• শুনিয়া কানুর কটু কাতর কামিনী
    শুনিয়া কানুর কটু কাতর কামিনী। নিঃশ্বসিয়া হেটঁমুখে লিখয়ে ধরণী।। ছল ছল নয়নে কহয়ে ধিরি ধিরি। পরাণ হরিল আগে ওরূপ মাধুরী।। পুন মুরলীর নাদে আনিল টানিয়া। এখন ধরম পথ কহ বুঝাইয়া।। পতিকুল সতী অতি জীবন যৌবনে। ব্রজবধূ সঁপিয়াছে ও রাঙ্গা চরণে।। নারীবধ পাতকে তোমার নাহি ভয়। পূতনা বালক কালে বধ মহাশয়।। গোপিনী বধিলে তব পূরিবেক সাধে। […] keyboard_arrow_right
  • শুনিয়া বিশাখা কহে বাণী
    শুনিয়া বিশাখা কহে বাণী। কি দেখি কি কহ ঠাকুরাণি।। সখি মোর কুলবরতিনী। নিজ পতি বিনে নাহি জানি।। কালি কুহূ বরতি সকলে। তাহে দিল হলদীর জলে।। তেঞি পীত হইল বসন। তুহুঁ তাহে কাহে আনমন।। বরজলম্পট শঠ কীরে। বিম্ব ভানে দংশিল অধরে।। পুন সে দাড়িমভান করি। পদনখে হৃদয়ে বিদা র।। তুহুঁ সব অন্তরযামিনী। জানি কাহে কহ হেন […] keyboard_arrow_right
  • শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা
    শুনিয়া বিশাখার বাক্য মুখরা লজ্জিতা। নিজালয়ে গেল গৃহকর্ম্মআকুলিতা।। সুবদনী আসি কৈল মুখপ্রক্ষালন। দন্তধাবন আদি কৈল সমাপন।। নিজগৃহে সখী সঙ্গে হাস্য পরিহাসে। কত কত উপজিল রস পরকাশ।। এ যদুনন্দন কহে সখী সঙ্গে রাই। রজনি রভস কথা কহয়ে তথাই। keyboard_arrow_right
  • শুনিয়া মালার কথা রসিক সুজন
    শুনিয়া মালার কথা রসিক সুজন । গ্রহবিপ্র বেশে যান ভানুর ভুবন ।। পাঁজী লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে । উপনীত রাই পাশে ভানুরাজপুরে।। বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে । শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।। বিপ্র কহে ঘর মোর হস্তিনানগর। বিদেশে বেড়ায়ে খাই শুনহ উত্তর ।। প্রশ্ন দেখাবার তরে যে ডাকে কআমারে। তাহার বাড়ীতে […] keyboard_arrow_right
  • শুনিয়া মালার কথা রসিক সুজন
    শুনিয়া মালার কথা রসিক সুজন। গ্রহ-বিপ্রবেশে যান ভানুর ভবন।। পাঁজি লয়ে কক্ষে করি ফিরে দ্বারে দ্বারে । উপনীত রাই পাশে ভানুরাজপুরে।। বিশাখা দেখিয়া তবে নিবাস জিজ্ঞাসে । শ্যামল সুন্দর লহু লহু করি হাসে।। বিপ্র কহে –“ঘর মোর হস্তিনানগর। বিদেশে বেড়ায়ে খাই শুন হে উত্তর।। প্রশ্ন দেখাবার তরে যে ডাকে আমারে। তাহার বাড়ীতে যাই হরষ অন্তরে।।” […] keyboard_arrow_right
  • শুনিয়া কহয়ে গোরী বলরামের বেশ ধরি
    শুনিয়া কহয়ে গোরী বলরামের বেশ ধরি যাই তবে তা সবার মাঝে। ধরিয়া শ্যামের হাতে লইয়া আসিব সাথে সাধব নিজের মন কাজে।। এতেক ভাবিয়া মনে আজ্ঞা দিল সখীগণে বলরামবেশ হব আমি। চন্দন মাখাও অঙ্গে চূড়া বান্ধ নানারঙ্গে শিঙা বেণু আনি দেহ তুমি।। রাধিকার কথা শুনে সখীগণ ভাবে মনে এ সময় শিঙ্গা কোথা পাব। মনে জানি পৌর্ণমাসী […] keyboard_arrow_right
  • শুনিয়া দানির বানী বৃষভানু-নন্দিনী
    শুনিয়া দানির বানী বৃষভানু-নন্দিনী চাতুরী করিয়া কহে কথা। বাঙন হইয়া চায় কবে চাঁদ কোথা পায় কি তপ করেছ যথা তথা।। তেয়াগিয়ে নিজস্থান তীর্থ কর পর্য্যটন গোদাবরী প্রয়াগ-তরঙ্গে। যে সাধ করেছ চিতে ব্রত কর অচিরাতে তবে পরশিও মঝু অঙ্গে।। এত যদি সাধ হিয়া গৌরী আরাধই গিয়া তবে সে করিও মোর আশ। ধেনুর রাখাল যেবা তাহার গণয়ে […] keyboard_arrow_right
  • শুনিয়া দেখিলুঁ দেখিয়া ভুলিলুঁ
    শুনিয়া দেখিলুঁ দেখিয়া ভুলিলুঁ ভুলিয়াঁ পিরীতি কৈলুঁ। পিরীতি বিচ্ছেদে না রহে পরাণ ঝুরিয়া ঝুরিয়া মৈলুঁ।। সই পিরীতি দোসর ধাতা। বিধির বিধান সব করে আন না শুনে ধরমকথা।।ধ্রু।। পিরীতি মিরিতি তুলে তৌলাইলুঁ পিরীতি গুরুয়া ভার। পিরীতি বেয়াধি যার উপজয়ে সে বুঝে না বুঝে আর।। সভাই কহয়ে পিরীতি কাহিনী কে বলে পিরীতি ভাল। কানুর পিরীতি ভাবিতে ভাবিতে […] keyboard_arrow_right
  • শুনিয়া নিঠুর বচন আমার
    শুনিয়া নিঠুর বচন আমার সে চন্দ্রবদনী রাধা। হইল প্রেমের অঙ্কুর সুন্দর ভাঙ্গে পাছে পাঞা রাধা।। সখি আর কি কহিব তোরে। কেনে পরিহাস- বচন নৈরাশ কহিলুঁ হইয়া ভোরে।। কিম্বা সেই ধনী ধৈর্য্য ধরে জানি হৃদয়ে ধরিয়া বেথা। পাছে সে বেথায়ে সে তনু জারয়ে উপায় কি করি এথা।। কিম্বা দারুণ কামের কামান বিন্ধয়ে বিষমশরে। শিরীষের ফুল জিনিয়া […] keyboard_arrow_right
  • শুনিয়া নিঠুর সখীর উত্তর
    শুনিয়া নিঠুর সখীর উত্তর কহে বিধুমুখী রাই। যেকর সেকর পুরুষ ভ্রমর তবু দরশন চাই।। সখি গো মরম কহিয়ে তোয়। নন্দের নন্দন বিনা এ জীবন সদা মুরছিত হোয়।। সেই মুখ চাঁদ যুবতীর ফান্দ যখন পড়য়ে মনে। শুনিয়া মুরলী হৃদয় খুরলি প্রবেশে যাহার কানে।। নারীর ধরম কুলের ভরম সকলি করয়ে নাশ।। অতি ক্ষুদ্রতর বহু ছিদ্র তার কি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ