুর সান্নিধ্যলাভের আশায় ইনি পুরীধামে আসিয়া বাস করেন ৷ মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীল স্বরূপ দামোদরের সঙ্গে […] keyboard_arrow_right
  • ২৭ শ্রীমান্‌ পণ্ডিত – দ্বিতীয় সম্প্রদায়
    শ্রীবাস অঙ্গনের কীর্তনেও ইনি উপস্থিত থাকিতেন ৷ শ্রীমান্‌ পণ্ডিত শাখা প্রভুর নিজ ভৃত্য ৷ দেউটি ধরেন যবে প্রভু করেন নৃত্য ৷৷ ইনি পুরীধামে কীর্তনমণ্ডলীতে যোগদান করিয়াছিলেন ৷ keyboard_arrow_right
  • ২৮ শুভানন্দ – দ্বিতীয় সম্প্রদায়
    মহাপ্রভুর শাখা ৷ শ্রীনাথ মিশ্র, শুভানন্দ, শ্রীরাম, ঈশান, রথাগ্রে নাচিতে নাচিতে — মহাপ্রভুর— কভু নেত্রে নাসায় জল মুখে পড়ে ফেন ৷ অমৃতের ধারা চন্দ্রবিম্বে বহে যেন ৷৷ সেই ফেন লইয়া শুভানন্দ কৈল পান ৷ কৃষ্ণপ্রেম রসিক তেঁহো মহাভাগ্যবান ৷৷ ইঁহাকে খেতরীর মহোৎসবেও উপস্থিত দেখিতে পাই ৷ keyboard_arrow_right
  • ২৯ শ্রীরাম পণ্ডিত – দ্বিতীয় সম্প্রদায়
    শ্রীবাস পণ্ডিতের ভ্রাতা ৷ মহাপ্রভুর শাখা, লীলসঙ্গী ৷ শ্রীবাস অঙ্গনে সর্বদা উপস্থিত থাকিতেন এবং চন্দ্রশেখর আচার্যের গৃহে মহাপ্রভুর দেবীভাবে নৃত্যের সময়ও উপস্থিত ছিলেন ৷ শ্রীপাদ নিত্যানন্দ নর্তক৷ keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ