• শচীর মন্দিরে আসি অকলঙ্ক পূর্ণশশী
    শচীর মন্দিরে আসি অকলঙ্ক পূর্ণশশী উদয় করিল মহিমাঝে। গ্রহণ করিঞা ছলা সকলঙ্ক ষোলকলা চান্দ লুকাইল বড় লাজে।। আনন্দে নদীয়া ভেল ভোর। পুণ্যের সময় পাঞা নানা ধন বিলাইঞা সভাই বলএ হরিবোল।। নদিয়া নাগরী যত আনন্দে আন্ধল চিত শচীর মন্দিরে উপনীত। গোরাচান্দ-মুখ দেখি প্রেমে ছল ছল আঁখি উপজিল নিগূঢ় পিরীত।। দুটি বাহু পসারিঞা নিজ নিজ কোলে লঞা […] keyboard_arrow_right
  • শচীসুত গৌরহরি হৃদি কন্দে বিহরি
    শচীসুত গৌরহরি হৃদি কন্দে বিহরি সদা স্ফূর্তি করহ আমারে। ** ** ** পর্বত কন্দর মাঝে রবি মৃগে মত্ত গজে নিজালয় করি তার গণে। ঐছে আমার হৃদয় কামক্রোধ বিলসয় গৌরসিংহ করয়ে তাড়নে।। অনর্পিত পীত ভাল চরিং চিরাৎ চিরকাল পূর্বে ব্যাপক অবতার। ইহ কলি যুগ সার করুণার অবতার নিস্তারিল জগৎ সংসারে।। স্বভক্তি শ্রীঅঙ্গ যেই রাধিকার কান্তি সেই […] keyboard_arrow_right
  • শতেক বরষ পরে বঁধূয়া মিলল ঘরে
    শতেক বরষ পরে বঁধূয়া মিলল ঘরে রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি রাখিতে না সহে অবকাশ।। মিলল দুহুঁ তনু কিবা অপরূপ। চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি -ফাঁদ কমলিনী পাওল মধুপ।। রসভরে মিলনে আজি নিভায়ল আনল পাওল বিরহক ওর।। রতন-পালঙ্কে-পর বৈঠল দুহুঁ জন দুহুঁ মুখ হেরই দুহুঁ আনন্দে। হরষ-সলিল-ভরে হেরইনা পারই অনিমেষে রহল […] keyboard_arrow_right
  • শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে
    শতেক বরষ পরে বঁধুয়া মিলল ঘরে রাধিকার অন্তরে উল্লাস। হারানিধি পাইনু বলি লইয়া হৃদয়ে তুলি রাখিতে না সহে অবকাশ।। মিলল দুঁহু তনু কিবা অপরূপ। চকোর পাইল চাঁদ পাতিয়া পীরিতি-ফাদ কমলিনী পাওল মধুপ।। রসভরে দুঁহু তনু থর থর কাপই ঝাপই দুঁহু দোঁহা আবেশে ভোর। দুঁহুক মিলনে আজি নিভায়ল আনল পাওল বিরহক ওর।। রতন-পালঙ্ক-পর বৈঠল দুঁহু জন […] keyboard_arrow_right
  • শমন ঔর রমণ
    শমন ঔর রমণ মোহে ভুলল রে প্রিয় সখি করি কি উপায় বুদ্ধি বল না। ইহ দিবস যামিনী কৈছে বিরাময়ব এতহু দুখে হত এ জীউ গেল না।। এ দুখ হেরি করুণা করি বিদরে যদি বসুমতী তবহু হাম পৈঠী তছু মাঝে। শ্যাম গুণধাম পরবাসে হাম পামরী এ মুখ দরশায়ব কোন্ লাজে।। পিয়াক গূঢ় পরবে হাম কবহুঁ ধরণীতলে […] keyboard_arrow_right
  • শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর
    শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনীশেষে। মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস ঘুচাব এ সব বেশে।। ঐছন ভাবিয়া য়মন্দির তেজিয়া আইলা সুরধুনীতীরে। দুই কর যুড়ি নমস্কার করি পরশ করিলা নীরে।। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি কাঞ্চননগরপথে। করিলা গমন শুনি সব জন বজর পড়িল মাথে।। পাষাণ সমান হৃদয় কঠিন সেহো শুনি গলি যায়। পশু পাখী ঝুরে গলয়ে পাথরে […] keyboard_arrow_right
  • শয়নমন্দিরে হাম শুতিয়া আছিলুঁ
    শয়নমন্দিরে হাম শুতিয়া আছিলুঁ। নিশির স্বপনে আজি গৌরঙ্গ দেখিলুঁ।। সেই হৈতে প্রাণ পোড়ে শুন গো সজনি। গোরারূপ মনে পড়ে দিবস রজনী।। গোরা গোরা করি সখি কি হৈল অন্তরে। বসন ভিজিল মোর নয়নের লোরে।। আলসে অবশ গা ধরণে না যায়। গোরাভাব মনে করি বাসু ঘোষ গায়।। keyboard_arrow_right
  • শয়নে গৌর স্বপনে গৌর
    শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা।। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা।। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। মনের সাধেতে সে চাঁদের রূপ নয়নে নয়নে থোব।। সই লো কহ না গৌর কথা। গোরার সে নাম, অমিয়ার ধাম, মূরতি পিরীতি দাতা।। গৌর শবদ গৌর সম্পদ সদা যায় হিয়ে জাগে। নরহরি দাস তাহার চরণে […] keyboard_arrow_right
  • শরতচান্দ জিনি গোরা-মুখ চান্দ
    শরতচান্দ জিনি গোরা-মুখ চান্দ। শারদনিশাকর হেরি হেরি কান্দ।। সময় শরদ সুখ সোঙরি সোঙরি। কান্দয়ে গৌরাঙ্গ পহুঁ ফুকরি ফুকরি।। বিদরিয়া যায় হিয়া সে মুখ দেখিতে। মূঢ় যেহো নারে সেহো ধৈরজ ধরিতে।। কান্দিয়া আকুল যত প্রিয় অনুচর। কৃষ্ণদাস কহে মুঞি বড়ই পামর।। keyboard_arrow_right
  • শরদ সুখদ নিশি রাস পরিচ্ছেদ
    শরদ সুখদ নিশি রাস পরিচ্ছেদ। মধুর মধুর তাহে গায় নটষাদ।। বলয়া নূপুরধ্বনি বাজয়ে অধিক। শশধর উজ্জ্বল প্রকাশ দশ দিগ।। নাচে সব ব্রজবধূ অতি উল্লসিত। মিলিয়া শ্রীবৃন্দাবনে গোপাল সহিত প্রতি যূথে মণ্ডিত কুণ্ডল উৎপল। উচ্চ পয়োধর ভার গলিত অঞ্চল।। নিপতিত কবরি জড়িত ফুলদাম। গোবিন্দদাস কহে অতি অনুপাম।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ