শাওন ঘন নিশীথ আঁধারে একাকিনী নারী চলেছে কুঞ্জাভিসারে। বিদ্যুৎ চমকায় ঘন ঘন। চোখে কাজল, পরনে নীল শাড়ি। নিঙাড়ি নিঙাড়ি চলে সে কিশোরী। অস্ফুট মনের কোনে উচ্চারিত হয়- ‘ রজনী শাঙন ঘন, ঘন দেওয়া গরজন’। আজকের আধুনিক মনে সেই সুদূর মধ্যযুগের কোন এক তড়িৎ চমকিত, শাওন নিবিড় রাতের উন্মুখ হৃদয়ের মেয়েটি চির নবীন। কালের স্পর্শ বাঁচিয়ে তাকে চির নতুন করে রেখেছেন...বিশদ...