শুনিয়া দেখিলুঁ দেখিয়া ভুলিলুঁ ভুলিয়াঁ পিরীতি কৈলুঁ। পিরীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মৈলুঁ।। সই পিরীতি দোসর ধাতা। বিধির বিধান সব করে আন না শুনে ধরমকথা।।ধ্রু।। পিরীতি মিরিতি তুলে তৌলাইলুঁ পিরীতি গুরুয়া ভার। পিরীতি বেয়াধি যার উপজয়ে সে বুঝে না বুঝে আর।। সভাই কহয়ে পিরীতি কাহিনী কে বলে পিরীতি ভাল। কানুর পিরীতি ভাবিতে ভাবিতে […]
keyboard_arrow_right